কেশর মৃত্তিকা আনি অঙ্গে মাখাইল। শ্যাম অঙ্গ ঘুচিয়া অমনি গৌরাঙ্গিণী হইল বীণাযন্ত্র করে বীণা প্রতি বলে। উচ্চৈঃস্বরে বাজ বীণা রাধা রাধা বলে।। যতনে তোমায় করে ধরিয়াছি বীণে। হারায়েছি রাই যদি পাই তব গুণে।। রাধা রাধা রাধা বলে হয় বীণাধ্বনি। নিকুঞ্জ থেকে শুনে রাধা বিনোদিনী।। কানুর বেণুর মত শ্রবণে শুনি যে। আকুল হইয়া কয় সখিরে চাহিয়ে।। […]
keyboard_arrow_right