• কেন তুমি যাবে কামিনী তেজিয়া
    “কেন তুমি যাবে কামিনী তেজিয়া কাতর করিয়া কান। কেমনে বাঁচিব কহ কহ শুনি কাতর হইল প্রাণ।। করমের ফল কি করল বিধি কোন কোন ফল মানি। কার কত ফল করি অপরাধ কখন নাহিক জানি।। কেন বা করিলে কামিনী সহিত কঠিন পীরিতি-লেহা। কামনা-রতিক কখন হারাব কাতর কঠিন দেহা।। কূলে দিলে কালী করিলে কুলটী কলঙ্ক হইল সারা। কেমন […] keyboard_arrow_right
  • ক্ষেণেক দাঁড়ায়ে রও
    ক্ষেণেক দাঁড়ায়ে রও। চাঁদ-মুখখানি আগে নিরখিয়ে তবে সে মথুরা যেও।। আমার নয়ন চকোর সঘন পিতে চাহে ঐ বিধু। লুবধ ভ্রমর যেমন জীয়য়ে পাইলে ফুলের মধু।। একবার দেখি নট-বেশখানি জুড়াক রাধার হিয়া। তখন এ বেশে সিঞ্চল অন্তরে এবে কেন কর ইয়া।। এ দেহ সঁপিল সকল মজিল জাতি কুল দিনু তোরে। এত পরমাদ তোমার কারণে গঞ্জনা এ […] keyboard_arrow_right
  • ক্ষেণেক দাঁড়ায়ে রও
    “ক্ষেণেক দাঁড়ায়ে রও। চাঁদ-মুখখানি আগে নিরখিয়ে তবে সে মথুরা যেও।। আমার নয়ন– চকোর সঘন পিতে চাহে ঐ বিধু। লুবধ ভ্রমর যেমন জীবয়ে পাইলে ফুলের মধু।। এক বার দেখি নটবেশখানি জুড়াক রাধার হিয়া। তখন এ বেশে সিঞ্চল অন্তরে এবে কেন কর ইয়া।। এ দেহ সঁপিল [স]কল মজিল জাতি কুল দিনু তোরে। এত পরমাদ তোমার কারণে গঞ্জনা […] keyboard_arrow_right
  • খেলাঅে আগিনা মাঝে
    খেলাঅে আগিনা মাঝে[* * * * য়ের আনন্দ অতি। খেনে গৃহ কর্ম্ম করেন জসদা স্থির চিত্ত নহে মতি।। হেনক সমএ ভোলা মহেশ্বর * * * র বেশ। মাথাঅ জটা ভার মনোহর বিভূতি মাখিআ কেশ।। ভালে আধচন্দ দেখিতে সুন্দর * * * *। গলায়ে শোভিছে ভুজঙ্গ-পইতা তাহে হাড়-মালা ছর।। করেতে শোভএ এ শঙ্গা ডম্বুর বিভূতি [ভূষিত […] keyboard_arrow_right
  • গুণিত গোপত পীরিতি
    গুণিত গোপত পীরিতি * * * গাইতে তোমার গুণে। গুমরি গুমরি শুনিতে শুনিতে পঞ্জর জারিল ঘুণে।। গরবিত গুরু গঞ্জনা যে দিল গৌরব গরিমা পণা। গাখানি গরজি গরজি জারল গুরু পরিবারপণা।। গোকুলে গোপের গরিমা যতেক গেল সে গাই সে গুণে। গোপবালাগণ যত সখাগণ তা সব পাসর কেনে।। গোধন লইয়া গভীর কাননে গো চার করিবে কে। গোকুল […] keyboard_arrow_right
  • জাদুরে পুছেন বানি–কহত বাছুনি ধনি,
    জাদুরে পুছেন বানি– “কহত বাছুনি ধনি, মৃত্তিকা খাইলে কি লাগিয়া। কি হেন দিলেক বুদ্ধি তু মোর গুনের নিধি কেনে খায় মৃত্তিকা লইয়া।। কি নাই আমার ঘরে তাহাই দিথাঙ তোরে দধি দুগ্ধ জাহার বাথার। ছেনা নুনি আছে কত ভাণ্ডে ভাণ্ডে নিজজিত ঘৃত কত আছে ভারে ভার।। চিনি ফেনি চাঁপা কলা মণ্ডা মিশ্রি আছে ভরা বিবিদ মিঠাই […] keyboard_arrow_right
  • ঝরকা উপরে কৃত্তিকা সুন্দরী
    ঝরকা উপরে কৃত্তিকা সুন্দরী তা সনে সুন্দরী রাধা। দেখিতে সে খেলা মন ভেল ভোলা সকলি মানিল বাধা।। হৃদয়-ভিতরে পশি গেল রূপ ধৈরজ নাহিক রহে। “এমন মুরতি এ মহীমণ্ডলে কভু ত নাহিক হয়ে।। হেন রূপ সখি, কোথা না আছিল কে হেন আনিল নিধি। কেমন করিয়া এমন বরণ বসিয়া গড়িল বিধি।।” হৃদয়-মাঝারে পশিল ও রূপ * বিদগধি […] keyboard_arrow_right
  • তুমি বিদগধ সুখের সম্পদ্‌
    “তুমি বিদগধ সুখের সম্পদ্‌ আমার সুখের ঘর। যে জন শরণ লইল চরণে তাহারে বাসহ পর।। দেখি বল নাথ এ ভব সংসারে আর কি আছয়ে মোরা। এ গোপী-জনার হৃদয় -মানস কেবল আঁখির তারা।। গৃহপতি ত্যজে হা হা মরি লাজে শুন হে নাগর রায়। এ সব না জানি মনে নাহি গণি সকলি গোচর পায়।। শীতল চরণ যে […] keyboard_arrow_right
  • তুমি বিদগধ সুখের সম্পদ
    তুমি বিদগধ সুখের সম্পদ আমার সুখের ঘর। যে জন শরণ লইল চরণে তাহারে বাসহ পর।। দেখি বল নাথ এ তব সংসারে আর কি আছয়ে মোরা। এ গোাপী জনার হৃদয় মানস কেবল আঁখির তারা।। গৃহ পতি ত্যজে হা হা মরি লাজে শুনহ নাগর রায়। এ সব না জানি মনে নাহি গণি সকলি গোচর পায়।। শীতল চরণ […] keyboard_arrow_right
  • তুমি সে আঁখির তারা
    ”তুমি সে আঁখির তারা। আঁখির নিমেখে কত শতবার নিমিখে হইয়ে হারা।। তোমা হেন ধন অমূল্য রতন পাইল কদম্ব তলে। বৈস বৈস রাধা কত না বেজেছে ও রাঙ্গাচরণ তলে।। শিরীষ শরীর ছটায় রবির মলিন হয়েছে মুখ। আহা মরি মরি বিষম গমনে কত না পেয়েছ দুখ।।” আপনা পীতের বসন আঁচলে রাই মুখ মুছে শ্যাম। বসন বাতাসে শ্রম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ