• দেখ শাঙন সুখ-সময়ে
    দেখ শাঙন সুখ-সময়ে ঝূলে পিতম প্যারে। স্বর্ণ-খাম্বা-দৌর-চাল কাঞ্চনেতে জড়িত ভাল হীরা-মণি মোতি লাল হেমকি হিঁডোরে।।ধ্রু।। সঘন মগন গগন ঘোর হরখে গরজে বরখে জোর দামিনি-চর তহি উজোর চাতকি-কুল বোলে। নাগর-বর জলদ-কাঁতি লাড়লি থির বিজুরি-পাঁতি শোহন মোহন ভুখন-ভাঁতি নিরখি মদন ডোলে।। সরস পরশ অতি উলাস উমড়ত মধু মঞ্জু হাস জিতল শিতল কোকিল-ভাষ মধুর মধুর রোলে। দুহঁ মুখ […] keyboard_arrow_right
  • দেখত বেকত গৌর অদভূত
    দেখত বেকত গৌর অদভূত উজোর সুরধুনীতীর। জাম্বূনদ তনু বসন জিনিয়া ভানু সুন্দর সুঘড় সুধীর।। ব্রজলীলাগুণ সোঙরি ঘন ঘন রহই না পারই থির। পুলকে পুরল তনু ফুটল কদম্ব জনু ঝর ঝর নয়নক নীর।। অবিরত ভকত গানরসে উনমত কম্বুকণ্ঠ ঘন দোল। পুলকে পূরল জীব শুনি পুন নাচত সঘনে বোলয়ে হরিবোল।। দেব দেব অধিদেব জনবল্লভ পতিতপাবন অবতার। কলিযুগ […] keyboard_arrow_right
  • ধনি কানড় ছাঁদে বাঁধে কবরী
    ধনি কানড় ছাঁদে বাঁধে কবরী। নবমালতি মাল তহি উপরী।। দলিতাঞ্জন গঞ্জ কলা কবরী। খেণে ঊঠত বৈঠে উড়ী ভ্রমরী।। ধনি সিন্দুরবিন্দু ললাটে বনী। অলকা ঝলকে তহিঁ নীলমণী।। তহি গণ্ডে কুণ্ডল অলক-পাতা। ভুরু ভঙ্গিম চাপ ভুজঙ্গলতা।। নয়ানঞ্চল চঞ্চল খঞ্জরিটা। তহি কাজর শোভিত নীলছটা।। তিলপুষ্প সমান নাসা ললিতা। কনকাতি ভাতি ঝলকে মুকুতা।। ধনি সুন্দর শারদ ইন্দুমুখী। মধুরাধর পল্লব […] keyboard_arrow_right
  • ধর ধর ধর রে নিতাই আমার গৌরে ধর
    ধর ধর ধর রে নিতাই আমার গৌরে ধর। আছড় সময়ে অনুজ বলিয়া বারেক করুণা কর।।ধ্র।। আচার্য্য গোসাঁই, দেখিও নিতাই, আমার আঁখির তারা। না জানি কি ক্ষণে, নাচিতে কীর্ত্তনে, পরাণে হইব হারা।। শুনহ শ্রীবাস, কৈরাছে সন্ন্যাস, ভূমিতলে গড়ি যায়। সোনার বরণ, ননীর পুতলি, ব্যথা না লাগয়ে গায়।। শুন ভক্তগণ, রাখহ কীর্ত্তন, হইল অধিক নিশা। কহয়ে মুরারি, […] keyboard_arrow_right
  • ননদিনী রস-বিনোদিনী
    ননদিনী রস-বিনোদিনী ও তোর কুবোল সহিতে নাহি আমি।।ধ্রু।। (ননদিনী) ঘরের ঘরণী জগত মোহিনী।। প্রত্যূষে যমুনাএ গেলি। বেলা অবশেষ নিশি পরবেশ কিসে বিলম্ব করিলি।। (শ্রীরাধা) প্রত্যুষে বেহানে কমল দেখিয়া পুষ্প তুলিবারে গেলাম। বেলা উদনে কমল মুদনে ভোমরা দংশনে মৈলাম।। কমল কন্টকে বিষম সঙ্কটে করের কঙ্কণ গেল। কঙ্কণ উখটিতে ডুব দিতে দিতে দিন অবশেষ ভেল।। শীর্ষের সিন্দূর […] keyboard_arrow_right
  • ননদিনী রস-বিনোদিনী, ও তোর কুবোল সহিতাম নারি
    ননদিনী রস-বিনোদিনী, ও তোর কুবোল সহিতাম নারি। ধু ঘরের ঘরিণী, জগত-মোহিনী, প্রত্যুষে যমুনাএ গেলি। বেলা অবশেষ, নিশি পরবেশ, কিসে বিলম্ব করিলি ? প্রত্যুষে বেহানে, কমল দেখিয়া , পুষ্প তুলিবারে গেলুম্‌। বেলা উদনে, কমল মুদনে, বোমরা দংশনে মৈলুম্‌।। কমল কন্টকে, বিষম সঙ্কটে, করের কঙ্কণ গেল। কঙ্কণ হেরিতে, ডুব দিতে দিতে, দিন অবশেষ ভেল।। শীষের সিন্দুর, নয়ানের […] keyboard_arrow_right
  • না জানিয়ে গোরাচাঁদের কোন্‌ ভাব মনে
    না জানিয়ে গোরাচাঁদের কোন্‌ ভাব মনে। সুরধুনীতীরে গেল সহচর সনে।। প্রিয় গদাধর আদি সঙ্গেতে করিয়া। নৌকায় চড়িল গোরা প্রেমাবিষ্ট হৈয়া।। আপনি কাণ্ডারী হৈয়া যায় নৌকাখানি। ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি।। পারিষদগণ সব হরি হরি বোলে। পূরুব স্মরিয়া কেহ ভাসে প্রেমজলে।। গদাধরের মুখ হেরি মনে মনে হাসে। বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে।। keyboard_arrow_right
  • নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া
    নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া। বামে প্রিয় গদাধর শ্রীবাস অদ্বৈতবর পারিষদ তারাগণ জিনিয়া।।ধ্রু।। বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভাল গগন ভরিল হরিধ্বনিয়া। চন্দন চর্চ্চিত গায় ফাগু বিন্দু বিন্দু তায় বনমালা দোলে ভাল বনিয়া।। গলে শুভ্র উপবীত রূপ কোটি কামজিত চরণে নূপুর রনরনিয়া। দুই ভাই নাচি যায় সহচরগণ গায় গদাধর অঙ্গে পড়ে ঢুলিয়া।। পূরুব রভসলীলা এবে […] keyboard_arrow_right
  • প্রাণনন্দিনী রাধা বিনোদিনী
    প্রাণনন্দিনী রাধা বিনোদিনী কোথা গিয়াছিলা তুমি। এ গোপনগরে প্রতি ঘরে ঘরে খুঁজিয়া ব্যাকুল আমি।। বিহান হইতে কাহার বাটীতে কোথা গিয়াছিলা বল। এ খীর মোদক চিনি কদলক কে তোর আঁচরে দিল।। আগোর চন্দন কস্তুরী কুমকুম কে রচিল তোর ভালে। কে বাঁধিল হেন বিনোদ লোটন নবমল্লিকার মালে।। অলকা তিলকে ললাটফলকে কে দিল চম্পকদাম। জ্ঞানদাস কহে সব বিবরণ […] keyboard_arrow_right
  • ফুলবন গোরাচাঁদ দেখিয়া নয়নে
    ফুলবন গোরাচাঁদ দেখিয়া নয়নে। ফুলের সমর গোরার পড়ি গেল মনে।। ঘন জয় জয় দিয়া পারিষদগণে। গোরাগায় ফুল ফেলি মারে জনে জনে।। প্রিয় গদাধর সঙ্গে আর নিত্যানন্দ। ফুলের সমরে গোরার হইল আনন্দ।। গদাধর সঙ্গে পহুঁ করয়ে বিলাস। বাসুদেব ঘোষ তাহা করিল প্রকাশ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ