• প্রভাত হইল সবাই জাগিল
    প্রভাত হইল সবাই জাগিল গুরু-গরবিত জনা। গৃহ কাজ যত সব সমাধিয়া আন পথে আনাগোনা।। গৃহমাঝে গিয়া দেখি এল ধেয়া শ্যামের চূড়ার মালা। নাীল অতসীর ফুল তাহে ছিল তা দেখি হইল জ্বালা।। আর কাল জাদ তা দেখি বিষাদ উঠিল বিরহ-আগি। নয়ন খঞ্জন ঝুর এ তখন শ্যামের বিয়োগ-লাগি।। খেনে খেনে শ্যামল পথ পানে চায় গৃহ কাজে নাহি […] keyboard_arrow_right
  • প্রাণনাথ ব্রজে না আইল এইরূপ যৌবন রহিল
    প্রাণনাথ ব্রজে না আইল এইরূপ যৌবন রহিল।।ধু এই ভরা যৌবন কালে শ্যাম ব্রজে নাই, বিরহিনী একাকিনী কান্দিআ গোমাই। শ্যামের লাগ্যা ভাব্যা সদাএ তনু মোর শেষ হৈল।। শতদল কমল মোর হইল বিকাশ, হেনঞি সময়ে হরি নাই মোর পাশ। সোনার মন্দির শূন্য আমার বৃথাএ এই জনম গেল।। যত ব্রজবাসী নারী পতি করি সং, যার যেই মন বাঞ্ছা […] keyboard_arrow_right
  • ফিরিয়া না চাহ ফিরি কথা কহ
    ফিরিয়া না চাহ ফিরি কথা কহ ফের দিয়া কোথা যাবে। ফসল পাইয়া ফাঁফর করিয়া ফিরিয়া চলহ ঘরে।। ফিরাইতে যবে ফিরিয়া ফিরিয়া শাঙলী ধবলী গাই। ফেনাতে চাহিলে ফাঁফর হইলে ফিরিয়া কাঁদয়ে মাই।। ফটল যখন ফণী বিষধর ফুয়ল শ্রীঅঙ্গখানি। ফের ফিরি ফিরি গোপিনী দুসারি ফুয়ল অনেক বাণী।। ফাটয়ে পরাণ ফাটয়ে হৃদয় ফেলাহ দরিয়া মাঝে। ফুরল সকল ফাঁফর […] keyboard_arrow_right
  • ফিরিয়া না চাহ ফিরি কথা কহ
    ফিরিয়া না চাহ ফিরি কথা কহ ফের দিয়া কোথা যাবে। ফসল পাইয়া ফাঁফর করিয়া ফিরিয়া চলহ ঘরে।। ফিরাইতে যবে ফিরিয়া ফিরিয়া শাঙলী ধবলী গাই। ফেনাতে চাহিলে ফাঁফর হইলে ফিরিয়া কাঁদয়ে মাই।। ফটল যখন ফণী বিষধর ফূয়ল শ্রীঅঙ্গখানি। ফের ফিরি ফিরি গোপিনী দুসারি ফুয়ল অনেক বাণী।। ফাটয়ে পরাণ ফাটয়ে হৃদয় ফেলাহ দরিয়া মাঝে। ফুরল সকল ফাঁফর […] keyboard_arrow_right
  • বিরহের জ্বালাএ মরি
    বিরহের জ্বালাএ মরি। কোথাএ গেল প্রাণের হরি।। ধু বাক্য রূপ কালিন্দীর কূলে , দেখি না কদম্ব তলে, আর ও বাঁশী বৃন্দাবনে ডাকে না রাধাপ্যারী।। শয়নে স্বপনে দেখি, জাগে জাগনে কান্দিয়া থাকি, সব শূণ্য বৃন্দাবন আইসে না বংশীধারী।। হীন কমর আলী ভণে, ভাব্য না প্যারী তোর মনে, আসিব তোর প্রাণের হরি দেইখবা দুই নয়ান ভরি।। keyboard_arrow_right
  • ভালের বড় তু ভামিনীর প্রিয়
    ভালের বড় তু ভামিনীর প্রিয় ভালে সে জানল তোরে। ভরম সরম ভাসল সকল ভাসালে দরিয়া-পরে।। ভাল মন্দ মোরা কিছুই না জানি ভরসা কেবল পায়। ভরসা অন্তরে ভাবি ভাবি তাহে ভস্ম হইল গায়।। ভরসা করিল ভরম সরম ভালে সে জানিল মোরা। ভাল মন্দ কেবা জানে ভাল মতে এমন তোমার ধারা।। ভৈগেল ভাবের ভরসা সকল ভেল সে […] keyboard_arrow_right
  • ভালের বড় ভু ভামিনীর প্রিয়
    ভালের বড় ভু ভামিনীর প্রিয় ভালে সে জানল তোরে। ভরম সরম ভাসল সকল ভাসালে দরিয়াপরে।। ভাল মন্দ মোরা কিছুই না জানি ভরসা কেবল পায়। ভরসা অন্তরে ভারি ভারি তাহে ভস্ম হইল গায়।। ভরসা করিল ভরম সরম ভালে সে জানিল মোরা। ভাল মন্দ কেবা জানে ভাল মতে এমন তোমার ধারা।। ভৈগেল ভাবের ভরসা সকল ভেল সে […] keyboard_arrow_right
  • মাধব তলার ফুলের সৌরভে
    মাধব তলার ফুলের সৌরভে যতেক ভ্রমরা তারা। মকরন্দ পানে মুগধ হইয়া মাতিল সে রসে ভোরা।। তা দেখি কিশোরী বিধুমুখী গোরী কহিতে লাগিল তায়। তুমি সে কালার বরণ ধরিয়া কেন বা ধরিলে কায়।। এখানে হে তুমি কেন ভ্রমি ভ্রমি ফিরহ কিসের লাগি। মোরে দিতে চাহ বিরহ-বেদনা উঠাতে দারুণ আগি।। তোমার চরিত আছে বেয়াপিত সে শ্যাম অঙ্গের […] keyboard_arrow_right
  • রসে রসাইয়া রমণী তেজিয়া
    রসে রসাইয়া রমণী তেজিয়া রভস রসের কেলি। রসিক হইয়া রস তেয়াগিয়া এবে সে জানিল ভালি।। রাতুল চরণ রঙ্গিয়া নাগরী রসয়া রসান ছিল। রসের ঘরেতে রস ভাঙ্গাইয়া বিহি নিকরুণ ভেল।। রাত্রি দিন ঝুরি বিরহে সুন্দরী রহই তুহারি ধ্যান। রব শুনি যব মূরতি কৈশর রাঙ্গিয়া মুরলী-গান।। রাধা রাধা রবে অঙ্গ পুলকিত মুঞ্জরে তরুর ডাল । রহে সে-যমুনা […] keyboard_arrow_right
  • রসে রসাইয়া রমণী তেজিয়া
    রসে রসাইয়া রমণী তেজিয়া রভস রসের কেলি। রসিক হইয়া রস তেয়াগিয়া এবে সে জানিল ভালি।। রাতুল চরণ রঙ্গিয়া নাগরী রসয়া রসান ছিল। রসের ঘরেতে রস ভাঙ্গাইয়া বিহি নিকরুণ ভেল।। রাত্রি দিন ঝুরি বিরহে সুন্দরী রহই তুহারি ধ্যান। রব শুনি যব মূরতি কৈশর রাঙ্গিয়া মুরলী গান।। রাধা রাধা রবে অঙ্গ পুলকিত মুঞ্জরে তরুর ডাল। রহে সে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ