• আজু লো পহু দেখিআ আনন্দচিত
    আজু লো পহু দেখিআ আনন্দচিত। কমল নআন অমল বআন জেহেন চান্দরিত।।ধু এঘোর মন্দির উঝল করিল অনন্ত আনন্দ ভেল। পিআ দরশনে জথ দুঃখ মনে ধন্দ হই চলি গেল।। বহুদিনে নিধি আনি দিল বিধি আনন্দ কি উপাম। চিত্ত পুলকিত তনু উল্লাসিত হরি (হেরি ?) পহু গুণ ধাম।। সাহা আএনদ্দিন ছোঁ পহু প্রবিন দেখি আনন্দ পরাণ। হীন মনৌঅর […] keyboard_arrow_right
  • আজু সই কি দেখিলুং স্বপনে
    আজু সই কি দেখিলুং স্বপনে। বিদিত বিমল হরি মিলিল আপনে।। ধু সাদর সমএ যেন যামিনী উঝল। ঝলকিত ভেল আভা চমক চপল।। নআনে লাগিলরূপ আসি আচুম্বিত । জাগিতে হারাইলুং হরি শোকে দহে চিত।। কি দেখিলুং কি হইল পলক অন্তর ।। ভজ গুরু পাইবে পুনি কহে মনুঅর।। keyboard_arrow_right
  • আজু কি ভাগ্যের গুণে গো সখী
    আজু কি ভাগ্যের গুণে গো সখী শ্যাম দেখলাম স্বপনে। এগো চমকিচমকি উঠেবসি স্বপন দেখা হনে গো। সখী শ্যাম দেখলাম স্বপনে। ধু সু সোমবারে শুভ নিশি গো সখী আশিক লোকে জানে। এগো রে নিশিতে স্বর্ণচন্দ্র হেরিয়াছি নয়নে গো। সুখ লাবণ্য রসের ভরা গো সখী কটাক্ষ নয়নে। এগো অবলার মন কাড়িয়া নিল সুর-ললিত বচনে গো। শারদ শশী […] keyboard_arrow_right
  • আজু কি শোভা হইল মধুর বৃন্দাবনে
    আজু কি শোভা হইল মধুর বৃন্দাবনে। চাঁদের উপরে চাঁদ বদনে বদনে।। চাঁদের উপরে চাঁদ বদন পরে শশী। হেরি অপরূপ দেখ চাঁদে মেশামিশি।। অধরে গলিছে কিবা রসের দিপিকা। তমাল জড়িয়া রইল কনক লতিকা।। কাজর মিশিল যেন নব গোরচনা। কানু রাধা শোভা হইল যেন কাঁচা সোনা।। রাই তো রসের নদী দুকুল পাথার। বিদগধ রসরাজ খেলয়ে সাঁতার।। কালিন্দীর […] keyboard_arrow_right
  • আজু কে গো মুরলী বাজায়
    আজু কে গো মুরলী বাজায়। এ ত কভু নহে শ্যাম রায়।। ইহার গৌর বরণে করে আল। চূড়াটি বান্ধিয়া কে বা দিল।। তাহার ইন্দ্রনীল-কান্তি তনু। এ ত নহে নন্দসুত কানু।। ইহার রূপ দেখি নবীন আকৃতি। নটবর-বেশ পাইল কথি।। বনমালে গলে দোলে ভাল। এনা বেশ কোন দেশে ছিল।। কে বনাইল হেন রূপখানি। ইহার বামে দেখি চিকনবরণী।। নীল […] keyboard_arrow_right
  • আজু কেন গোরাচাঁদের বিরস বয়ান
    আজু কেন গোরাচাঁদের বিরস বয়ান। কে আইল কে আইল করি ঝরয়ে নয়ান।। চৌদিকে ভকতগণ কাঁদি অচেতন। গৌরাঙ্গ এমন কেনে না বুঝি কারণ।। সে মুখ চাইতে হিয়া কেমন জানি করে। কত সুরধুনীধারা আঁখিযুগে ঝরে।। হরি হরি বলি গোরা ছাড়য়ে নিশ্বাস। শিরে কর হানে বাসু গদগদ ভাষ।। keyboard_arrow_right
  • আজু কেন প্রাণ সখি মন উদাসীন রে
    আজু কেন প্রাণ সখি মন উদাসীন রে। হরি লাগি প্রাণ মোর কী যে সারাদিন রে।। ধুয়া বৃন্দাবনে সখি সনে বিনোদিনী রাই। আনন্দে বিভোর হই সখি মুখ চাই।। হেনঞি সময় ঋতু বসন্ত উদয়। মদন ভূপতি রঙ্গে চাপনা খেলায়।। কামধনু সষ্ট রিপু মলয়া হিলনে। পবন গমন তাহে দ্বিগুণ তাড়নে।। ভ্রমরা কোকিলা পাখী মউর মঊরী। কুহু কুহু কংকারয়ে […] keyboard_arrow_right
  • আজু কেনে আরে সখি তনু মোর কাঁপ
    আজু কেনে আরে সখি তনু মোর কাঁপ। নিরবধি লোরে নয়নযুগ কাঁপ।। অকুশলসূচক তব কাহে হেরি। মনছন কাহে করু বেরি।। যব হাম হেরনু গোউর বয়ান। তৈখনে পুনপুন অরুণ নয়ান।। তৈখনে বুঝনু বচন বিশেষ। গোরা মুঝে ছোড়ি চলব দুরদেশ।। গোরা মুঝে ছোড়ব জিবনক সাধ। গোবিন্দদাস কহে বড় পরমাদ।। keyboard_arrow_right
  • আজু গেনু বনে ধেনুগণ সনে মোহন যমুনা কুল
    আজু গেনু বনে, ধেনুগণ সনে, মোহন যমুনা কুল। নিকুঞ্জে দেখিলু, ফুটাছে বিমল, কনক চাঁপার ফুল।। তোমার বরণ, মনেতে পড়িল, মুরছি পড়িলু ভূমে। সঙ্গে সখাগণ, না জানে মরম, বেড়িয়া কান্দয়ে প্রেমে।। কান্দনা শুনিয়া, চেতন পাইয়া, উঠিলু খণেক রয়্যা। মুরছি পড়িনু, সভায়ে কহিনু, জ্ঞানদাসে কহে ইহা।। keyboard_arrow_right
  • আজু নাথ এক ব্রত মহা সুখ লাগত হে
    আজু নাথ এক ব্রত মহা সুখ লাগত হে। তোহেঁ সিব ধরু নট বেস ডমরু বজাবহু হে।। তোহেঁ গৌরী কহৈছহ নাচয় হম কোনা নাচব হে। চারি সোচ মোরা হোয় কৌনে বিধি বাঁচত হে।। অমিয় চুবিয় ভূমি খসত বঘম্বর জাগত হে। হোএত বঘম্বর বাঘ বসহা কেঁ খাএত হে।। সির সৌঁ সসরত সাঁপ দহোদিসি জাএত হে। কার্তিক পোসল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ