• অনল রন্ধ্র কর লক্‌খন নরবএ
    অনল রন্ধ্র কর লক্‌খন নরবএ সক সমুদ্দ কর অগিনি সসী। চৈত কারি ছঠি জেঠা মিলিও বার বেহপ্পএ জাউলসী।। দেবসিংহে জং পুহবী ছড্ডিঅ অদ্ধাসন সুররাএ সরূ। দুহু সুরুতান নীন্দে অবে সোঅউ তপন হীন জগ তিমিরে ভরূ।। দেখহু ও পৃথিমা কে রাজা পৌরুস মাঝ পুন্ন বলিও। সতবলে গঙ্গা মিলিত কলেবর দেবসিংঘ সুরপুর চলিও।। এক দিন সকল জবন […] keyboard_arrow_right
  • অনাথ সমান রাই রহিলা পড়িয়া
    অনাথ সমান রাই রহিলা পড়িয়া। নিশ্বাস ছাড়য়ে ঘন হা কৃষ্ণ বলিয়া।। উচ্চস্বরে কান্দে রাই বিলাপ করিয়া। কোথা গেলে অহে শ্যাম অনাথ ছাড়িয়া।। দেখা দিয়া মোর প্রাণ রাখ একবার। জনমিয়া হেন কভু না করিব আর।। গোবিন্দদাসেতে বলে শুন বিনোদিনী। অন্তরে ভাবিয়া দেখ শ্যাম গুণমণি।। keyboard_arrow_right
  • অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি
    অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি, তার কি আছে কভু গোষ্ঠ-খেলা। ব্রহ্ম-রূপে সে অটলে বসে, লীলাকারী তার অংশ-কালা।। পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক-শেখর শক্তির উদয় শরীরে যার, শক্তিতে শিরে মহাসংকর্ষণ, বেদ-আগমে যারে বিষ্ণু বলা।। সত্য সত্য শরণ বেদ-আগমে গায় চিদানন্দরূপ পূর্ণব্রহ্ম হয়, জন্ম মৃত্যু যার নাহি ভবের’ পর, তবু তো নয় সোহং নন্দলালা।। দরবেশের দেল-দরিয়া অথাই, অজান খবর সেইজানে ভাই, […] keyboard_arrow_right
  • অনিলতরলকুবলয়নয়নেন
    অনিলতরলকুবলয়নয়নেন। তপতি ন সা কিশলয়শয়নেন।। সখি যা রমিতা বনমালিনা।।ধ্রু।। বিকসিতসরসিজললিতমুখেন। স্ফুটতি ন সা মনসিজবিশিখেন।। অমৃতমধুরমৃদুতরবচনেন। জ্বলতি ন সা মলয়জপবনেন।। স্থলজলরুহরুচিকরচরণেন। লুঠতি ন সা হিমকরকিরণেন।। সজলজলদসমুদয়রুচিরেণ। দলতি ন সা হৃদি বিরহভরেণ।। কনকনিকষরুচিশুচিবসনেন। শ্বসিতি ন সা পরিজনহসনেন।। সকলভুবনজনবরতরুণেন। বহতি ন সা রুজমতিকরুণেন।। শ্রীজয়দেবভণিতবচনেন। প্রবিশতু হরিরপি হৃদয়মনেন।। keyboard_arrow_right
  • অনুখণ অরুণ নয়ন ঘন ঘূরত
    অনুখণ অরুণ নয়ন ঘন ঘূরত ঢরকত লোর বিথার। কিয়ে ঘন করুণ-বরুণালয় সঞ্চরু অমিয়া বরিখে অনিবার।। নাচত রে নিতাই বর-চাঁদ। সিঞ্চই প্রেম-সুধারস জগ-জনে অদভুত নটন-সুছান্দ।। পদ-তল-তাল-খলিত মণি-মঞ্জির চলতহি টলমল অঙ্গ। মেরু-শিখর কিয়ে তনু অনুপামরে ঝলমল ভাব-তরঙ্গ।। রোয়ত হসত চলত গতি-মন্থর হরি বলি মুরছি বিভোর। খেণে খেণে গৌর গৌর বলি ধায়ই আনন্দে গরজত ঘোর।। পামর পঙ্গু অধম […] keyboard_arrow_right
  • অনুখণ কোণে থাকি বসনে আপনা ঢাকি
    অনুখণ কোণে থাকি বসনে আপনা ঢাকি দুয়ারের বাহির পরবাস। আপনা বলিয়া বলে হেন নাহি ক্ষিতিতলে হেন ছারের হেন অভিলাষ।। সখি হে তুয়া পায়ে কি বলিব আর। সে হেন দুলহ জনে অবিরত যার মনে নিশ্চয় মরণ প্রতিকার।। বুঝাইলুঁ অনুক্ষণ না বুঝে পামর মন পিরীতি হইল মোর কাল। তাহে ননদিনী-কথা শুনিতে মরম বেথা এ ঘর-বসতি বড় জাল।। […] keyboard_arrow_right
  • অনুখণ গৌর প্রেমরসে গর গর
    অনুখণ গৌর প্রেমরসে গর গর ঢর ঢর লোচনে লোর। গদগদ ভাষ হাস ক্ষণে রোয়ত আনন্দে মগন ঘন হরিবোল।। পহুঁ মোর শ্রীশ্রীনিবাস। অবিরত রামচন্দ্র পহুঁ বিহরত সঙ্গে নরোত্তম দাস।। ব্রজপুরচরিত সতত অনুমোদই রসিক ভকতগণ পাশ। ভকতিরতন ধন যাচত জনে জন পুন কি গৌরপরকাশ।। ঐছে দয়াল কবহুঁ না হেরিয়ে ইহ ভুবন চতুর্দ্দশে। দীনহীন পতিতে পরম পদ দেয়ল […] keyboard_arrow_right
  • অনুখণ হেরিয়ে তোহে আন চিত
    অনুখণ হেরিয়ে তোহে আন চিত। দূর গেও মুরলী আলাপন গীত।। মরম না কহ কাহে প্রাণসাঙ্গাতি। তুয়া মুখ হেরি জ্বলত মঝু ছাতি।। মরকত জিনি যো কলেবর কাঁতি। সো অব ঝামর কুবলয় ভাঁতি।। হেরইতে নীরময় লোচন তোর। কো জানে কৈছে করত হিয়া মোর।। শুনইত ঐছন কৈছে সহচর বাণী। ছোড়ি নিশ্বাস উলটায়ল পাণি।। দূর অবগাহ মরম অভিলাষ। না […] keyboard_arrow_right
  • অনুখন গৌর প্রেম-রসে গরগর
    অনুখন গৌর প্রেম-রসে গরগর ঢর ঢর লোচনে লোর। গদ গদ ভাষ হাস খনে রোয়ত আনন্দে মগন সঘনে হরি-বোল।। পহু মোর শ্রীশ্রীনিবাস। অবিরত রামচন্দ্র পহু বিহরত সঙ্গে নরোত্তম দাস।। ধ্রু।। ব্রজপুর চরিত সদত অনুমোদই রসিক ভকতগণ পাশ। ভকতি-রতন ধন যাচত জনে জন পুন কি গৌর পরকাশ।। ঐছে দয়াল কবহুঁ নাহি হেরিয়ে ভুবন চতুর্দ্দশ মাঝে। দিন হিন […] keyboard_arrow_right
  • অনুখন মাধব মাধব সোঙরিতে
    অনুখন মাধব মাধব সোঙরিতে সুন্দরি ভেলি মধাঈ। ও নিজ ভাব সভাবহি বিসরল আপন গুন লুবুধাঈ।। মাধব, অপরূপ তোহারি সিনেহ। অপনে বিরহ অপন তনু জর জর জিবইতে ভেল সন্দেহ।। ভোরহি সহচরি কাতর দিঠি হেরি ছল ছল লোচন পানি। অনুখন রাধা রাধা রটইত আধা আধা কহু বানি।। রাধা সয়ে জব পুনতহিঁ মাধব মাধব সয়েঁ জব রাধা। দারুন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ