• ভাঙ্গিল সকটখান দেখি এহ বিদ্যমান
    “ভাঙ্গিল সকটখান দেখি এহ বিদ্যমান এ নহে মানুস-তনু দেহ। বধিল পুতনা আগে দেখি ব* ডর লাগে সমুখে জাইতে নারে কেহ।। পুন এ সকটাসুর প্রচণ্ড-শরীর সুর দেখিয়া বড়ই লাগে ভয়। বধিয়া চরণ’ঘাতে ইহা বধে আচম্বিতে অদভূত তোমার তনয়।।” দেখিয়া কহেন রানি– “ও মোর বাছনি ধনি, মরিএ তোমার বালাই লয়্যা।” জদুরে করিঞা কোলে ভাসে রানি অশ্রুজলে– “কেনে […] keyboard_arrow_right
  • মগন করিয়া গেল সে চলিয়া
    “মগন করিয়া গেল সে চলিয়া সোনার পুতলি কায়া। তাহে নীল শাড়ী ভেদিয়া আঁচল রূপ অনুপম ছায়া।। বসন ভেদিয়া রূপ উঠে গিয়া যেমন তড়িৎ দেখি । লখিতে নারিনু কেমন বন্ধন লখিয়া নাহিক লখি।। কি আর কহিব নয়ান চঞ্চল নানা আভরণ গায়। নানা পরিপাটী রসের সৌরভে লাখ লাখ অলি ধায়।। চলিল যখন দেখিল তখন গমন হংসিনী প্রায়। […] keyboard_arrow_right
  • মনের মানসে কহেন হরসে
    মনের মানসে কহেন হরসে চা * * * * ক পানে। স্তুতিপাঠ পাড়ে নিস্বাস জে এড়ে প্রণাম করেন ঘনে।। “তুমি নারায়ণ পরম কারণ দেবের * * * * মি। পরম কারণ দেবের জিবন কি বলিতে জানি আমি।। নানা অবতার হঞা বারেবার করিলে অ * * * * । ইবে অবতার হঞা বিস্বম্ভর হলে দেব জগন্নাথ।। […] keyboard_arrow_right
  • মোহন মূরতি কান
    মোহন মূরতি কান। অবলা কি রহে প্রাণ।। চূড়ায় ময়ুরের পাখা। তাহে ইন্দ্রধনু দেখা।। তা দেখি রমণী জীয়ে। নব মধু যেন পিয়ে।। হাসির হিল্লোলে তারা। অমিয়া বরিখে ধারা।। নবীন চাতক যেন। ঘনরস পিয়ে ঘন।। চাহনি চঞ্চল শরে। তারা কি রহিবে ঘরে।। নব নব বেশখানি। রহিবে কোন বা ধনী।। মুরলী অপার গান। পাষাণ গলিয়া যান।। সে নব […] keyboard_arrow_right
  • মোহন মূরতি কান
    মোহন মূরতি কান। অবলা কি রহে প্রাণ।। চূড়ার ময়ূরের পাখা। তাহে ইন্দ্রধনু দেখা।। তা দেখি রমণী জিয়ে। নব মধু যেন পিয়ে।। হাসির হিল্লোলে তারা। অমিয়া বরিখে ধারা।। নবীন চাতক যেন। ঘনরস পিয়ে ঘন।। চাহনি চঞ্চল শরে। তারা কি রহিবে ঘরে।। নব নব বেশখানি। রহিবে কোন বা ধনী।। মুরলী অপার গান। পাষাণ গলিয়া যান।। সে নব […] keyboard_arrow_right
  • রাই তুরিতে শ্যামেরে দেখ গিয়া
    রাই, তুরিতে শ্যামেরে দেখ গিয়া। যেন মরকত মণি ধূলায় লোটায়া।। কোথা না পড়িল চূড়া মালতীর মালা। কোথা না পড়ল সেই নূপুর বলয়া।। কোথা না পড়ল পীত ধড়ার অঞ্চল। কোথা না পড়ল নব মঞ্জরীর দল।। নিকুঞ্জে পড়িয়া অঙ্গ ধূলায় ধূসর। রাধা রাধা বলি কাঁদে করি উচ্চস্বর।। মধুর মুরলী যার অতি প্রিয় সুধা। সে কোথা পড়ল তার […] keyboard_arrow_right
  • রাই তোমার মহিমা বড়ি
    রাই, তোমার মহিমা বড়ি। গোলোক তেজিয়া রহিতে নারিনু আইল তথায় ছাড়ি।। রসতত্ত্বখানি আন অবতারে বুঝিতে নারিয়াছি। তাহার কারণে নন্দের ভবনে জনম লভিয়াছি।। বর্ণ বর্ণ ভেদ রস চারু বেদ ভেদ আছে নয় রস। চারু সে পল্লব ছয় ছয় গুণ ইহা কি আনের বশ।। নবর্ত্তক (?) রতি আঠার প্রকার পাঁচ গুণ তার হয়। তর তম করি রসিক […] keyboard_arrow_right
  • রাই বড় সে দেখিল বিপরীত
    রাই, বড় সে দেখিল বিপরীত। সে নব নাগর কান তোমারে কেবল মন দেখিল সদয় অতি চিত।। বিরহ-বেদন-শরে ভেল তনু জরে জরে আন কহিতে নাহি আন। শুনিতে তোমার রীত পুলক মানয়ে চিত লোরে আঁখি হরল গেয়ান।। শ্রবণ পরশি শুনে তোমার মাধুরী গুণে মোহিত হইল কলেবর। কেবল তোমার নাম নিরবধি জপে শ্যাম কাঁপে দুটি অধর সুন্দর।। শুনিয়া […] keyboard_arrow_right
  • রাই মুখ হেরি নাগর মুরারি
    রাই মুখ হেরি নাগর মুরারি রোদন বেদন পেয়া। রাধার বেদন হেরিয়ে সঘন রথের উপরে রয়া।। “তুরিত করিয়া পুন সে আসিব ইহাতে নাহিক আন। তুমি দেহ বাণী মথুরা যাইতে অখল রমণী-প্রাণ।।” এ বোল বলিতে বরজ-রমণী মরমে বিন্ধল শর। হিয়া ছট্‌ছট্‌ পরাণ-পুথলি তনু হল জর জর।। এ বোল শুনিয়া নাগর রসিয়া বঙ্কিম-নয়ানে চায়। রথ চালাইয়া তুরিত গমন […] keyboard_arrow_right
  • রাই-মুখ হেরি নাগর মুরারি
    রাই-মুখ হেরি নাগর মুরারি রোদন বেদন পেয়া। রাধার বেদন হেরিয়ে সঘন রথের উপরে রয়া।। তুরিত করিয়া পুন সে আসিব ইহাতে নাহিক আন। তুমি দেহ বাণী মথুরা যাইতে অখল রমণী প্রাণ।। এ বোল বলিতে বরজ-রমণী মরমে বেন্ধল শর। হিয়া ছট্ফট্‌ পরাণ-পুথলি তনু হল জর জর।। এ বোল শুনিয়া নাগর রসিয়া বঙ্কিম-নয়ানে চায়। রথ চালাইয়া তুরিত গমন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ