• রামা হে কি আর বলিব আন
    রামা হে কি আর বলিব আন। তোহারি চরণে শরণ সো হরি অবহুঁ না মিটে মান।। গোবর্দ্ধন-গিরি বামকরে ধরি যে কৈল গোকুল পার। বিরহে সে ক্ষীণ করের কঙ্কণ মানয়ে গুরুয়া ভার।। কালীয় দমন করল যে জন চরণযুগলবরে। এবে সে ভুজঙ্গ ভরমে ভুলল হৃদয়ে না ধরে হারে।। সহজে চাতক না ছাড়য়ে প্রীত না বৈসে নদীর তীরে। নব-জলধর […] keyboard_arrow_right
  • রামা হে ক্ষেম অপরাধ মোর
    রামা হে ক্ষেম অপরাধ মোর। মদন-বেদন না যায় সহন শরণ লইলুঁ তোর।। ধ্রু।। ও চাঁদ মুখের মধুর হাসনি সদাই মরমে জাগে। মুখতুলি যদি ফিরিয়া না চাহ আমার শপথি লাগে।। তোমার অঙ্গের পরশে আমার চিরজীবী হউ তনু । জপ তপ তুহুঁ সকলি আমার করের মোহন বেণু।। দেহ-গেহ-সার সকলি আমার তুমি সে নয়ানের তারা। আধ তিল আমি […] keyboard_arrow_right
  • রামা হে সপথ করহুঁ তোর
    রামা হে সপথ করহুঁ তোর। সে জে গুনবতী গুন গনি গনি ন জান কি গতি মোর।। সে সব সুমরি দহই মদন হৃদয় লাগল ধন্ধ। তাহি বিনু হম জীবন মানিঅ মরন অধিক মন্দ।। সগর রজনি রোই গমাওল সঘন তেজ নিসাস। নয়নে নয়নে পুনু কি মিলব পুনু কি পুরব আস।। ভনই বিদ্যাপতি সুনহ নাগর চিতে ন মানহ […] keyboard_arrow_right
  • রামা হে, কি আর বলিব আন
    রামা হে, কি আর বলিব আন। তোহারি চরণে শরণ সো হরি অবহুঁ না মিটে মান।। গোবর্দ্ধন-গিরি বাম করে ধরি যে কৈল গোকুল পার। বিরহে সে ক্ষীণ করে কঙ্কণ মানয়ে গুরুয়া ভার।। কালীয় দমন করল যে জন চরণযুগলবরে। এবে সে ভুজঙ্গ ভরমে ভুলল হৃদয়ে না ধরে হারে।। সহজে চাতক না ছাড়য়ে প্রীত না বৈসে নদীর তীরে। […] keyboard_arrow_right
  • রামানন্দ স্বরূপের সনে
    রামানন্দ স্বরূপের সনে। বসি গোরা ভাবে মনে মনে।। চমকি কহয়ে আলি গালি।। খেনেক বাঁশীরে দেয় গালি।। পুন কহে স্বরূপের পাশে। বাঁশী মোর জাতি কুল নাশে।। ধ্বনি কানে পশিয়া রহিল। বধির সমান মোরে কৈল।। নরহরি মনে মনে হাসে। দেখি এই গৌরাঙ্গ বিলাসে।। keyboard_arrow_right
  • রাস অবসানে অবশ ভেল অঙ্গ
    রাস অবসানে অবশ ভেল অঙ্গ। বৈঠল দুহুঁ জন রভসতরঙ্গ।। শ্রমভরে অঙ্গ ঘাম বহি যায়। কিঙ্করিগণ করু চামরের বায়।। পৈঠল সবহুঁ যমুনা জন মাহ। পানিসমরে দুহুঁ করু অবগাহ।। নাভি মগন জলে মণ্ডলি কেল। দুহুঁ দুহুঁ মেলি করই জলখেল।। কণ্ঠমগন জলে করল পয়ান। চুম্বয়ে নাহ তব সবহুঁ বয়ান।। ছলে বলে কানু রাই লেই গেল। যো অভিলাষ করল […] keyboard_arrow_right
  • রাসজাগরণে নিকুঞ্জভবনে
    রাসজাগরণে নিকুঞ্জভবনে আলুয়া আলসভরে। শুতলি কিশোরী আপনা পাসরি পরাণনাথের কোরে।। সখি হেল দেখসিয়া বা। নিন্দ যায় ধনী চাঁদবদনী শ্যামঅঙ্গে দিয়া পা।।ধ্রু।। নাগরের বাহু শিথান করিয়া বিথান বসনভূয়া। নিশাসে দুলিছে রতনবেশর হাসিখানি তাহে মিশা।। পরিহাস করি নিতে চাহে হরি সাহস না হয় মনে। ধীরি করি বোল না করিহ রোল জ্ঞানদাস রস ভণে।। keyboard_arrow_right
  • রাসজাগরণে নিকুঞ্জভবনে
    রাসজাগরণে নিকুঞ্জভবনে আলুয়্যা আলসভরে। শুতলি কিশোরী আপনা পাসরি পরাণনাথের কোরে।। সখি হের দেখসিয়া বা। নিন্দ যায় ধনী ও চাঁদ-বদনী শ্যামঅঙ্গে দিয়া পা।।ধ্রু।। নাগরের বাহু করিয়া শিথান বিথান বসন ভূষা। নিশ্বাসে দুলিছে রতনবেশর হাসিখানি তাহে মিশা।। পরিহাস করি নিতে চাহে হরি সাহস না হয় মনে। ধরি করি বোল না করিহ রোল দাস জগন্নাথ ভণে।। keyboard_arrow_right
  • রাসবিলাস মুগধ নটরাজ
    রাসবিলাস মুগধ নটরাজ। যূথহি যূথ রমণীগণ মাঝ।। দুহুঁ দুহঁ নয়ানে নয়ানে ভেল মেলি। হেরি সখীগণ আনন্দ ভেলি।। ললিতা বিশাখা আদি যত সখীগণ। আনন্দে মগন ভেল দেখি দুহঁ জন ।। নিকুঞ্জ মাঝারে দোঁহার কেলি বিলাস । দূরে রহি নিরখত নরোত্তম দাস।। keyboard_arrow_right
  • রাসবিলাসে মুগধ নটরাজ
    রাসবিলাসে মুগধ নটরাজ। যূথহি যূথ রমণিগণ মাঝ।। চুম্বয়ে রময়ে সবহুঁ সমভাব। হেরইতে সুবদনি ভেল বিভাব।। কোপে কমলমুখি করল পয়ান। বৈঠলি তিমিরকুঞ্জে করি মান।। মণ্ডলি ছোড়ি রাই যব গেল। হেরি নাগরবর চমকিত ভেল।। আকুল গোকুলবল্লভ কান। ছাড়ি সব রঙ্গিণি করল পয়ান।। বিলপই মনমথবাণে ভই খীণ। ঢুঁড়ই সবহুঁ কুঞ্জে মতিহীন।। রাই না পাই যাই এক কুঞ্জ। রোয়ত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ