কালাচান্দ আইলায় না, আমার বিরাজ হইল না। আইস বন্ধু কৃপা করি, অন্তরে ঝুরিয়া মরি, হৃদয়েতে প্রেমেরি অনল। আকুলিত মোর হিয়া যদি আইস প্রাণ প্রিয়া হইব মোর আনন্দ মঙ্গল। কৃপার সাগর তুই জগতে কলঙ্কী মুই প্রেম শোকে শোষিল পাঞ্জর। পন্থ নিরখিয়া থাকি তর নাম বলি ডাকি আইস বন্ধু কৃপার সাগর। শরীরে বা কত সহে, অঙ্গেতে অনল […]
keyboard_arrow_right