• তুহারি বচন বিশোয়াসে
    তুহারি বচন বিশোয়াসে। আয়লুঁ কুঞ্জ আবাসে।। বিরচলুঁ কুসুম শয়ান। অবহুঁ না মীলল কান।। বুঝলুঁ দূতি হাম তোয়ে। এত দুখ দেয়লি মোয়ে।। ঝুটা বচন তোহারি। ঝুটাহি সো বনয়ারী।। ঝুটা সঙ্কেত মান। ঝুটাহি সব হাম জান।। করত শেখর নিরবন্ধা। ঝুটা কাহেঁ করু দ্বন্দ্বা।। keyboard_arrow_right
  • তোমার বরণ অতি অনুপম
    তোমার বরণ অতি অনুপম যে দিন না দেখি তোয়। তুমি সে চম্পক অতি মনোহর নিরখিতে আঁখি রোয়।। তোমার বেণীর চাঁচর চিকুর যদি বা পড়য়ে মনে। কাল জাদখানি এলাইয়ে দেখি আপন মনের সনে।। যবে পড়ে মনে শ্রীমুখমণ্ডল নিরখি গগন-শশী। তার পানে চেয়ে তারে নিরখিয়ে তবে নিবারণ বাসি।। তোমার নয়ন চঞ্চল সঘন সেই সদা পড়ে মনে। তবে […] keyboard_arrow_right
  • দহে শ্রীরাধিকার প্রাণ অ শ্যাম কানুর লাগিআ
    দহে শ্রীরাধিকার প্রাণ অ শ্যাম কানুর লাগিআ। ধু এই কুঞ্জবৃন্দাবনে কদমডালে বসি। রাধা রাধা বলিআ সদাএ বাজাএ কানুর বাঁশী। বাঁশীর স্বরে রাধার প্রাণ নিল হরিআ।। মথুরাএ হইয়াছে রাজা শ্রীনন্দের কানাই। কালিন্দীতে প্রেম কর‍্যাছে তাহে মনে নাই। পাইআছে কুবুজা রাণী রৈছে তুলিআ।। গোকুলনগরে ঘোষে রাধা কলঙ্কিনী। ছাড়্যা গেল প্রাণনাথে কৈর‍্যা অনাথিনী। জাতির কুল মান মোর গেল […] keyboard_arrow_right
  • দহে শ্রীরাধিকার প্রাণ, অ সই
    দহে শ্রীরাধিকার প্রাণ, অ সই তোমরা নি দেখেছ নন্দ্যার চান।।ধু ধড়া চূড়া মোহন মুরড়ি তাহাতে, গলে বনমালা চূড়া শুভ্যাছে মাথে।। সোনা মুখে বাজায়ে বাঁশী সদাএ লইআ রাধার নাম।। শূন্য হৈছে ব্রজপুর শূন্য সিংহাসন, সব শূন্য লাগে আমার রসের বৃন্দাবন।। সোনার মন্দির শূন্য দেখি কথ সএ অবলার প্রাণ।। এই দুঃখের দুঃখিনী শ্যামে কৈরাছে মোরে, কাঙ্গালিনীর মত […] keyboard_arrow_right
  • নয়ন তরল বহে প্রেমবারি
    নয়ন তরল বহে প্রেমবারি অথির কুলের বালা। খেনে খেনে উঠে বিরহ আগুন দুগুন হইল জ্বালা।। মলয়-চন্দন মৃগমদ যত অঙ্গেতে আছিল মাখা। হৃদয়-কাঁচুলি তিতিল সকল তাহা নাহি গেল রাখা।। প্রেমে ঢল ঢল যেমন বাউল বনের হরিণী তারা। ব্যাধ-বাণ খায়্যা হইয়া ঘাউল চারিদিকে চাহি সারা।। ক্ষীণ গোপীগণে চাহে চারিপাশে বিরহ বেদনা পায়্যা। কাষ্ঠ-সম যেন চিত্রের পুতলি সারি […] keyboard_arrow_right
  • নয়ন তরল বহে প্রেমবারি
    নয়ন তরল বহে প্রেমবারি অথির কুলের বালা। ক্ষেণে ক্ষেণে উঠে বিরহ আগুন দ্বিগুণ হইল জ্বালা।। মলয় চন্দন মৃগমদ যত অঙ্গেতে আছিল মাখা। হৃদয় কাঁচুলি তিতিল সকল তাহা নাহি গেল রাখা।। প্রেমে ঢল ঢল যেমন বাউল বনের হরিণী তারা। ব্যাধবাণ খেয়ে ধাওল হইয়ে চারি দিকে নাহি সারা।। ক্ষীণ গোপীগণে চাহি চারি পানে বিরহ-বেদনা পাইয়া। কাষ্ঠ সব […] keyboard_arrow_right
  • নিভৃত নিকুঞ্জে কুঞ্জ-কুটীর
    নিভৃত নিকুঞ্জে কুঞ্জ-কুটীর মণিমাণিকের স্তম্ভ। রতন-জড়িত পরশ-পাথর অতি অনুপাম রঙ্গ।। উপরে জড়িত হেম মরকত মুকুর কিসে বা গণি। চারিপাশে শোভে মুকুতা প্রবাল গাঁথিয়া মাণিক মণি।। ঝালর ঝলকে অতি মনোহর ঐছন কুটীর শোভে। পুষ্পের সৌরভে দশদিক মোহে মধুকর ধায় লোভে।। নেতের পতাকা উড়ে অনুপাম কুটীর উপরে দিয়া। শত শত কোটী এ কুঞ্জ-কুটীর সকল তাহার ছায়া।। বৈঠল […] keyboard_arrow_right
  • নিভৃত নিকুঞ্জে কুঞ্জ-কুটীর
    নিভৃত নিকুঞ্জে কুঞ্জ-কুটীর মণি-মাণিকের স্তম্ভ। রতন-জড়িত পরশ-পাথর অতি অনুপম রঙ্গ।। উপরে জড়িত হেম মরকত মুকুর কিসে বা গণি। চারিপাশে শোভে মুকুতা প্রবাল গাঁথিয়া মাণিক মণি।। ঝালর ঝলকে অতি মনোহর ঐছন কুটীর শোভে। পুষ্পের সৌরভে দশদিক্‌ মোহে মধুকর ধায় লোভে।। নেতের পতাকা উড়ে অনুপাম কুটীর উপরে দিয়া। শত শত কোটী এ কুঞ্জ-কুটীর সকল তাহার ছায়া।। বৈঠল […] keyboard_arrow_right
  • পিরীত অমূল্য ধন কে জানে পিরীতের মরম
    পিরীত অমূল্য ধন কে জানে পিরীতের মরম। ধু। পিরীত অমূল্য ধন। না ধরে ফল ফুল, অন্তরে ভাবে বেআকূল, ভাব বুঝি বাড়াইলে পিরীতি, যত বাড়ে ততং রং। প্রেম ফল রসা, তারে খাইতে বড় খাসা, সে ফল ভাঙ্গলে হয় কষা, না ভাঙলে পিরীতির ফল, যত খায় তত গম। পিরীত ভাঙলে কেমন? যেমন জ্বলে হুতাশন, সেই আনল নিবে […] keyboard_arrow_right
  • পুর্ব্ব কথা কহি সুন অপুর্ব্ব কথন
    পুর্ব্ব কথা কহি সুন অপুর্ব্ব কথন। দৈবকি-উদরে জন্ম হৈল সঙ্করসন।। দেবের বাক্যতা আছে সেকথা বিস্তার। বসুদেবের ছয় পুত্র বধে বারে বারে।। সপ্তম গর্ভে জন্ম হইলা সঙ্করসন। গর্ভে হইতে আনিবারে করিলা গমন।। দেবতার আজ্ঞা হইল–“সুনহ ভবানি। দৈবকির সপ্তম গর্ভ জানিল এ * *।। ছয় পুত্র নষ্ট করিলা জেই কংসাসুর। এই পুত্র হইবেক, বধির অসুর।। তুরিত গমনে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ