• যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে
    যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে জানল জগৎপতি। অন গুণ আনি গুণে পরাইতে এ গুণ বিখ্যাত রীতি।। এক দশ গুণ দশ গুণ পর যেখানে মহল স্থান। সেখানে উঠিল আখ্যান-শকতি দম্ভের মদের স্থান।। পুন মান রাগ এ তিন প্রকার চারি চারি করে গুণি। যখন এ তত্ত্ব প্রকাশি কায়াতে দূরে গেল তত্ত্বখানি।। সে যে ছিল জ্ঞান গেল কোন […] keyboard_arrow_right
  • যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে
    যখন এ তত্ত্ব তত্ত্বজ্ঞান করে জানল জগৎপতি। অন গুণ আনি গুণে পরাইতে এ গুণ বিখ্যাত রীতি।। এক দশ গুণ দশ গুণ পর যেখানে মহল স্থান। সেখানে উঠিল আখ্যান শকতি দম্ভের মদের স্থান।। পুন মান রাগ এ তিন প্রকার চারি চারি করে গুণি। যখন এ তত্ত্ব প্রকাশি কায়াতে দূরে গেল তত্ত্বখানি।। সে যে ছিল জ্ঞান গেল […] keyboard_arrow_right
  • রথ চড়ি যান করয়ে গমন
    রথ চড়ি যান করয়ে গমন কৃষ্ণ হলধর দুই। প্রবেশে নগর বাজার চাতর শিঙ্গা বেণু উতরোই।। হেনক সময় কুবুজা মালিনী রাজপথে চলি যায়। শুন লো সুন্দরি চন্দন কটোরি হরে মন হরে তায়।। সুগন্ধি কুসুম গাঁথিয়া সুষম লইছ কাহার তরে। কুবুজা কহেন দোঁহার সদন কাতর হইয়া বলে।। কংসের যোগানি আমি সে মালিনী লই যাই কংস তরে। এই […] keyboard_arrow_right
  • রথ চড়ি যান করয়ে গমন
    রথ চড়ি যান করয়ে গমন কৃষ্ণ-হলধর দুই। প্রবেশে নগর বাজার চাতর শিঙ্গা বেণু উতরোই।। হেনক সময় কুবুজা মালিনী রাজপথে চলি যায়। “শুল লো সুন্দরি চন্দন কটোরি হরে মনে হরে তায়।।” কুবুজা কহেন দোঁহার সদন কাতর হইয়া বলে।। “কংসের যোগানি আমি সে মালিনী লই যাই কংস-তরে।” “এই গন্ধমালা দেহ মোর গলে” সরসে কানাই বলে।। শুনিয়া সুন্দরী […] keyboard_arrow_right
  • রাই বলে শুন হেদে গো বেদনি
    রাই বলে–“শুন হেদে গো বেদনি, ঘাটের জানহ পথ।” বড়ায়েরে রাধা কহে রস-কথা– “বড় দেখি অনুরথ।। আর কত দূর আছে মধুপুর কহনা বেদনী বুড়ি। সহজ গমনে পথ নাহি চল চলিয়া যাইতে নারি।।” কানু-পরসঙ্গ অলপ ইঙ্গিতে সুধাই যতন করি। কহিতে কহিতে হইল মোহিত — “কহ কহ আগো বুড়ি।।” কহিছে বড়াই আপনি দড়াই— “মাঝেতে যমুনা এ । ও […] keyboard_arrow_right
  • রাখাল বর্ব্বর জাতি অতি বড় চঙ্গ
    রাখাল বর্ব্বর জাতি অতি বড় চঙ্গ। কভু নাহি কৈলে তুমি সুজনের সঙ্গ।। গোয়ালা গোঙার জাতি কৌতুকে বিভোরা। কমলে খঞ্জন পাখী দেখিয়াছ পারা।। রাখাল হইয়া পরশিতে চাহ গাও। হেন বুঝি দেখিয়াছ তক্ষকের পাও।। নাগরালি ভাঙ্গি যাবে শুনহ কানাই। তুমি যে করেছ সাধ তাহা হৈবে নাই।। কালিয়া নহিলে গাও ধরনে না যাইত। রাখাল নহিলে পাও ভূমে না […] keyboard_arrow_right
  • শুন গো বড়াই হেথা
    “শুন গো, বড়াই, হেথা। কহ কহ শুনি সে জন কেমন তার পরসঙ্গ-কথা।। কোন নাম তার সে কোন দেবতা সে কেনে ঘাটেতে বসি।” বড়াই কহিছে — “এখনি জানিবে সঙ্গে আছে তার বাঁশী।।” বাঁশীর নিশান জানিয়া তখন হাসি বিনোদিনী রাধা। “তা সনে কিসের পরিচয় মোর, কি আর করহ বাধা।” “সে জন-চাতুরী তাহার মাধুরী, তার নাম কালা কানু। […] keyboard_arrow_right
  • শুন ধনি রাই কহি তুয়া ঠাঁই
    “শুন ধনি রাই, কহি তুয়া ঠাঁই না কর বিষাদপনা। তোমার হৃদয় আছিয়ে সদয় তাহা সে আছিয়ে জানা।। তুমি রসমই তোরে কিছু কই শুনহ আমার বাণী। পরবশ হয়া যাইতে হইল পুন সে আসিব ধনি।।” রথের উপর যখন বৈঠল রসিক নাগর ধারী। অঙ্গুলি তুলিয়া দেখায় রসিয়া বসিএ কহেন ঠারি।। হেনক সময় সারথি তুরিত চালায়ে সুন্দর রথ। সব […] keyboard_arrow_right
  • শুন ধনি রাই কহি তুয়া ঠাঁই
    শুন ধনি রাই কহি তুয়া ঠাঁই না কর বিষাদপণা। তোমার হৃদয় আছিয়ে সদয় তাহা সে আছিয়ে জানা।। তুমি রসমই তোরে কিছু কই শুনহ আমার বাণী। পরবশ হয়া যাইতে হইল পুন সে আসিব ধনি।। রথের উপর যখন বৈঠল রসিক নাগর ধারী। অঙ্গুলি তুলিয়া দেখায় রসিয়া বসি এক হেন ঠারি।। হেনক সময় সারথি তুরিত চালায়ে সুন্দর রথ। […] keyboard_arrow_right
  • শুন নন্দ ঘোষ আমার বচন
    শুন নন্দ ঘোষ আমার বচন জ্বালহ আনল ভালি। তাহে প্রবেশিব যশোদা রোহিণী দেহ ত আনল জ্বালি।। কেহ বলে যদি কৃষ্ণ নাহি এলা বিসরি রহল গেহা। কি ছার জীবন কিসের কারণ এখনি তেজিব দেহা।। যাহার লাগিয়া এ ঘর করণ সেই সে রহল দূরে। নয়নের তারা পরাণ দোসর বাঁচিব কাহার তরে।। কান্দে নন্দ ঘোষ যশোদা রোহিণী সঙ্গের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ