• সহচরি সঙ্গে রঙ্গে চলু কামিনি
    সহচরি সঙ্গে রঙ্গে চলু কামিনি দামিনি যৈছে উজোর।। গোবর্দ্ধন-তট নিকট বাটহি যজ্ঞ-ঘৃত লেই ভোর।। দেখ সখি অপরূপ রঙ্গ। নিরূপম বিলাস রসায়ন পিবইতে দুহুঁ জন পুলকিত অঙ্গ।। দূর সঞে দরশন অনিমিখ লোচনে বহতহিঁ আনন্দ-নীর। আনন্দ-সায়রে ডুবল দুহুঁ জন বহু খণে ভৈ গেল থীর।।ধ্রু।। অতিশয় আদর বিদগধ নাগর রাই নিয়ড়ে উপনীত। ইহ যদুনন্দন নিরখই দুহুঁ জন অতিসুখে […] keyboard_arrow_right
  • সুচির বিরহজ্বর ক্ষীণ কলেবর
    সুচির বিরহজ্বর ক্ষীণ কলেবর বিগলিত ভূষণ বেশ। আছয়ে তোহারি পরশ রস লালসে কেবল জীবন শেষ।। মাধব শুনইতে তোহারি সংবাদ। শিশিরে লতা জনু বিনা অবলম্বনে উঠইতে করু কত সাধ।।ধ্রু।। তোহারি রচিত ফুল হার নিরখি ধনী পহিলহি শির পরলাই। তুয়া পরিরম্ভণ অনুভবি তৈখন পহিরলি হৃদয়ে বুলাই।। উয়ল মনোজ- ভরমে অভিসারই বাঢ়ল অধিক তিয়াস। চলইতে খলই কৈছে পুন […] keyboard_arrow_right
  • সুমুখী চরণে চিকণ কালার
    সুমুখী চরণে চিকণ কালার বরণ কেন বা দেখি । সখীর বচনে ঈষত হাসিয়া নেহারে কমলমুখী।। কনকমুকুর জিনিয়া চরণ দুখানি রসের কূপ। তাহার মাঝারে পশিয়া পেখলয়ে পরাণনাথের রূপ।। আপনা আপনি বয়ান হেরিয়া ধরিতে না পারে হিয়া। এ রস পাসরি রসিক নাগর কেমতে আছয়ে জিয়া।। কহিতে কহিতে রসের আবেশে নাগরী নাগর ভেল। বংশী কহয়ে বুঝিয়া বিশাখা নাগরে […] keyboard_arrow_right
  • হরি হরি দারুণ জৈঠহি মাসে
    হরি হরি দারুণ জৈঠহি মাসে। মাঝ গগনে আসি দিন-পতি বৈঠল দশ দিশি কিরণ বিকাসে।। ধূপক ভয়ে ঘরে সব জন বৈঠল দ্বারহি দেওল কপাট। চামর-বীজন সব জন সেবই পথিক না চলতহি বাট।। ঐছন সময়ে রাই অভিসারল কানু-মিলন প্রতিআশে। দেহ-মরিযাদ কিছুই না রাখল ছুটল হরি-অভিলাষে।। আগুনি-অধিক রেণূ পর চলইতে দগধল পদ-অরবিন্দ। চন্দ্রশেখর কহে মিলল কলাবতি কুঞ্জে শ্যামরচন্দ।। keyboard_arrow_right
  • হাসি হাসি বয়ন লুকায়সি রাই
    হাসি হাসি বয়ন লুকায়সি রাই। শ্যাম সুনাগর রস অবগাই।। অন্তরে অন্তরে পিরীতিনিবন্ধ। লাজকপাট কয়ল মুখ বন্ধ।। তিলে তিলে অঙ্গে পরতেখ হোই। দুখ বিনু দুহুঁ দিঠি লহু রোই।। নিতি নিতি সমুচিত সমুঝি অঙ্গ। আজু আন রীত দেখি আন রঙ্গ।। কহইতে না কহসি মোড়সি অঙ্গ। বহু পরসাদ তোহে কয়ল অনঙ্গ।। মন পরিতোষ দোষ নাহি দেহ। জ্ঞানদাস কহ […] keyboard_arrow_right
  • হেদে হে নন্দের সুত কে তোমায়
    হেদে হে নন্দের সুত কে তোমায় করিলে মহাদানী। দণ্ডে কাচ নানা কাচ না ছাড় রমণীপাছ বুঝালে না বুঝ হিতবাণী।।ধ্রু।। শুনিয়াছি শিশুকালে পূতনা বধেছ হেলে তৃণাবর্তের লয়েছ পরাণ। এখনি নন্দের বাড়ি দেখিয়াছি গড়াগড়ি এখনি সাধিতে আইলা দান।। কাড়ি নিব পীতধড়া আউলাইয়া ফেলিব চূড়া বাঁশীটি ভাসাইয়া দিব জলে। কুবোল বলিবা যদি মাথায় ঢালিব দধি বসিতে না দিব […] keyboard_arrow_right
  • হেদে হে নিলাজ কানাই
    হেদে হে নিলাজ কানাই না কর এতেক চাতুরালি। কে না জান মানুষতা তার আগে কহ কথা মোর আগে বেকত সকলি।।ধ্রু।। বেড়াইলা ধেনু লৈয়া সে লাজ ফেলিলা ধুইয়া এবে হৈলা দানী মহাশয়। কদম্ব-তলায় থানা রাজপথ কর মানা দিনে দিনে বাড়িল বিষয়।। আন্ধার বরণ কাল গা ভূমেতে না পড়ে পা পরিহাস কুলবধূ সনে। এই রূপ নিরখি আপনাকে […] keyboard_arrow_right
  • হেন রূপে কেন যাও মথুরায় বিকে
    হেন রূপে কেন যাও মথুরায় বিকে। বিষম রাজার ভয়ে ঠেকিবা বিপাকে।। দিনকরকিরণে মলিন মুখখানি। হেরিয়া হেরিয়া মোর বিকল পরাণী।। বসিয়া তরুর ছায় করহ বিশ্রাম। শ্রমজলবিন্দু যেন মুকুতার দাম।। বংশীবদনে কহে শুন হে নাগর। বুঝিলাম বট তুমি রসের সাগর।। keyboard_arrow_right
  • 1
  • 12
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ