• একদিন নিধুবনে রাধাকৃষ্ণ দুইজনে
    একদিন নিধুবনে রাধাকৃষ্ণ দুইজনে হেনকালে আসি সখীগণ। কহে মৃদু মৃদু হাসি হেরি রাই মুখ শশী কহে অতি মধুর বচন।। কহি রাধে তব ঠাম সখীগণ সঙ্গে শ্যাম বনে রাজা হয় প্রতিদিনে। আপনি শ্যাম রাজা হয়ে সখাগণ প্রজালয়ে বিচার করে বসি রাজাসনে ।। জয় জয় রাধে রাধে বলিয়া বোল বোলহি রতি রণে হারিলা কান। বৃন্দাবনের ঈশ্বরী রাইয়েরে […] keyboard_arrow_right
  • একদিন মনে আনন্দ বাঢ়ল
    একদিন মনে আনন্দ বাঢ়ল নিত্যই গৌর রায়। হাসিতে হাসিতে কেহ নাহি সাথে বাজারে চলিয়া যায়।। পথে হৈল দেখা রূপে নাহি লেখা দিঠি দিয়া গোরা গায়। এহেন সময়ে যতেক নাগরী জল ভরিবারে যায়।। কেহ বোলে ইথে গোকুল হইতে নাটুয়া আইসাছে পারা। চল দেখিবারে নাচিবে বাজারে মরুক মরুক জল ভরা।। বাহে বাহে ছান্দা জাহ্নবীর কাদা ভরিল যতেক […] keyboard_arrow_right
  • একদিন মনে রভস কাজ
    একদিন মনে রভস কাজ। মালিনী হইলা রসিকরাজ।। ফুলমালা গাঁথি ঝুলাই হাতে। কে নিবে কে নিবে ফুকরে পথে।। তুরিতে আইলা ভানুর বাড়ী। রাই কহে কত লইবে কড়ি।। মালিনী লইয়া নিভৃতে বসি। মালা মূল করে ঈষৎ হাসি।। মালিনী কহয়ে সাজাই আগে। পাছে দিবা কড়ি যতেক লাগে।। এত কহি মালা পরায় গলে। বদন চুম্বন করয়ে ছলে।। বুঝিয়া নাগরী […] keyboard_arrow_right
  • একদিন মনে রভস-কাজ
    একদিন মনে রভস-কাজ। মালিনী হইলা রসিকরাজ।। ফুল-মালা গাঁথি ঝুলাই হাতে। “কে নিবে কে নিবে”–ফুকরে পথে।। তুরিতে আইলা ভানুর বাড়ী। রাই কহে—“কত লইবে কড়ি।।” মালিনী লইয়া নিভৃতে বসি। মালা মূল করে ঈষৎ হাসি।। মালিনী কহয়ে –“সাজাই আগে। পাছে দিবা কড়ি যতেক লাগে।।” এত কহি মালা পরায় গলে। বদন চুম্বন করিল ছলে।। বুঝিয়া নাগরা ধরিলা করে। “এত […] keyboard_arrow_right
  • একদিন যাইতে ননদিনী সনে
    একদিন যাইতে ননদিনী সনে। শ্যাম বঁধুর কথা পড়ি গেল মনে।। ভাবে ভরল মন চলিতে না পারি। অবশ হইল তনু কাঁপে থরথরি।। কি কহিব সখি, সে হইল বিষম দায়। ঠেকি বিপাকে আর না দেখি উপায়।। ননদী বলয়ে হেঁ লো কিবা তোর হইল। চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।। keyboard_arrow_right
  • একদেহ হয়া জীবেরে ভুলাও
    একদেহ হয়া জীবেরে ভুলাও এ কেমন তোমার কাজ। দ্বাপর যুগেতে গোপীর সহিতে সাধিলে হে নিজ কাজ।। গোপকুলে নাশি নদেপুরে আসি জনমিলা মিশ্র ঘরে। গউর বরণ শুন নবঘন ভেট দিল প্যারী তোরে।। তেঁই নদেপুরে গউর গউর বলে গউর নদীয়া চান্দ। যবে নাহি দেখি ঝুরে দুটী আঁখি কেন্দে কেন্দে যায় প্রাণ।। মাণিকচান্দের মনে আন নাই জানে গৌর […] keyboard_arrow_right
  • একবার দাড়াও তোমায় দেখি শ্যাম বন্ধুরে
    একবার দাড়াও তোমায় দেখি শ্যাম বন্ধুরে । একবার দাড়াও তোমায় দেখি।। আমি জনমের মত দেখিয়ে তোমায় জুড়াই পোড়া আঁখি।। যথা-তথা যাওরে বন্ধু আমি আশায় থাকি। তোমার চিত্র-পটো স্মৃতি-পটে একে আমি রাখি।। হৃদপিঞ্জরে স্থান দিয়াছি তুমি প্রাণ পাখী।। তুমি বন্ধু বিদেশে গেলে আমি কেঁদে কেঁদে ডাকি।। দূরদেশে গেলে বন্ধু একলা কেমনে থাকি। আমারে রাখিও শান্ত চিঠিপত্র […] keyboard_arrow_right
  • একবার অনুরাগ যার মনে উদয় হয়
    একবার অনুরাগ যার মনে উদয় হয়, সুধা ব’লে গরল দেখ পান করে সদায়। ও তার গরল সুধা হয়ে যায়।। তার প্রমাণ দেখ, ভাই, এই মৃত্তিকার ন্যায়, কত মিষ্ট ফল হচ্ছে জন্ম, লোহা জেরে খায়।। যে জন অনুরাগী হয়, মিষ্ট ফল তার কৃষ্ণ-কথা বলতেছে সদায়। ও সে গুরু পদে নয়ন দেয়, রিপু করে পরাজয়, ভব-নদীর মাঝে […] keyboard_arrow_right
  • একবার কোলে বইস প্রাণ জুড়াই
    একবার কোলে বইস প্রাণ জুড়াই, দেও আলিঙ্গন নাগড় কানাই।। ধু চাই না তোমার ধন কড়িরে বন্ধু ও বন্ধু প্রেম কাঙ্গালী আমি রাই।। কি হেরিলাম গত নিশি তরুতলে উদয় শশী রাঙ্গা রূপের ঝলক দেখতে পাই। জাগিয়া না পাইলাম তারে ও বন্ধু কোনখানে রহিলাম ছাপাই।। আইস যদি প্রাণের সখা নিরলে করিব দেখা রূপের রূপ মিশাই। ওরে নয়নের […] keyboard_arrow_right
  • একবার চাহ মায়ের পানে
    একবার চাহ মায়ের পানে। কে তোরে যুকতি দিল নিশ্চয় আমারে বল এই সে আছিল তোর মনে।। গোকুলের যত লোক পাইয়া দারুণ শোক তখনি মরিব তুয়াগুণে। ব্রজশিশু যত জনে ভাবিতে তোমার গুণে তারা এবে তেজিব পারণে।। গোঠেমাঠে ধেনু সনে কে আর ফিরিবে বনে কে আর করিবে নানা খেলা। আর না শুনিব বাণী মধুর বচনখানি কে আর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ