• গৌর বরণ হিরণ কিরণ
    গৌর বরণ হিরণ কিরণ অরুণ বসন তায়। রাতা উতপল নয়ন যুগল প্রেমধারা বহি যায়।। দেখ দেখ নবদ্বীপ রাজ। ভাবে বিভোর সদা গর গর মধুর ভকত মাঝ।।ধ্রু।। কহয়ে আবেশে পূরব বিলাসে মধুর রজনী কথা। অমিয়া ঝরণ ঐছন বচন হরল মনের বেথা।। শুনি হরষিত সকল ভকত প্রেমের সাগরে ভাসে। সে সব সোঙরি কান্দয়ে গুমরি দীন গোবর্দ্ধন দাসে।। keyboard_arrow_right
  • জাগল শিখিকুল কোকিল কল কল
    জাগল শিখিকুল কোকিল কল কল শবদই দ্বিজ অলি আলী। তেজল আলস যুগল কলেবর ধনিমুখ হেরি বনমালী।। কহে পুন প্রাণপিয়ারী। দেখহ দারুণ দিনকর উদয়তি দুখদায়ক নর নারী।।ধ্রু।। তুহুঁ বরনাগর রসময় সাগর মঝুকর জানহ রীত। পরিজন দুরজন ননদিনি দারুণ কাঁপয়ে হিয়া ভয়ভীত।। তুহুঁকর অঙ্গ সঙ্গ রস রঙ্গ এ তেজি চলব অব গেহা। বয়নক বোল কহব অব কৈছনে […] keyboard_arrow_right
  • ঢুলু ঢুলু দুটি আঁখি অরুণ-বরণ
    ঢুলু ঢুলু দুটি আঁখি অরুণ-বরণ। দেখিয়া ফাটিছে হিয়া না যায় ধরণ।। অকলঙ্ক-শশী জিনি শ্রীমুখ শোভন। মলিন দেখিয়ে আজু কিসের কারণ।। পূর্ব্ব-ভাব মনে পড়ি ছাড়য়ে নিশ্বাস। তৃষিত চাতকী জনু পানিক পিয়াস।। রজনীর জাগরণে মনে ভয় পাই। কোথা আছে মোর প্রাণ পণ্ডিত গদাই।। কিশোর কহয়ে মোর ফাটি যায় হিয়া। প্রভাতে উঠিয়া আইলা রজনী জাগিয়া।। keyboard_arrow_right
  • তরুণারুণ নয়নাম্বুজ
    তরুণারুণ নয়নাম্বুজ ঢুলু ঢুলু ঢুলু অলসে। দেখ্য দেখ্য দেখ্য পড়িবা পড়িবা শুতি রহ যায়্যা দিবসে।। ঝামর বদ- নাম্বুজ দেখি সিন্দূরে কাজরে মাখা। কামিনী-কুচ- কুঙ্কুম-সহ বুকে যাবক-রেখা।। নীলোৎপল মুখ-মণ্ডল নীরস কাহে ভেল। যাও যাও বঁধু নিকট ছাড়হ পরাণে বাজয়ে শেল।। জানা গেল তুয়া চতুর চাতুরি কুটিল কপট কাজ। শশিশেখরে কহে শুভ কর- তহিঁ নাগর-রাজ।। keyboard_arrow_right
  • তুহুঁ না পরশ যদি মোয়
    তুহুঁ না পরশ যদি মোয়। পিরিতি কৈছে তব হোয়।। ইথে লাগি শরণ তোহারি। মানহ পরশ হামারি।। যদি জানসি মঝু দোখ। মোহে হেরি সম্বর রোখ।। এ তুয়া চরণ ধরি হাম। কহি পদযুগ ধরে শ্যাম।। তাহে না টূটল মান। মানিনি উপেখি চলু কান।। কুঞ্জ অঙ্গনে কুঞ্জরাজ। কাঁপি পড়ল ক্ষিতিমাঝ।। ফেরি নেহারত রাই। মরি মরি করত কাহ্নাই।। ভুজগে […] keyboard_arrow_right
  • দুহুঁ অতি কাতর কুঞ্জসে নিকসল
    দুহুঁ অতি কাতর কুঞ্জসে নিকসল সব সহচরিগণ মেলি। দুহুঁজন-নয়নে প্রেম-জল ঝরঝর ঐছনে গৃহে চলি গেলি। কিয়ে রাধামাধব-লীলা। সোঙরিতে খেদ ভেদ করু অন্তর গলি গলি যাওত শীলা।। বিমনহি নিজ নিজ মন্দিরে দুহুঁজন শূতল পালঙ্ক-শয়ান। সখিগণ নিজ নিজ মন্দিরে ঘূমল ঐছন ভেল বিহান।। গুরুজন জাগল সুর উদয় কৈল সবহুঁ ভেল পরকাশ। শ্রীরূপমঞ্জরি চরণ হৃদয়ে ধরি কহে পরমানন্দ […] keyboard_arrow_right
  • দেখ দেখ গৌর প্রেম-রস-ধাম
    দেখ দেখ গৌর প্রেম-রস-ধাম। পদনখে জীতল কতহুঁ শশী-কুল লাখ লাখ মদযুত কাম।। চকিত বিলোকনে সব দিশ হেরই ঝাঁপই চম্পক-অঙ্গ। আপদ মস্তক পুলকহিঁ পূরিত নিরুপম ভাব-তরঙ্গ।। খেনে মৃদু হাসি কহই সো পিরীতি যৈছন হেম দশবাণ। শ্যাম নাগর মোয় প্রাণ-মনোহর কহইতে ঝরই নয়ান।। ভাবহিঁ বিবশ কহই বরজ-রস অভিনব তৈছে পরকাশ। পরমানন্দ সার মহাভাব অবতার ভণ রাধামোহন দাস।। keyboard_arrow_right
  • দেখ মাই যশোমতী কোরে কানাই
    দেখ মাই যশোমতী কোরে কানাই। তেজোময় বালক ত্রিজগত-পালক কি কহব তপের বড়াই।। পিন্ধন বসনে রানী মুখানি মুছায়ই বীজন করয়ে মুখ-ইন্দু। সরোরুহ-লোচন কাজরে রঞ্জিত ভালে শোভে গোরোচনা-বিন্দু।। সেবহুঁ চতুর্ম্মুখ শিব শুক নারদ যছু পদ অনুখন ভাবি। সো পহুঁ গোণ্ডারিক চরণে লুঠই রোয়ত দুধকি লাগি।। চরণাঘাত করি ফিরি ফিরি গীরত মিনতি লাখ লাখ বেরি। গোবিন্দদাস কহ কোই […] keyboard_arrow_right
  • দেখহ বাছার আঁখি কিবা করতল রুচি
    দেখহ বাছার আঁখি কিবা করতল রুচি বিধির করণ এক ঠাম। আমার মনের সাধ বুঝিয়া সে মুনিরাজ গোপাল বলিয়া থুইল নাম।। অতিশয় শিশুমতি কিবা মন্দ মন্দ গতি কটিতটে কিঙ্কিণী বাজে। কম্বুকণ্ঠ পরি কিবা মোতি মালিকার শোভা প্রলম্বিত করু নব সাজে।। মনে বহু সাধ করি করে নবনীত ভরি দেয়লুঁ মো ভোজনক লাগি। কছু নাহি খাওত অবনী তলে […] keyboard_arrow_right
  • ধিক্ যাউ এ ছার জীবনে
    ধিক্ যাউ এ ছার জীবনে। পরাণের পরাণ গোরা গেল কোন্‌খানে।। গোরা বিনু প্রাণ মোর আকুল বিকল। নিরবধি আঁখির জল করে ছল ছল।। না হেরিব চাঁদমুখ না শুনিব বাণী। মনে করে গোরা বিনু পশিব ধরণী।। গেল সুখ সম্‌পদ যত পহুঁ কৈল। শেলের সমান মোর হৃদে রহি গেল।। গোরা বিনু নিশি দিশি আর নাহি মনে। নিরবধি চিন্ত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ