• বলরে সুবল আমি কি বুদ্ধি করিব
    বলরে সুবল আমি কি বুদ্ধি করিব। দিবা অভিসারে আমি কেমনেতে যাব।। সুবল বলয়ে রাই শুনহ বচন। পরিধান কর তুমি মোর আভরণ।। তোমার বেশ আমায় দাও আমি রহি ঘরে। আমার বেশে যাও তুমি কানু ভেটিবারে।। আপনার বেশভূষা সুবলেরে দিল। সুবলের বসন রাই আপনি পরিল।। রাই কহে দেখ সুবল বেশ নাহি হইল। যদুনাথ দাস বলে প্রমাদ পড়িল।। keyboard_arrow_right
  • বলহ এমন কেনে হাল ভেল
    “বলহ এমন কেনে হাল ভেল ধূলাতে ধূসর লুটী। কহ কহ দেখি কিসের কারণে কোথা হয়ে বেশ পাটী।।” কহিতে লাগিল চতুর মুরারী কহে বলরাম আগে। “যমুনা-ভ্রমণ করিতে করিতে আইল ফুলের বাগে।। দেখিয়া ফুলের বাগান সুন্দর দুসারি ফুটিল ফুল। দেখিতে দেখিতে নয়ন গোচর তাহে ঝুরে অলিকুল ।। গোকুলের লীলা মনে পড়ি গেল সে মোর যশোদা মায়। সুগন্ধি […] keyboard_arrow_right
  • বলি বলি যাত ললিতা আলি
    বলি বলি যাত ললিতা আলি। শ্যামগৌরী মুখ মণ্ডল ঝলকই ছবি উঠত অতি ভালি।। ধ্রু। কুসুমিত কুঞ্জ- কুটীর মনমোহন কুসুম শেযে দুহু নওল কিশোর। কোকিল মধুকর মঙ্গল গায়ত বন বৃন্দাবন আনন্দে হিলোল।। রজনীক শেষে জাগি শ্যাম সুন্দরী বৈঠলি সখিগণ সঙ্গ। শ্যামবয়নে ধনি করহি আগোরল কহইতে রজনীক রঙ্গ।। হেরি ললিতা তব মৃদু মৃদু হাসত পুলকে রহলি তনু […] keyboard_arrow_right
  • বলিয়া দে সজনী আমার কোথায় বিনোদিনী রাই
    বলিয়া দে সজনী আমার কোথায় বিনোদিনী রাই। ধু মনেতে বাসনা রাখি নয়ান ভরিয়া দেখি গো; হৃদয়ে তুলিয়া রাখি একবার যদি তারে পাই।। দিবানিশি এ ভাবনা কোথায় যাব নাই ঠিকানা। পড়েছি বিষম বিপদে বল আমি কোথায় যাই।। কান্দিয়া পুসাই রজনী কোথায় গো রাই বিনোদিনী। আইস গো দেখিয়া তোরে তাপিত প্রাণ জুড়াই।। কি যাদু করিলে মোরে বত্রিশ […] keyboard_arrow_right
  • বলো বলো কে দেখছ গৌর চাঁদেরে
    বলো বলো কে দেখছ গৌর চাঁদেরে। গৌর গোপীনাথ মন্দিরে গেল আর ত না এলো ফিরে।। যার লাগি কুল গেল সেই আমারে ফাঁকি দিলো, কলঙ্কী নাম প্রকাশ হ’লো কি বল গো আজ আমারে।। দরশনে দুর্গতি যায় পরশে পরশ করে নিশ্চয়, হেন চাঁদ হইয়ে উদয় লুকাল কোন শহরে।। শুধু গৌর নয় গৌরাঙ্গ অন্তরে আছে গৌরাঙ্গ লালন বলে, […] keyboard_arrow_right
  • বল্ রে নিমাই বল্‌ আমারে
    বল্ রে নিমাই বল্‌ আমারে। রাধা বলে অ-জাগরে কাঁদলি কেন ঘুমের ঘোরে।। সেই যে রাধার কি মহিমা দেবে দিতে নারে সীমা। ধ্যানে যারে পায় না ব্রহ্মা কিরূপ জানলি সে রাধারে।। রাধে তোমার কি হয় নিমাই সত্য ক’রে বল গো আমায়। এমন বালক সময় এ বোল কে শিখালে তোরে।। তুমি শিশু ছেলে আমার মা হয়ে ভেদ […] keyboard_arrow_right
  • বংশী ডাকিলে সুমতি না দেয় রাধে
    বংশী ডাকিলে সুমতি না দেয় রাধে। আঁখি কচালিয়া সদা ফুকারিয়া কান্দে।। রাধার উক্তি সজনি কানুর বাঁশী সদাই কেনে বাজে। গুরুজন নাহি মানে আমি মরি লাজে।। কি হইল শ্যামের পিরীতি। গুরুর বচনে আমি পুড়্যা মরি নিতি।। আমার কি হইল দারুণ বেথা। আপনার কেহো নাহি কহে সহজ কথা।। keyboard_arrow_right
  • বসন হরইতে লাজ দুর গেল
    বসন হরইতে লাজ দুর গেল। পিয়াক কলেবর অম্বর ভেল।। অঞোধে মুহে নিহারিএ দীব।। মুদলা কমল ভমর মধু পীব।। মনমথ চাতক নহী লজাএ। বড় উনমতিআ অবসর পাএ।। সে সব সুমরি মনহুকী লাজ। জত সবে বিপরিত তহ্নিকর কাজ।। হৃদয়ক ধাধস ধসমস মোহি। আওব কহব কি কহিলী তোহি।। keyboard_arrow_right
  • বসন্ত আইল প্রাণের বৈরী তোরা দেখলো
    বসন্ত আইল প্রাণের বৈরী, তোরা দেখলো সখিরে, বসন্ত আইল প্রাণের বৈরী। ধু আইল বসন্ত রিত, ফুল ফোটে সুললিত, মধুলোভে গুঞ্জরে ভ্রমরা। কামিনী পরশে ভানু, কামে অঙ্গ দহে তনু, বৃন্দাবনে ফুটিছে কমলা।। আইল শিশির-বৈরী, অঘোর গম্ভীর করি, নিশি দিশি নাহি মেলে আঁখি। দাদুরী কামদ গায়, ত্বরিতে নয়ন ধায়, শুনি কহে ব্রজ ভানুর সূতা।। অঘোর সাঁঝুয়া বেলা, […] keyboard_arrow_right
  • বসন্ত রয়নি রঙ্গে
    বসন্ত রয়নি রঙ্গে পলটি খেপবি সঙ্গে পরম রভসে পিঅ গেল কহি। কোকিল পচম গাব তইঅও ন সুবন্ধু আব উতিম বচন বেভিচর নহি।। সাএ উগলি বেরথা।। অবহু ন অএলে কন্তা নহি ভল পরজন্তা মো পতি পছিম সুর উগি গেলা। সাহর সৌরভে দিসা চাঁদ উজোরি নিসা তরুতর মধুকর পসরলা।। ই রস হৃদয় ধরি তইঅও ন আব হরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ