• রঙ্গিণি মরম জানি সখি সঙ্গিনী
    রঙ্গিণি মরম জানি সখি সঙ্গিনী হাসি কহই শুন রাধা। গোকুল-চান্দ ফান্দ করি পাড়লি সাধলি নিজ মনসাধা।। সুন্দরি তুহুঁ রসবতি ব্রজবালা। চকিত নয়ানে কাহে মুখ মোড়সি জানলো ভেটবি কালা।। যাকর দরশ পরশ রস লালসে লাখ যুবতি করু আশ। সো তুয়া দরশন মানি পরম ধন আসি করল বনবাস।। ধনি ধনি রমণি- শিরোমণি সুন্দরি ভেটহ নাগররাজ। দীনবন্ধু কহে […] keyboard_arrow_right
  • রাইক কূঞ্জ-গমন শুনি মাধব
    রাইক কূঞ্জ- গমন শুনি মাধব অন্তর উলসিত ভেল। সহচর কেলি ধেনুগণ চারণ দূরহিঁ দূরে সব গেল।। হরি হরি বিদগধ নাগররাজ। ছল করি সুবল- করে ধরি সাজল গিরি গোবর্দ্ধন মাঝ।। তরু তরু চম্পক হেরি পুলক তনু রাই বরণ অভিলাষে। গদ গদ বচন এক পদ চলইতে মুরছি পড়ই পথ পাশে।। সুবল উঠাই লেই চলু মাধব গোবর্দ্ধন পরবেশ। […] keyboard_arrow_right
  • শচীর মন্দিরে আসি অকলঙ্ক পূর্ণশশী
    শচীর মন্দিরে আসি অকলঙ্ক পূর্ণশশী উদয় করিল মহিমাঝে। গ্রহণ করিঞা ছলা সকলঙ্ক ষোলকলা চান্দ লুকাইল বড় লাজে।। আনন্দে নদীয়া ভেল ভোর। পুণ্যের সময় পাঞা নানা ধন বিলাইঞা সভাই বলএ হরিবোল।। নদিয়া নাগরী যত আনন্দে আন্ধল চিত শচীর মন্দিরে উপনীত। গোরাচান্দ-মুখ দেখি প্রেমে ছল ছল আঁখি উপজিল নিগূঢ় পিরীত।। দুটি বাহু পসারিঞা নিজ নিজ কোলে লঞা […] keyboard_arrow_right
  • শশিমুখী তেজি সরল দিঠি ভঙ্গিম
    শশিমুখী তেজি সরল দিঠি ভঙ্গিম ইবে ভেল বঙ্কিম দীঠ। মতি গতি চঞ্চল হসই মনোহর বচন সুধা সম মীঠ।। সজনি কাহা ধনি শীখল রঙ্গ। কুচযুগ দরশি হরষি পুন আদরে ঘন ঘন ঝাঁপই অঙ্গ।। সহচরি করে ধরি কৈতবে ছল করি পূছই রতিরস ভাতি। মনসিজ সাধে আধে পুন হাসই মদন মদালসে মাতি।। তিলে কত বেরি খসই নিবিবন্ধন বিগলিত […] keyboard_arrow_right
  • শুনইতে সুন্দরি উলসিত চীত
    শুনইতে সুন্দরি উলসিত চীত। ছল করি পূছই রতিরস রীত।। কি কহলি সহচরি দারুণ বাত। কুলবতি-সঙ্গতি উপপতি সাথ।। পহিলহিঁ পুরুষ পরশ নাহি মোর। এ কি অপরূপ বচন সব তোর।। সহচরি কহে শুন রসবতি রাই। যতনহিঁ প্রেম রতন ধন পাই।। সুপুরুষ পিরীতি বিরতি হএ যার। কী ফল জীবন যৌবন তার।। তুহুঁ যদি সুন্দরি সুরত না জান। মনমথ […] keyboard_arrow_right
  • শ্যামের আরতি দেখি রসবতী
    শ্যামের আরতি দেখি রসবতী মনে অনুমান করে। বন্ধু তিলে তিলে আমা না দেখিলে পরাণ ধরিতে নারে।। আহা মরি মরি নিছনি লইঞা এমন পিরীতি কার। আমরা অবলা কুলবতী বালা কি দিঞা শোধিব ধার।। এমতি জানিঞা শ্যামেরে আনিঞা হিয়ার উপরে ধরি। ও চান্দ-বদন করিতে চুম্বন চেতন পাইল হরি।। অধনের ধন হারাইঞা যেন পাইল পুণ্যের ফলে। দীনবন্ধু ভণ […] keyboard_arrow_right
  • সহচরি সরস বচন শুনি মাধব
    সহচরি সরস বচন শুনি মাধব কহতহি গদ গদ বাণী। হাম পুন যবধরি ধনিমুখ হেরলুঁ জীবন করত কি জানি।। সজনি তব ধরি আকুল দেহা। কোনে কহব দুখ কো আশোয়াসব কঠিন ঘটন নব লেহা।। গণি গণি এহ থেহ নাহিঁ পাওলুঁ মদন-মদালসে ভোর। তৈখনে আসি সুধা সম ভাখনে জীবন রাখলি মোর।। বিহি বড় রসিক অসিম গুণসায়র বিঘটন করল […] keyboard_arrow_right
  • সাধি নিজ কাজে চলল নব রঙ্গিণী
    সাধি নিজ কাজে চলল নব রঙ্গিণী সঙ্গিনি সখিগণ মেল। বিদগধ নাহ গোঠ পরবেশল সহচর জয় জয় দেল।। কানাই তুহুঁ পাগল অনুমানী। ঘোর গহন ইথি একলি নিতি নিতি কী ফল পৈঠহ জানী।। শ্যামর সকল অঙ্গ ভেল ঝামর লাগল কন্টক আঁচোড়। চিরদিন পুণ্য- পুঞ্জ ফলে অব জানি জীবন বাঁচল তোর।।। তুয়া বিনে কাতর অবশ কলেবর নয়ন আন্ধাওল […] keyboard_arrow_right
  • সুন্দরি কহ কহ বচন বিশেষ
    সুন্দরি কহ কহ বচন বিশেষ। কী ফল ধয়লি সুবল সম বেশ।। একলি কুঞ্জে কয়লি অভিসার। কতি রহু সুবল বুঝই নাহিঁ পার।। মঝু মনে সংশয় তুয়া মুখ হেরি। একলি সুবল আওল বুঝি ফেরি।। তবহিঁ বিরহজর অন্তর কাঁপ। তৈখনে পরশি মিটাওলি তাপ।। দীনবন্ধু ভণ শুন বরনারি। বুঝইতে সংশয় চরিত তোহারি।। keyboard_arrow_right
  • হেমবরণ বর সুন্দর বিগ্রহ
    হেমবরণ বর সুন্দর বিগ্রহ সুরতরুরব পরকাশ। পুলক পত্র নব প্রেম পক্ব ফল কুসুম মন্দ মৃদু হাস।।ধ্রু।। নাচত গৌর মনোহর অদ্ভুত রঞ্জিত সুরধুনীধার। ত্রিজগত লোক ওক ভরি পাওল ভকতি রতন মণিহার।। ভাববিভবময় রসরূপ অনুভব সুবলিত রসময় অঙ্গ।। দ্বিরদমত্ত গতি অতি মনোহর মূরছিত লাখ অনঙ্গ।। ধনি ক্ষিতিমণ্ডল ধনি নদীয়াপুর ধনি ধনি ইহ কলিকাল। ধনি অবতার ধনি রে […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ