• রহিতে না পারি ঘরে শ্যাম-কালার পিরিতের দায়
    রহিতে না পারি ঘরে শ্যাম-কালার পিরিতের দায়, রহিতে না পারি ঘরে।।ধু জগতে যার নামের ধ্বনি, কই রইল শ্যাম গুণমণি। বলিয়া দে গো প্রাণ সজনি, ধরি তোমার রাঙা পায়।। কোথায় থাকি বিরাজ করে, বলিয়া দে গো রাই আমারে, কি সন্ধানে পাই গো তারে দেখলে আমার প্রাণ জুড়ায়।। যার আছে আজলের লেখা, পাইয়াছে শ্যাম কালার দেখা। কহেন […] keyboard_arrow_right
  • রহিয়াছে প্রভু করতার
    রহিয়াছে প্রভু করতার। অমাবস্যা প্রতিপদ দুতিয়াএ লৈল হট জোয়ার নাফিরে একবার। কী করিমু কোথাএ যাইমু কাতে যুকতি বিমর্ষিমু এ বে সে মরণ হৈল সার। আব অতস বাত খাকের ধড় বাঁশী ফুকে নিরন্তর না বুধি রাধিকা অভাগিনী। দুই বাঁশী এক স্বর নৌকা ঠেলে বারে বারে নৌকা ঠেকিল বালুচরে। মুই অভাগিনী নারী নিশিদিশি বসি ঝুরি বন্ধুরে দেখিতে […] keyboard_arrow_right
  • রাই করল যব গাঢ়ই মান
    রাই করল যব গাঢ়ই মান। দূরহি বৈঠল নাগর কান।। কর-রেখা দেখি বন্ধু অবনত মাথ। দূতিক সম্বোধি কহতহি বাত।। কর-রেখা দেখি হাম করিনু বিচারি। মঝু পরমায়ু আছে দিন দুই চারি।। এতেক বচন শুনি কহে বিনোদিনী। কি কথা কহিলে ওহে শ্যাম গুনমনি।। যে কথা কহিলে বন্ধু না কহিও আর। মঝু পরমায়ু আধ তুঝে দিনু দান।। গোবিন্দদাস করিয়া […] keyboard_arrow_right
  • রাই কানু বিলসই নিকুঞ্জ মাঝারে
    রাই কানু বিলসই নিকুঞ্জ মাঝারে। সখীগণ ভাসল আনন্দ পাথারে।। নয়নে নয়ন দোঁহার বয়ানে বয়ানে। দুহুঁ মুখ চুম্বই দুহুঁক বদনে।। দুখ সঞে সুখ ভেল দুহুঁ অতি ভোর। হোর দেখ এ সখি রাই শ্যাম কোর।। দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ভোর। দুহুঁক নয়নে বহে আনন্দ লোর।। নিকুঞ্জের মাঝে দোঁহার কেলি বিলাস। রহি নেহারত নরোত্তম দাস।। keyboard_arrow_right
  • রাই তনু পিরিতি পসার
    রাই তনু পিরিতি পসার। তোহারি স্মরণজলে লুটাইল জগজনে এত নহে ধরম বিচার।। কোকিলা লইল বেশ বিদ্যাধরী নিল বেশ মুখশোভা নিল শশিকলা। মৃগ নিল দুটী আঁখি ভুরু নিল খঞ্জন পাখি মৃদু হাসি লয়েছে চপলা।। বিম্ব নিল অধর নাসা নিল খগবর দশন জ্যোতি লয়েছে মুকুতা। কাঞ্চন লয়েছে বর্ণ গৃধিনি লয়েছে কর্ণ তোমার রাইয়ের এতেক বিতথা।। কুচযুগ কনয়া […] keyboard_arrow_right
  • রাই বলে –সখি, হল বড় সুখী
    রাই বলে –“সখি, হল বড় সুখী না বাঁচে আমার প্রাণে। সে হব আমার আমি হব তার যে আনি[য়া] দিব শ্যামে।। যদি না পাইব পরাণ তেজিব যমুনার জলে পশি।” শুনি সখী সব হইল নীরব মাথে হাত দিয়া বসি।। মনে বিচারিয়া কহে বিচারিয়া “শুনগো পরাণ রাধে। স্থির কর মন না হয় উচাটন আনি দিব শ্যামচাঁদে।।” এ কথা […] keyboard_arrow_right
  • রাই বেশে সুবল এসে দেবি পাশে দাঁড়ায়
    রাই বেশে সুবল এসে দেবি পাশে দাঁড়ায়। দেবি আঁখি ঠারে কহে বেলা বয়ে যায়।। নব নব নাগরি কলা। যৈছন চান্দ কি মালা।। বসনে ভূষণে উজোর। শঙ্খ শব্দ ঘন ঘোর।। শ্রীকৃষ্ণ দরশন ভাব। ঘন তহি জয় জয় রব।। শ্রীরাধাকুণ্ডে উপনীত। গোবিন্দদাস ভণিত।। keyboard_arrow_right
  • রাই , সে শ্যাম তোমার মেনে বটে
    “রাই , সে শ্যাম তোমার মেনে বটে তোমার কহিতে নাম বিনোদ মদন শ্যাম বিরহ আনল জেন ছুটে।। পুরুব কাহিনি জত মনেতে পড়িল কত তাহা বলি রোয়ত সঘনে। হিয়া যেন ত্যজি বাণ বাজল মরম স্থান ধৈরজ নাহিক মেনে মোনে।। কত না বিলাপ সরে জতেক [ক] রূণা করে কি কহিব একমুখে তাহা। সহস্র বদন হয়ে তবে সে […] keyboard_arrow_right
  • রাই অঙ্গ ছটায় উদিত ভেল দশদিশ
    রাই অঙ্গ ছটায় উদিত ভেল দশদিশ শ্যাম ভেল গৌর আকার। গৌর ভেল সখীগণ গৌর নিকুঞ্জ বন রাইরূপে চৌদিকে পাথার।। গৌর ভেল শুকসারী গৌর ভ্রমর ভ্রমরী গৌর পাখী ডাকে ডালে ডালে । গৌর কোকিলগণ গৌর ভেল বৃন্দাবন গৌর তরু গৌর ফলফুলে।। গৌর আকাশ দেখি গৌর চান্দ তার সাখী গৌর তারা বেড়ি লাখে লাখ।। গৌর অবনী হৈল […] keyboard_arrow_right
  • রাই অঙ্গে হাত দিয়া নটবর রায়
    রাই অঙ্গে হাত দিয়া নটবর রায়। ঘুচিল বিরহ দুখ হাসি মুখ চায়।। দুহুঁ দোঁহার দরশনে আনন্দ হইল। জটিলা আসিয়া কিছু কহিতে লাগিল,, জটিলা বলেন শুন নন্দের নন্দন। তোমার গুণেতে বধূ পাইল চেতন।। এত শুনি গোবিন্দ বলেন জটিলারে। নন্দঘরে থাকি আমি গোকুলনগরে।। যখন তোমার বধূর এমনি হইব। তখনি বলিহ মোরে ভাল করি যাব।। এত বলি বনমালী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ