একবার অনুরাগ যার মনে উদয় হয়, সুধা ব’লে গরল দেখ পান করে সদায়। ও তার গরল সুধা হয়ে যায়।। তার প্রমাণ দেখ, ভাই, এই মৃত্তিকার ন্যায়, কত মিষ্ট ফল হচ্ছে জন্ম, লোহা জেরে খায়।। যে জন অনুরাগী হয়, মিষ্ট ফল তার কৃষ্ণ-কথা বলতেছে সদায়। ও সে গুরু পদে নয়ন দেয়, রিপু করে পরাজয়, ভব-নদীর মাঝে […]
keyboard_arrow_right