• মহাভুজ নাচত চৈতন্য রায়
    মহাভুজ নাচত চৈতন্য রায়। কে জানে কত কত ভাব শতশত সোনার বরণ গোরা গায়।।ধ্রু।। প্রেমে ঢর ঢর- অঙ্গ নিরমল পুলকঅঙ্কুরশোভা। আর কি কহব অশেষ অনুভব হেরইতে জগমনলোভা।। শুনিয়া নিজগুণ নামকীর্ত্তন বিভোর নটনবিভঙ্গ। নদিয়াপুরলোক পাসরিল দুখ শোক ভাসল প্রেমতরঙ্গ।। রতন বিতরণ প্রেমরস বরিখণ অখিলভুবন সিঞ্চিত। চৈতন্যদাস গানে অতুল প্রেম-দানে মুঞি সে হইলুঁ বঞ্চিত।। keyboard_arrow_right
  • যজ্ঞদান তীর্থস্থান পুণ্যকর্ম্ম ধর্ম্মজ্ঞান
    যজ্ঞদান তীর্থস্থান পুণ্যকর্ম্ম ধর্ম্মজ্ঞান সব অকারণ ভেল মোহে। বুঝিলাম মনে হেন উপহাস হয় যেন বসনহীন আভরণ দেহে।। সাধুমুখে কথামৃত শুনিয়া বিমলচিত নাহি ভেল অপরাধ কারণে। সতত অসত সঙ্গ সকলি হইল ভঙ্গ কি করিব আইলে শমনে।। শ্রুতিস্মৃতি সদা রটে শুনিয়াছি এই বটে হরিপদ অভয় শরণ। জনম লইয়া সুখে কৃষ্ণ না বলিলাম মুখে না করিলাম সে রূপ […] keyboard_arrow_right
  • যাবক রচইতে সচকিত লোচন
    যাবক রচইতে সচকিত লোচন পদ সঞে বয়ান সঞ্চার। অধররাগ সঞে বুঝি অনুভব করু কোন অধিক উজিয়ার।। দেখ সখি কানুক রঙ্গ। রাইক বেশ বনাওত অভিমত নিরখি নিরখি প্রতি অঙ্গ।।ধ্রু।। চরণ বিভূষণ মণিগণে ঊয়ল শ্যাম মূরতি পরতেক। হেরব লাখ নয়ানে হেন মানিয়ে অতয়ে সে ভেল অনেক।। কিয়ে প্রতিবিম্ব দম্ভ সঞে নিজতনু চরণনিছনি পরকাশ। শম্বর বৈরী বিজয় বেকত […] keyboard_arrow_right
  • রজনি প্রভাতে চলল বর-রঙ্গিনি
    রজনি প্রভাতে চলল বর-রঙ্গিনি নদি-অবগাহন রঙ্গে। সুবাসিত তৈল হলদি লই ধায়ত প্রিয় সহচরি করি সঙ্গে।। গজবরগতি জিনি গমন সুমন্থর চাঁদ জিনিয়া মুখ-জোতি। কবরি বিরাজিত মণিময় সুরচিত সীখে উজোরল মোতি।। নীল বসন মণি- বলয় বিরাজিত উচ-কচু-কঞ্চুক ভার। শ্রবণহি তাড়ক মণিময় হাটক কণ্ঠে বিরাজিত হার।। চরণ কমলসম রাতুল আতুল ঝুন ঝুন নূপুর বাজ। গোবিন্দদাস কহ ওরূপ হেরইতে […] keyboard_arrow_right
  • রজনি-প্রভাতে উঠিয়া নাগর
    রজনি-প্রভাতে উঠিয়া নাগর তেজল নাগরী-পাশ। ঘুমে ঢুলু ঢুলু নয়নযুগল মুখে মৃদু মৃদু হাস।। কপাল উপরে সিন্দুরের বিন্দু অধরে কাজর দেখি। হিয়ার মাঝারে অলক তিলক নখ-চিহ্ন তাহে সাখী।। হিয়ায় দুলিছে বিনা সুত মালা যুবতি দিয়াছে সাধে। এ সব ভূষণ অঙ্গেতে করিয়া ভেটিতে চলিছে রাধে।। দেখিতে দেখিতে বিনোদ নাগর মিলল রাইর পাশ। দেখিয়া জ্বলিছে পরাণ পুড়িছে কহয়ে […] keyboard_arrow_right
  • রজনিক আনন্দ কি কহিব তোয়
    রজনিক আনন্দ কি কহিব তোয়। চিরদিনে মাধব মীলল মোয়।। হিয়ার হইতে মোরে না করে বাহির। হেরইতে বদন নয়নে বহে নীর।। দারিদ হেম জনু তিলেক না ছোড়। ঐছনে হাম রহলুঁ পিয়াকোর।। যতহুঁ বিপদ কছু না কহলুঁ রোয়। কহইতে কৈছে কি জানি কিয়ে হোয়।। নাগর গরগর আরতি বিথার। দাস অনন্ত কহই রসসার।। keyboard_arrow_right
  • রজনী কাহিনী কহিতে রমণী
    রজনী কাহিনী কহিতে রমণী পুলকে পূরল দেহা। কনকবরণী কি হৈল না জানি সোঙরি সে সব লেহা।। অঙ্গের বসন খসয়ে সঘন নয়ানে ভরল লোর। বিষাদে বিকল বিছুরি সকল চরণ না চলে থোর।। হৃদয়মন্দিরে পিরীতি পালঙ্কে রসের বালিস তায়। আরতি তোষলি তাহাতে পাতলি শুতল রসিক রায়।। পিয়ার পিরীতি কহয়ে যুবতি ধরিয়া সখীর করে। শেখর সত্বরে কহয়ে রাধারে […] keyboard_arrow_right
  • রজনী ত্রিযামা নাহ সহ বিলসিয়া
    রজনী ত্রিযামা নাহ সহ বিলসিয়া শুতলি পিয়া পরিযঙ্কে। যামিনী শেষে জাগি ধনি বৈঠল বায়স জলপ আতঙ্কে।। চলইতে সুন্দরী উঠি চাহত যব কানু পুন করতহিঁ অঙ্কে। ছাড়হ নাগরবর মুগধ অতিশয় নাহি তোহে লোক ভয় শঙ্কে।। পূরব দীশ হের উদয় দিবাকর নিজঘর চলত মৃগাঙ্কে। জাগব গুরুজন পন্থ নিহারব তোহে জানি হোয়ব কলঙ্কে।। শুন শুন গিরিধর ত্বরিতে বিদায় […] keyboard_arrow_right
  • রজনী প্রভাতে উঠি নন্দের গৃহিণী
    রজনী প্রভাতে উঠি নন্দের গৃহিণী। দধির মন্থন করে তুলিতে নবনী।। নিদ্রাগত ছিল কৃষ্ণ শয়ন মন্দিরে। নিদ্রাভঙ্গ হইল বৈসে পালঙ্ক উপরে।। আমার হয়েছে ক্ষুধা শুন গো জননী। স্তন কিম্বা দেহ মোরে খাইতে নবনী।। মা মা বলিয়া তবে বাহিরে আইলা। কি খাব বলিয়া কৃষ্ণ কাঁদিতে লাগিলা।। দেহ দেহ ননী দেহ বলে বারম্বার। ক্ষুধায় ব্যাকুল প্রাণ হইল আমার।। […] keyboard_arrow_right
  • রজনী বিরাম জানি সব রঙ্গিণী
    রজনী বিরাম জানি সব রঙ্গিণী মন্দিরে করল পয়ান। শূন্য কুঞ্জ পরি- হরি নিজ মন্দিরে শূতল বিদগধ কান।। মাধব অলসে অবশ সব দেহ। উদিত দিবাকরে নীদ না ভাঙ্গই যশোমতি পৈঠল গেহ।। নিজ করে শ্যাম অঙ্গ ঘন পরশই ক্ষীর স্রবই কুচভারে। ও মুখ–চান্দ সঘন করি চুম্বন উপজল পুলক শরীরে।। গদ গদ আধ আধ ঘন বোলত উঠ উঠ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ