রহিতে না পারি ঘরে শ্যাম-কালার পিরিতের দায়, রহিতে না পারি ঘরে।।ধু জগতে যার নামের ধ্বনি, কই রইল শ্যাম গুণমণি। বলিয়া দে গো প্রাণ সজনি, ধরি তোমার রাঙা পায়।। কোথায় থাকি বিরাজ করে, বলিয়া দে গো রাই আমারে, কি সন্ধানে পাই গো তারে দেখলে আমার প্রাণ জুড়ায়।। যার আছে আজলের লেখা, পাইয়াছে শ্যাম কালার দেখা। কহেন […]
keyboard_arrow_right