• না দেখি অবলা মন এ ভবে তরণী
    না দেখি অবলা মন এ ভবে তরণী। স্বামী- কৃপা-সিন্ধু সার ত্রিলোক ধরণী। ধু। মন-রত্ন দিলা তুমি তনের অন্তরে। স্থির নহে তোমার চরণ সেবিবারে।। না করে স্বামীর সেবা সতত চঞ্চল। জন্মিয়া মানব কুলে না ধরিল ফল।। মনান্তরে নির্মল করিম দয়াময়। গুরুপদে লীন হীন আলি রাজা গায়।। keyboard_arrow_right
  • নানাবর্ণ রূপ ধরে বিষ্ণু চক্রপাণি
    নানাবর্ণ রূপ ধরে বিষ্ণু চক্রপাণি। তা দেখি মোহিত হৈল রাধা কমলিনী। ধু চামর জিনিয়া কেশ কপালে তিলক বেশ নব ইন্দু ললাটে জিনিছে। ইন্দ্র ধনু জিনি ভুরু প্রাতঃ সূর আঁখি চারু শুক চঞ্চু নাসা এ নিন্দিছে। মুখে পূর্ণশশী ক্ষীণ অধর বান্ধুলী পীন দন্তে বীজ দাড়িম্ব নিন্দিল। কণ্ঠ দেখি কম্বুধরে হ্রদ সিন্ধু সরোবরে যুগভুজে বাসুকী গঞ্জিল। সিংহ […] keyboard_arrow_right
  • পিয়া কি করিলা মোরে
    পিয়া কি করিলা মোরে। তোমার প্রেমের জ্বালে সরম বিদরে।।ধু প্রেম-যন্ত্র-গীত শুনি তনু জ্বালা কে শুষ্ক কাষ্ঠ দ্রব্যে বজ্রশীলা ধরে।। নবরত্ন জিনিয়া পিরীতি ফল বড় যার বাণে ত্রিভুবন হয় জন্ম জর।। মাধবী পিরীত বশে আলি রাজা গায় যার বাণে তিনলোক মারিয়া জীয়ায়।। keyboard_arrow_right
  • পিরীতি হইল বৈরী
    পিরীতি হইল বৈরী। সততে মরমে দুঃখ না দেখিলে মরি।। দূর দেশী সঙ্গে প্রেম করিনু অবলা। দেশান্তরী হৈল নাথ দিয়া বিষম জ্বালা।। যার প্রেম রাখিয়া লোকের হৈনু বৈরী। দারুণ প্রেমের দুঃখ না দেখিলে মরি। পিরীতি জগ-বৈরী পরাণের গুরু পিরীতি জীয়তে দুঃখ মরণের দারু।। আলি রাজা কহে প্রেম-শর-বিষ বুকে। কালনাগ ডংশিলে ঔষধ গুরু মুখে।। keyboard_arrow_right
  • প্রাণ ঠাকুর গো তুমি বিনু ভবে কে আমার
    প্রাণ ঠাকুর গো, তুমি বিনু ভবে কে আমার।। ধু প্রেমের ঠাকুর তুয়া করুণা সাগর। তুমি জল স্থল শ্যাম রসের নাগর।। সিত বর্ণ রূপ ধর জগ মনোহরা। সুধা রস ময় সিন্ধু কমল ভ্রমরা।। * * * সাহা কেয়ামদ্দিন লক্ষ্যে আলি রাজা ভণে । অপরাধী আছি আমি ঐ রাঙ্গাচরণে।। keyboard_arrow_right
  • প্রাণি মোর কান্দে
    প্রাণি মোর কান্দে, কি ক্ষেণে ঠেকিয়া রহিলুঁ পিরীতির ফান্দে। পিরীতি কানু ছাড়িলা আমারে, তাপের তাপিনী হইয়া ভাসিলুঁ সাগরে। যার প্রেম রাখিয়া লোকের হইলুম বৈরী, দারুণ প্রেমের জ্বালা না দেখিলে মরি।। পিরীতি জনের কালা মরণের দারু, পিরীতি সবের বৈরী পরাণের গুরু। হীন আলি রাজা কহে সরস বুকে, কাল নাগে ডংশিলে ঔষধ গুরু-মুখে। keyboard_arrow_right
  • বড় অপরূপ দেখিনু সুক্ষেণে
    বড় অপরূপ দেখিনু সুক্ষেণে, নবঘনে দ্বিজ রাজ। সেই ধরি কাল দারুণ বেদন–পশিল হৃদয়ের মাঝধু। ললাটেত সিন্ধু, পূর্ণ সূর ইন্দু নয়ানে আনল বৈসে। বক্ষ সরোবরে, হংসরাজ চরে কমল উৎপল ভাসে। স্বর্গ সুধা ধারা, কমলে ভ্রমরা ভ্রমে মকরন্দ ছলে। গুরু কৃপাদর, বিরহ লহর হীন আলিরাজা ভণে। সিদ্ধি কুলে সার, পহ নাহি আর সুরূপ নির্মল বিনে। keyboard_arrow_right
  • বনমালী শ্যাম তোমার মুররী জগপ্রাণ
    বনমালী শ্যাম তোমার মুররী জগপ্রাণ। ধু শুনি মুররীর ধ্বনি, ভ্রম জাএ দেব মুনি, ত্রিভুবন হয়ে জর জর। কুলবতী যত নারী, গৃহবাস দিল ছাড়ি, শুনিআ দারুণি বংশী স্বর। জাতি ধর্ম কুলনীতি, তেজিব দুর্লভ পতি, নিত্য শুনে মুররীর গীত। বংশী হেন শক্তি ধরে, তনু রাখি প্রাণি হরে, বংশী মূলে জগতের চিত। জে শুনে তোমার বংশী, সে বড় […] keyboard_arrow_right
  • বনমালী, কি হেতু রাধারে ভাব ভিন
    বনমালী, কি হেতু রাধারে ভাব ভিন। তোমার প্রেমের ঘায়, দগধে জীবন কায়, নিত্য রাধা মদন অধীন।। ধু কি সাধ জীবনের অতি, ঘরে নাই প্রাণপতি, হৃদে মোর মদন প্রবল। পদ্মাপতি সুত বাণে, ধৈরয না লয় মনে, প্রজ্বলিত বিরহ আনল।। তেজিয়া কপট মায়া, শ্যামপদে দেও ছায়া, রাধা প্রেমদুঃখের তরাসী। ক্ষম অপরাধ নাথ, পূর্ণ কর মন সাধ জনমে […] keyboard_arrow_right
  • বন্ধু মোর প্রাণের ঠাকুর
    বন্ধু মোর প্রাণের ঠাকুর। আঁখির কাজল তুমি শিরের সিন্দুরধু।। চরণে শরণ লৈলুঁ শুন প্রাণ নাথ। চক্ষু জ্যোতি বিনু নারী জীবন কি সাধ ? সদায় বারিজ ফুলে তোমার ভাবনা। বিরহিণী মরমেতে কামের যন্ত্রণা।। হীন আলি রাজা ভণে প্রেম দুঃখ বাসি। প্রেমানলে জল দিয়া রাখ নিজ দাসী। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ