• আয় দেখি মন আয় রে
    আয় দেখি মন আয় রে, ঐক্য করিয়া মনে-প্রাণে আমি পিঞ্জিরা শ্রীগুরুর চরণে, আর গুরুর চরণ অমূল্যরতন, ঐ চরণে মন বসে না রে ইচ্ছা ছিল মন যাব বৃন্দাবন, আমি কি ধন লইয়া যাইব, সঙ্গে নাই সম্বল গুরু দিছে ধন অমূল্য রতন, লালন কয়, তাই ভেঙ্গে যাব পথে রে।। keyboard_arrow_right
  • আয়ান আসিয়া ডাকিছে হাঁকিয়া
    আয়ান আসিয়া ডাকিছে হাঁকিয়া দাঁড়ায়ে বাহির দ্বারে। দ্বার খোল বলি মাতা ও ভগ্নীরে ঘন ঘন ডাক ছাড়ে।। উপরে থাকিয়া কুটিলা কহিছে রাঙা করি দুটি আঁখি। তোর চতুরতা আজি বুঝিয়াছি নিতি নিতি দাও ফাঁকি।। উপরে যেমন বরণ কালিম ভিতরে তেমনই কালি। দূর হ রাখাল কুল মজানিয়া নতুবা খাইবি গালি।। শ্রমেতে কাতর আয়ান তখন রক্তিম নয়নে চায়। […] keyboard_arrow_right
  • আয়ানের বেশে হরি বাহির হইলা
    আয়ানের বেশে হরি বাহির হইলা। কুটিলা নিকটে গিয়া তুরিতে ভেটিলা।। আয়ানের স্বরে তারে বলিছেন বাণী। কুটিলে বিজন বনে কেন একাকিনী।। আমি ভ্রমিতেছি করি বৃষ অন্বেষণ। তুমি কোন্ অভিপ্রায়ে কৈলে আগমন।। কুটিলা কহিছে করি বধু অন্বেষণে। করিয়ে স্নানের ছলা এসেছে এ বনে।। হরি কহেন মুখে রোষ করিয়া প্রকাশ। আমি হেথা বসি তুমি করহ তল্লাস।। যদি কৃষ্ণ […] keyboard_arrow_right
  • আর কবে হেন দশা হব
    আর কবে হেন দশা হব। সব ছাড়ি বৃন্দাবনে যাব।। রাধাকৃষ্ণ প্রেমরস লীলা। যেখানে যেখানে যে করিলা।। আর কবে গোবর্ধন গিরি। দেখিব নয়ান যুগ ভরি।। আর কবে নয়ানে দেখিব । বনে বনে ভ্রমণ করিব।। আর কবে এমন দশা হব। ব্রজের ধূলায় ধুসর হইব।। আর কবে শ্রীরাস মণ্ডলে। গড়াগড়ি দিব কুতূহলে।। শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান। করি কবে জুড়াইব […] keyboard_arrow_right
  • আর আমায় রাধার কথা বল না
    আর আমায় রাধার কথা বল না। ঠেকে শিখলাম গো কালো রূপ আর হেরব না।। যেমন ও কালা ওর মন কালা। তোর প্রেমের এই শিক্ষে, বেড়ায় ব্যঞ্জন চেখে’ লজ্জা গণে না। এক মন কয় জায়গায় বিকায়, তা-ত বুঝলাম না।। যদি থাকতো শ্যাম গোকুলে তবে কি কুব্জারে স্পর্শ করত না লজ্জায় মরে যাই অমন প্রেম আর করব […] keyboard_arrow_right
  • আর আমারে মারিস নে মা
    আর আমারে মারিস নে মা। বলি তোর চরণ ধরে ননী চুরি আর ক’রবো না।।ধু ননীর জন্যে আজ আমার মারলি গো মা বেঁধে ধরে দয়া নাই মা তোর অন্তরে অল্পেতে মন গেল জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে মা জননী নিঠুর হ’লে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বন্ধন যাই আমার […] keyboard_arrow_right
  • আর এক দিই লেখা সকলেই বন্ধু সখা
    আর এক দিই লেখা সকলেই বন্ধু সখা দুই চারি দাসী মোর আছে। কহি শুন আর কথা পাছে হেঁট কর মাথা ননী চুরি করো ব্রজমাঝে।। যতেক ব্রজের নারী দধির পশরা সারি মথুরার বিকে তারা যায়। পথ আগুলিয়া রও দধিদুগ্ধ কাড়ি খাও এই কি উচিত তোরে ভায়।। নারীগণ সিনান করে বসন রাখিয়া তীরে তাহা চুরি কর কি […] keyboard_arrow_right
  • আর এক বানি শ্রবণ করহ
    আর এক বানি শ্রবণ করহ,” কহেন এ সুক মুনি। “নিষ্ঠার আকৃতি সুনহ প্রকৃতি সুনহ তাহার বানি।। এক ভৃঙ্গ কিটে ধরে আর পোকে তাহারে লইঞা ঘরে। বিন্ধিয়া মারএ সেই সে পোকারে, সুন রাজা নৃপবরে।। বিন্ধিতে বিন্ধিতে সেই পোক মরে চাহিয়্যা ভৃঙ্গের পানে। তেজিলে পরানে চাহি তার পানে টানয়ে আপন স্থানে। আপন স্বভাব সেই সে পোকের হয়েন […] keyboard_arrow_right
  • আর ও দিলদরিয়ার মাঝে রে মন
    আর ও দিলদরিয়ার মাঝে রে মন ডুবিয়া দেখলে না, রসেতে উবিডুবি থাকে জল ঐ কুম্ভেতে কেমনে রাখি সে জল একবিন্দু টলে না, সে ভাটার বেলায় গহীন জলে জল’পরে জল মানে না সেই নদীর নালে খালে আজব এক জাহাজ চলে বৈসে ত্রিবেণীর কোলে চালায় জাহাজ খানা, দিবানিশি চালায় জাহাজ কখনো সে ঘুমায় না। সেই নদীর ত্রিবেণীতে […] keyboard_arrow_right
  • আর কত সইমু রে বন্ধু বন্ধু, তোর পিরিতের জ্বালা
    আর কত সইমু রে বন্ধু বন্ধু, তোর পিরিতের জ্বালা। ধু তোর পিরিতের জ্বালা রে বন্ধু তোর পিরিতের জ্বালা। অধীনের বন্ধু তুমি তুমি, চিকন কালা। তোমার নামে ফুল গাথিয়ে গলে দিলাম মালা রে বন্ধু। শয়নকালে চায়না রে মন শইতাম একেলা। যৌবন জোয়ারের পানি ধরিয়াছে উথলা রে বন্ধু তোমার পিরিতের কারণ লোকে করে হেলা। এস্কি ছাড়া এ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ