• ঐছন কানুক সো হেন রূপগুণ
    ঐছন কানুক সো হেন রূপগুণ। অতি চঞ্চল চরিত তাহে দুন।। জানাইতে ঐছন লাওলো নেহ। নিতি বিরহানলে জড়িল দেহ।। এ সখি হরি সঞে কি করব দন্দ। আপন মনহি মনোভব মন্দ।। ধ্রু ।। ঋতুপতি রাতি উজোর বর চন্দ। মলয় সমীরণ কুসুম সুগন্ধ।। যামিনি আধ অধিক বহি গেল। যতহু মনোরথ অনরথ ভেল।। সো মুখ হেরি যে না রহ […] keyboard_arrow_right
  • ঐছন মানে বিমুখ ভৈ রাই
    ঐছন মানে বিমুখ ভৈ রাই। করে ধরি দোতি মানায়ই তাই।। রোখে চলই যব করে কর বারি। চরণে পড়ল তব বাহু পসারি।। তবহুঁ মলিনমুখি সুমুখি না ভেল। হোই নৈরাশ তব সখি চলি গেল।। একলি বনমাহা যাঁহা বর কান। আওল সখি তাঁহা বিরস-বয়ান।। কি কহব মাধব মানিনি-মান। জ্ঞানদাস তাঁহা কি কহিতে জান।। keyboard_arrow_right
  • ঐছন শুনইতে মুগধ রমণী
    ঐছন শুনইতে মুগধ রমণী। সখীগণ ইঙ্গিতে অবনত বয়নী।। লাজে বচন নাহি করে পরকাশ। সখীগণে কহইতে প্রিয়তম ভাষ।। “কহইতে না কহসি রজনীক কাজ। আমার শপথি তোরে,যদি কর লাজ।। পহিল সমাগমে হইল যত সুখ। পুনহি মিলনে পাওব কত দুখ।।” ঐছন বচন শুনি কহে মৃদু ভাষি। চণ্ডীদাস ইহ রস পরকাশি।। keyboard_arrow_right
  • ঐছন শুনইতে মুগধ রমণী
    ঐছন শুনইতে মুগধ রমণী। সখীগণ ইঙ্গিতে অবনতবয়নী।। লাজে বচন নাহি করে পরকাশ। সখীগণে কহইতে প্রিয়তম ভাষ।। কহইতে না কহসি রজনীক কাজ। আমার শপথি তোরে যদি কর লাজ।। পহিল সমাগমে হইল যত সুখ। পুনহি মিলনে পাওব কত সুখ।। ঐছন বচন শুনি কহে মৃদু ভাবি। চণ্ডীদাস ইহ রস পরকাশি।। keyboard_arrow_right
  • ও গো মা আজি আমি চরাব বাছুর
    ও গো মা আজি আমি চরাব বাছুর। পরাইয়া দেহ ধড়া মন্ত্র পড়ি বান্ধ চূড়া চরণেতে পরাহ নূপুর।। অলকা তিলক ভালে বন-মালা দেহ গলে শিঙ্গা বেত্র বেণু দেহ হাতে। শ্রীদাম সুদাম বসুদাম সুবলাদি বলরাম সভাই দাঁড়াইয়া রাজপথে।। বিশাল অর্জ্জুন দাম কিঙ্কিণী অংশুমান সাজিয়া সভাই গোঠে যায়। গোপালের কথা শুনি সজল নয়নে রাণী অচেতনে ধরণী লোটায়।। চঞ্চল […] keyboard_arrow_right
  • ওগো মা তোমার গোপাল কিবা জানয়ে মোহিনী
    ওগো মা তোমার গোপাল কিবা জানয়ে মোহিনী। আমরা সঙ্গের ভাই তমু ত না মন পাই তোমারে ভুলাবে কত খানি।। তৃণ খাইতে ধেনুগণ যদি যায় দূর বন কেহ ত না যায় ফিরাইতে। তোমার দুলাল কানু পূরয়ে মোহন বেণু ফিরে ধেনু মুরলীর গীতে।। আমরা ফিরাইতে ধেনু তাহা নাহি দেয় কানু সদা ফিরে সুবলের পাছে। সুবলে করিয়া কোলে […] keyboard_arrow_right
  • ওঝা বেজা আন গিয়া পাইয়াছে ভূতা
    “ওঝা বেজা আন গিয়া পাইয়াছে ভূতা। কাঁপি ঝাঁপি উঠে ঐ বৃকভানু সুতা।।” কালা কানুর বরণ চিকণ যবে পড়ে মনে। মূরছি পড়িয়া ধনী কাঁদে ভূম খানে।। রক্ষা অক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে। কেহ বলে–“আনি দেহ কালার গলার ফুলে।। কালিয়া কোঙর থাকে কদম্বের ডালে। বালিকা দেখিয়া পাইয়াছে শিশুকালে।। চেতন পাইয়া তবে উঠিবেক বালা। ভূত প্রেত ঘুচিবেক […] keyboard_arrow_right
  • ওঝা রোঝা আন গিয়া পাইয়াছে ভূতা
    ওঝা রোঝা আন গিয়া পাইয়াছে ভূতা। কাঁপি কাঁপি উঠি ঐ বৃষভানুসূতা।। ধ্রু।। কালাবরণ হিরণ পিন্ধন যবে পড়ে মনে। মূরছি পড়িয়া ধরি কান্দে ভূম খানে।। রক্ষা অক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে। কেহ বোলে আনি দেহ কালার গলার ফুলে।। কালিয়া বরণ থাকে কদম্বের ডালে। বালিকা দেখিয়া পাইয়াছে শিশুকালে।। চেতন পাইয়া তবে উঠিবেক বালা। ভূত প্রেত ঘুচিবেক […] keyboard_arrow_right
  • ওহে নিতাই নীলাচল না ছাড়িব আয়
    ওহে নিতাই নীলাচল না ছাড়িব আর। প্রাণের হরিদাস ছিল সেই লীলা সম্বরিল কার সঙ্গে করিব বিহার।। অদ্বৈত শ্রীশ্রীবাস পুরী দামোরর দাস তারা গেল এ সুখ ছাড়িয়া। কেবা পাবে রস রঙ্গ ভ্রমিব কাহার সঙ্গ গেল বুকে পাষাণ চাপাঞা।। বিশ্বরূপ মোর ভাই তাহার উদ্দেশ নাই সেহ গেল বৈরাগ্য করিয়া। ছোট হরিদাস নাম না শুনিব তার গান সেহ […] keyboard_arrow_right
  • ওহে বন্ধু আর কি বলিব তোরে
    ওহে বন্ধু আর কি বলিব তোরে। আপনা খাইয়া পিরীতি করিলুঁ রহিতে নারিলুঁ ঘরে।। কাম-সাগরে কামনা করিয়া সাধিব মনের সাধা। আপনি হইব নন্দের নন্দন তোমার করিব রাধা।। পিরীতি করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্বতলে। ত্রিভঙ্গ হইয়া মুরলী পুরিব যখন যাইবা কুলের বালা। জ্ঞানদাস বলে বুঝিবে তখন পিরীতি বিষম জ্বালা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ