কান্ত যখন হয় রে স্মরণ, প্রাণ হইয়া যায় উদাসী প্রভুর বিরহে হইলাম সন্ন্যাসী। প্রভু গেলা মথুরায়, প্রাণ ঝুরে মোর সর্বদায় বিচ্ছেদের অনল মোর সহন না যায়। এ গো অন্বেষিয়া বিপিনেতে হইয়া ফিরি বনবাসী। প্রভুর বিরহে মোর হইল রে মন উচাটন । হাটে ঘাটে মাঠে ফিরি করি অন্বেষণ। এ গো বিচ্ছেদের তীক্ষ্ণশরে মন হইল উদাসী। বৃক্ষে […]
keyboard_arrow_right