• দেখ চাইয়া তোর দেহার মাঝে বিরাজ
    দেখ চাইয়া তোর দেহার মাঝে বিরাজ করে কোন জনায়। ধু ঢাকায় সহরে রঙ্গ বাজারে, সদায় আনন্দ করে। ধরিতে না পারি গো তারে লামের ঘরে প্রেম খেলায়।। লামের ঘরে লক্ষ্মীপতি, দেখ চাইয়া গো প্রাণদূতী, বিনা তেলে জ্বলে গো বাতি, আশিক দলের রঙ্গ চায়।। দেহার বিচার করছে যারা, মনের মানুষ পাইছে তারা। কহেন ছাবাল আকবর আলী সাকারে […] keyboard_arrow_right
  • দেখছ নি কেউ তোরা গো কি আনন্দ শ্যামচান্দের ঘরে
    দেখছ নি কেউ তোরা গো কি আনন্দ শ্যামচান্দের ঘরে। ধু হায় গো চল তোরা যাব আমার বন্ধু দেখিবারে গো। ফুল বাগানে যাই গো আমরা ফুল তুলিবারে। হায় গো তুলব ফুল গাথব মালা দিব বন্ধের গলে। আকুল কলির বন্ধের পিরীতে আমারে। হায় গো নাচিয়া নাচিয়া যাইব আমরা বন্ধুয়ার হুজুরে গো। কইন ছাবাল আকবর আলী মন উচাটন […] keyboard_arrow_right
  • দেখা দিল আনন্দিতে শ্যাম রায় দেখা দিল
    দেখা দিল আনন্দিতে, শ্যাম রায় দেখা দিল। ধু হায় গো অচানক শ্যাম রূপ নয়ানে লাগিল। দেখিয়া যৈবনের বারি, হুসে না রহিতে পারি। হায় গো চকমক পাথর যেমন চমকিতে লাগিল। নয়ানে লাগিয়াছে যারে, জীবন না ভুলি তারে। হায় গো সে রূপ বিহনে মনে হইয়াছে বাহুল। ছাবাল আকবর আলী বলে, আফছুছে কলিজা জ্বলে। হায় গো দেখাইয়া গৌরাঙ্গ […] keyboard_arrow_right
  • মন মজিল শ্যাম কালার পিরীতে মন মজিল
    মন মজিল শ্যাম কালার পিরীতে মন মজিল। ধু হায় গো দেখা দিয়া সুনার বন্ধে কি মন্ত্রণা দিল। কি যাদু করিল মোরে, আমি রইতে না পারি ঘরে। ফুল পাইয়া ভমর যেমন পাগল হইল। এমন মত কৈল মোরে, আমি কইনা কথা লোকের ডরে। হায় গো প্রেম বিচ্ছেদের ছুরি বন্ধে বুকেতে মারিল । ছাবাল আকবর আলী বলে প্রেমানলে […] keyboard_arrow_right
  • যার লাগি হইলাম পাগল পাইমুনি তারে কোন ছলে প্রাণ জ্বলে
    যার লাগি হইলাম পাগল পাইমুনি তারে কোন ছলে প্রাণ জ্বলে । শ্যামচান্দ কালারে পাইমু কি কলে। যে পাইয়াছে শ্যামকালার যুগল চরণ তার সাপইল পাইল জীবন হায় হায় হায় গো আনন্দে মন প্রেম আলাপন করে বসি নিরলে। কালিয়ার পিরিতে মন হইয়াছে আকুল গো ঘরে লাগিল গণ্ডগুল হায় হায়। হায় গো লজ্যা ভয় তেইজ্য করি কলংকের হার […] keyboard_arrow_right
  • রহিতে না পারি ঘরে শ্যাম-কালার পিরিতের দায়
    রহিতে না পারি ঘরে শ্যাম-কালার পিরিতের দায়, রহিতে না পারি ঘরে।।ধু জগতে যার নামের ধ্বনি, কই রইল শ্যাম গুণমণি। বলিয়া দে গো প্রাণ সজনি, ধরি তোমার রাঙা পায়।। কোথায় থাকি বিরাজ করে, বলিয়া দে গো রাই আমারে, কি সন্ধানে পাই গো তারে দেখলে আমার প্রাণ জুড়ায়।। যার আছে আজলের লেখা, পাইয়াছে শ্যাম কালার দেখা। কহেন […] keyboard_arrow_right
  • শুন গো সখি ললিতে মন মজিল তোর পিরিতে
    শুন গো সখি ললিতে মন মজিল তোর পিরিতে। ধু তোমার সনে ফুল বাগানে যাব আমি প্রেম খেলিতে। তুমি আমার অন্তর্যামী, প্রেম খেলিব তুমি আমি। কটাক্ষেতে পার তুমি মুনির মন ভুলাইতে । রূপের ঝলক দেখাইয়া, প্রাণি নিলায় ভুলাইয়া কুলমানের ভয় ছাড়িয়া করবো খেলা তোমার সাথে। ছাবাল আকবর আলী বলে, পিরিতে পাগল করিলে। তোমার আমার মিলন হব […] keyboard_arrow_right
  • সাধন জানি না তোমার
    সাধন জানি না তোমার, অসাধনে মায়া নদী কেমনে হইতাম পার। লুলুমার জান নদী, নদী দেখতে চমৎকার। সেও নদীতে ডুব দিলে মোতি বেসমার।। মোতি, মুগা, লাল, কুম্ভ, মায়াজাল বাহার। সেও নদীতে ডুব দিলে জীবন অসার।। প্রেমের তরঙ্গ নদী, নদী বাইয়া যাও রে আর। দঢ় মুইঠে ধরিও বৈঠা নায়ের কাণ্ডার।। কহেন ছাবাল আকবর আলী দাড়ী মাঝি নায়ের। […] keyboard_arrow_right
  • হায়রে মোর প্রাণ নিয়ে যায় আনন্দেতে মধুর সুরে
    হায়রে মোর প্রাণ নিয়ে যায়, আনন্দেতে মধুর সুরে। কে বাঁশী বাজায়রে মোর প্রাণ নিয়ে যায়।। ধু হায় মনরে, বাজাইয়া মোহন বাঁশী, কইল আমার মন উদাসী। বাঁশীর টানে মরি প্রাণে গৃহে থাকা দায় রে।। ঘরে বাদী কাল ননদী, সঙ্গে সঙ্গে নিরবধি। বাহির যাইতে না দেয় মোরে করি কি উপায় রে।। যখন বন্ধে বাজায় বাশী, তখন আমি […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ