সাধন জানি না তোমার, অসাধনে মায়া নদী কেমনে হইতাম পার। লুলুমার জান নদী, নদী দেখতে চমৎকার। সেও নদীতে ডুব দিলে মোতি বেসমার।। মোতি, মুগা, লাল, কুম্ভ, মায়াজাল বাহার। সেও নদীতে ডুব দিলে জীবন অসার।। প্রেমের তরঙ্গ নদী, নদী বাইয়া যাও রে আর। দঢ় মুইঠে ধরিও বৈঠা নায়ের কাণ্ডার।। কহেন ছাবাল আকবর আলী দাড়ী মাঝি নায়ের। […]
keyboard_arrow_right