শোন্ ভাই সকলরে, তোরা শোন্ গাড়ীর খবর, এক গাড়ীতে ছত্রিশ জাতি করতেছে সুমঙ্গল, –ও তোরা শোন ভাই সকল। তাই পাগল কানাই কয়, রাস্তায় গাড়ী পত্তন হবে যখন, বাতাসে মিশবে যোগীগণ; আর আছে যত যাত্রীগণ, বাতাসে হবে মিলন, আর কাম, ক্রোধ, লোভ, মোহ ডোম মদন– সেদিন তারা সকলই ছাইড়া যাবে–একা বসে র’বে মন। আবার বিলাতে যখন […]
keyboard_arrow_right