• প্রাণের গৌরাঙ্গ হের বাপ
    প্রাণের গৌরাঙ্গ হের বাপ অনাথিনী মায়েরে ছাড়িতে না জুয়ায়। সব লৈয়া কর তুমি অঙ্গনে কীর্ত্তন তোমার নিত্যানন্দ আছয়ে সহায়।।ধ্রু।। তোমার প্রেমময় দুই আঁখি দীর্ঘভুজ দুই দেখি বচনেতে অমিয়া বরিষে। বিনা দীপে ঘর মোর তোর অঙ্গে উজোর রাঙ্গা পায় কত মধু বরিষে।। প্রেমশোকে কহে শচী বিশ্বম্ভর শুনে বসি যেন রঘুনাথে কৌশল্যা বুঝায়। শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ বৃন্দাবন […] keyboard_arrow_right
  • প্রেমের সাগর নয়নকমল
    প্রেমের সাগর নয়নকমল নাচন খঞ্জন তারা। কিয়ে শুভক্ষণ সর্ব্ব সুলক্ষণ ভেটলুঁ প্রাণপিয়ারা।। গোরারূপ দেখিলুঁ মোহন বেশে। যার অনুভব সেই সে জানয়ে না পায় আনে উদ্দেশে।।ধ্রু।। রূপের সদন ও চাঁদবদন সরুয়া বসন রাঙ্গা। রাঙ্গা করপদ জিনি কোকনদ রহে অঙ্গ তিরিভাঙ্গা।। ভাবের আবেশে ভাবিনী লালসে অন্তরে বাহিরে গোরা। এ নয়নানন্দ ভাবে অনুবন্ধ সদত ভাবে বিভোরা।। keyboard_arrow_right
  • ফাল্গুন পূর্ণিমা তিথি সুভগ সকলি
    ফাল্গুন পূর্ণিমা তিথি সুভগ সকলি। জনম লভিবে গোরা পড়ে হুলাহুলি।। অম্বরে অমর সভে ভেল উনমুখ। লভিবে জনম গোরা যাবে সব দুখ।। শঙ্খ দুন্দুভি বাজে পরম হরিষে। জয়-ধ্বনি সুরকুল কুসুম বরিষে।। জগ ভরি হরিধ্বনি উঠে ঘন ঘন। আবালবনিতা আদি নরনারীগণ।। শুভক্ষণ জানি গোরা জনম লভিল। পূর্ণিমার চন্দ্র যেন উদয় করিল।। সেই কালে চন্দ্রে রাহু করিল গ্রহণ। […] keyboard_arrow_right
  • বড়ই তোমার ঠাট
    (গোয়ালিনি) বড়ই তোমার ঠাট। বেতন না দিয়া নায়েতে চাপিয়া যাবে মথুরার হাট।। বেলা বয়ে যায় আসি চড় নায় আন্ধার করিছে দেয়া। একে ভাঙ্গা নাও তাহে দিছে বাও কি করিয়া দিব খেয়া।। নৌকাখানি মোর অতি নহে বড় বুঝিয়া চাপিলে হয়। শুন সব সই দুই জনা বই তিন জনা নাহি সয়।। সবে আছে দিন দণ্ড দুই তিন […] keyboard_arrow_right
  • বিরা বৃন্দা তথি রঙ্গে রসবতী
    বিরা বৃন্দা তথি রঙ্গে রসবতী গিরিকন্দরে যায়। মাধব মাধবী তলায় বসিয়া দূরেতে দেখিতে পায়।। হেরি বিরাবৃন্দা সুবল সানন্দা এ মধুমঙ্গল হাসে। মদনমোহন পাওল চেতন সুখের সাগরে ভাসে।। দোঁহারে লইয়া আদর করিয়া বসায় আপন কাছে। রাইয়ের কুশল কহত সকল সজল নয়নে পুছে।। বিরা কহে কান কর অবধান কি পুছ তাহার তরে। রাইর স্বজন করিয়া ভর্ৎসন রুষিয়া […] keyboard_arrow_right
  • বৃন্দা বিপিনে বিহরই মাধবী মাধব সঙ্গিয়া
    বৃন্দা বিপিনে বিহরই মাধবী মাধব সঙ্গিয়া। দুহুঁগুণ দুহুঁগুণ গাওত সুললিত চলত নয়ন গতি ভাতিয়া।। শ্রবণ যুগলে কুণ্ডল শোহই নব কিশলয় তোড়িয়া। দুহু কান্ধে দুঁহু ভুজ শোভই চুম্বই মুখশশি মোড়িয়া।। মত্ত কোকিল মূরলি তাহে বায়ে নাচত শিখিগণ মাতিয়া। তেজি মকরন্দ ধাই বেঢ়ল মুখর মধুকর-পাঁতিয়া।। সকল সখিগণ কুসুম বরিষণ আনন্দে ও রসে ভাসিয়া । দাস গোবিন্দ কবহিঁ […] keyboard_arrow_right
  • ভজ ভজ হরি মন দৃঢ় করি
    ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বোল তার নাম। ব্রজেন্দ্রনন্দন গোপীপ্রাণধন ভুবনমোহন শ্যাম।। কখন মরিবে কেমনে তরিবে বিষম শমন ডাকে। যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে না জানি মর বিপাকে।। কুলধন পাইয়া উনমত হৈয়া আপনাকে জান বড়। শমনের দূতে ধরি পায়ে হাতে বান্ধিয়া করিবে জড়।। কিবা যতি সতী কিবা নীচ জাতি যেই হরি নাহি ভজে। ভবে […] keyboard_arrow_right
  • ভাবাবেশে গোরাচাঁদ বিভোর হইয়া
    ভাবাবেশে গোরাচাঁদ বিভোর হইয়া। ক্ষণে ক্ষণে ডাকে ভাইয়া শ্রীদাম বলিয়া।। ক্ষণে ডাকে সুবলেরে ক্ষণে বসুদাম। ক্ষণে ডাকে ভাই মোর দাদা বলরাম।। ধবলী শামলী বলি করয়ে ফুকার। পুলকে পূরল অঙ্গ বহে প্রেমধার।। কালিন্দী যমুনা বলি প্রেমজলে ভাসে। পূরুব পড়িল মনে কহে বংশীদাসে।। keyboard_arrow_right
  • ভাল নাচেরে নাচেরে নন্দদুলাল
    ভাল নাচেরে নাচেরে নন্দদুলাল। ব্রজরমণীগণ চৌদিগে বেঢ়ল যশোমতি দেই করতাল।। রুনুর ঝুনুর ধ্বনি ঘাঘর কিঙ্কিণী গতি নট খঞ্জন ভাঁতি। হেরইতে অখিল নয়ন মন ভুলয়ে ইহ নব নীরদ কাঁতি।। করে করি মাখন দেই রমণীগণ খাওই নাচিয়ে রঙ্গে। ধ্বজবজ্রাঙ্কুশ পঙ্কজ সুললিত চরণ চালই কত ভঙ্গে।। কুঞ্চিত কেশ বেশ দিগম্বর কটিতটে ঘুংগুর সাজ। বংশী কহই কিয়ে জগজন মঙ্গল […] keyboard_arrow_right
  • মাধব দুরে কর উলট নয়ান
    মাধব দুরে কর উলট নয়ান। সোই চাতুরিপনা জগ মাহা জানিয়ে যোই রাখয়ে নিজ মান।।ধ্রু।। হাসি হাসি নিয়ড়ে আসিছ অবলা হেরি ভাল নহে তোহারি বেভার। লোকলাজ ভয় এক না মানসি ও কূলে কংস দুরবার।। নহোঁ কুলটা হাম বরকুলকামিনি নিকটে তাত ঘর মোর। তুহুঁ বনচারি চোর মতি চঞ্চল তাহে সাহস এত তোর।। শ্রুতিসম্ভব নহ ইহ সব কুবচন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ