• এমন বসন্তকাল বন্ধু নাই যে পাইলু
    এমন বসন্তকাল বন্ধু নাই যে পাইলু। গাঁথিয়া পুষ্পের মালা পন্থে চাইয়া রইলু। ফুটিছে নানান ফুল ডালের উপর। ফুলের মালা গাঁথি আমি যাইমু কোন সহর।। সুগন্ধ পুষ্পেরে পাইয়া ভ্রমরা পাগল । বন্ধু বন্ধু করি রাধা হৈয়াছে বিফল।। কিকরিমু কোথা যাইমু দুখ আইল মনে। রাধার মনের কথা পরাণকালা জানে।। ছৈয়দ শাহানূরে বোলৈন রাধা মহামতী। ছাড়াইতে না ছাড়ন […] keyboard_arrow_right
  • এমন বেশে গোকুল দেশে
    এমন বেশে গোকুল দেশে নিয়ে তাসি তলে (?)। রূপের ঠাটে তেঁই সে নাটে সদাই কদমতলে।। সব ছাড়িয়া ব্রজের নারী দিয়াছে জাতি কুল। বিনোদ নাগর রসের সাগর মজাল্ছে‌ গোকুল।। হেন আমরা মনে করি পরিহরি লাজ। হেমের মালা করে পরি রাখি হিয়ার মাঝ।। আর যুবতী বলে শুন কহিলে ভাল মেনে। চক্ষে ভরা এই য়ে নাগর রাখিব মনের […] keyboard_arrow_right
  • এমন বেশে গোকুল-দেশে
    “এমন বেশে গোকুল-দেশে নিয়ে তাসি তলে (?)। রূপের ঠাটে তেঁই সে নাটে সদাই কদমতলে।। সব ছাড়িয়া ব্রজের নারী দিয়াছে জাতিকুল । বিনোদ নাগর রসের সাগর মজাল্‌ছে গোকুল।। হেন আমরা মনে করি পরিহরি লাজ। হেমের মালা ক’রে পরি রাখি হিয়ার মাঝ।।” আর যুবতী বলে –“শুন কহিলে ভাল মেনে। চক্ষে ভরা এই যে নাগর রাখিব মনের সনে।।” […] keyboard_arrow_right
  • এমন মাধুরী যাহার মনে
    এমন মাধুরী যাহার মনে। তাহার মরম সেই সে জানে।। তিনটি দুয়ারে যাহার আশ। আনন্দ নগরে তাহার বাস।। প্রেম-সরোবরে দুইটি ধারা। আস্বাদন করে রসিক যারা।। দুই ধারা যখন একত্রে থাকে। তখন রসিক যুগল দেখে।। প্রেমে ভোর হয়ে করয়ে আন। নিরবধি রসিক করয়ে পান।। কহে চণ্ডীদাস ইহার সাক্ষী। এ রূপ-সাগরে ডুবিয়া থাকি।। keyboard_arrow_right
  • এমন রূপের ছটা
    এমন রূপের ছটা। ভুবনমোহন বেশ করেছে যেমন মেঘের ঘটা।। বন-ফুলে চূড়া বাঁধে কিবা ছলে নাট। সোনার থোপে কসে বাঁধে যেন মুকুতার হাট।। মণি মাণিকে গাঁথা মালা তায় দিয়াছে বেড়া। ময়ূর-পাখা উড়ে বায়ে কিরণ-মাখা চূড়া।। কোন যুবতী বাঁধে চূড়া সেই সে আপন মনে। হাসির ঠাটে জগৎ টুটে মধু ঝরে ঘনে।। গলায় মালা ভুবন মালা হাতে মোহন […] keyboard_arrow_right
  • এমন রূপের ছটা
    এমন রূপের ছটা। ভুবনমোহন বেশ করেছে যেমন মেঘের ঘটা।। বন-ফুলে চূড়া বাঁধে কিবা ছলে নাট। সোণার থোপে কসে বাঁধে যেন মুকুতার হাট।। মণিমাণিকে গাঁথা মালা তায় দিয়াছে বেড়া। ময়ূর-পাখা উড়ে বায়ে কিরণ-মাখা চূড়া।। কোন যুবতী বাঁধে চূড়া সেই সে আপন মনে। হাসির ঠাটে জগৎ টুটে মধু ঝরে ঘনে।। গলায় মালা ভুবন-আলা হাতে মোহনবাঁশা। মদন দেখি […] keyboard_arrow_right
  • এমনে কেমনে যাব পথে শ্যাম দানি
    এমনে কেমনে যাব পথে শ্যাম দানি। আপনা খাইয়া কেনে আইলাম তোমার সনে জাতি জীবনে টানাটানি।।ধ্রু।। ঘর হৈতে বারাইতে কতনা বিপদ পথে সাপিনী চলিয়া গেল বামে। তখনি বলিনু আমি হাস্যা না শুনিলে তুমি না জানি কি হবে পরিণামে।। নীপ মুলে করি থানা ঘাটি করিয়াছে মানা কানাই হৈয়াছে মহাদানি। আমরা সে কুলবতী তাহে নব যুবতী কি কহিতে […] keyboard_arrow_right
  • এর আগেতে রয়্যা
    … ………… এর আগেতে রয়্যা। এ সব সামৃগি জত গোপগনে কোথারে জাইছে লয়্যা।।” ত …………. ………… “….রিতে ইন্দ্রের পুজা। গোকুল-নগরে প্রতি ঘরে ঘরে আছএ জতেক প্রজা।। ……সনে ইঁ……………….জা ল জতেক গোপে। পুজা-উপচার আনি গোপ জত পুজএ হরস রূপে।।” কহে জদু…… …….. ……….পুজা। এত আয়োজন করে জনে জন জত গোপগন পুজা।। তবে কহে বানি মধুর ……….. […] keyboard_arrow_right
  • এস এস বন্ধু করুণার সিন্ধু
    এস এস বন্ধু করুণার সিন্ধু রজনী গোঙালে ভালে। রসিকা রমণী পেয়ে গুণমণি ভালত সুখেতে ছিলে।। নয়ানে কাজর কপালে সিন্দুর ক্ষতবিক্ষত হে হিয়া। আঁখি ঢর ঢর পরি নীলাম্বর হরি এলে হর সাজিয়া।। ধিক্‌ ধিক্‌ নারী পর-আশাধারী কি বলিব বিধি তোয়। এমত কপট ধৃষ্ট লম্পট শঠ হাতেতে সঁপিলি মোয়।। কাঁদিয়া যামিনী পোহালাম আমি তুমি ত সুখেতে ছিলে। […] keyboard_arrow_right
  • এস দয়াল মুরশিদ আমার
    এস দয়াল মুরশিদ আমার না দেখলে প্রাণ বাঁচে না। না দেখলে প্রাণ বাঁচে না, রে দয়াল, না দেখলে প্রাণ বাঁচে না।। তুমি আমার চক্ষের পুতুল, ও তোমার দাসীর কথা হইছে ভুল, তুমি বিনে আন্ধার গোকুল আমার দেবে আলো হইল না। তুমি রে আমার নয়ন তারা, হই না যেন আজ চরণ ছাড়া। তাই লালন বলে, নড়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ