• পাগলা কানাই বলে সুতারের কি গুণপনা
    পাগলা কানাই বলে সুতারের কি গুণপনা এক রথ গড়েছে দিনকানা। আর একজন চড়েছে সে তো শুনে না আর একজন তার কয়না কথা রথ ঠেতা নেয় যথা তথা ষোলজন গোপী ঠাকুর একজনা। ঠাকুর পূজাদেয় ঘন্টা বাজায় তিনজনা। ও চূড়ার পরে বসেছে ত্রৈলোক্যনাথ ও যে আট গলি আর নয় গাছ পথ ষোলজন গোপী সাথ। নব দলে নব […] keyboard_arrow_right
  • পাগলা কানাই বলে ভাই সকলরে প্রেম কেউ ছা’ড়ো না
    পাগলা কানাই বলে ভাই সকলরে প্রেম কেউ ছা’ড়ো না কৃষ্ণপ্রেমের পদ বিনে কিছু হবে না এই সংসার থাকতে মর্ম এই সংসার থাকতে ধর্ম প্রেম ছাড়া সাধন ভজন কিছুই হবে না। keyboard_arrow_right
  • ফাল্গুন মাসের ২৪শে তে তারিখ মঙ্গলবার
    ফাল্গুন মাসের ২৪শে তে তারিখ মঙ্গলবার হাল বইতে গিয়াছিলাম খাট্যামারার চর কোন থাক্যা য্যান যুক্তি কর‍্যা ঠাস্যা ধরলো দারুণ জ্বর ইচ্ছা হয় হাল ছাড়ি তাড়াতাড়ি যাই বাড়ী চাকাতে আট বাঁধে না রে ওরে রথ হয়েছে লড়বড়ে ।। যখন এ-রথ নূতন ছিল চাকা ঘুরাতি এখন লড়বড়ে হয়্যাছে রে ভাই রথের সারথী রথের দ্বার করে খাড়া ছেড়ে […] keyboard_arrow_right
  • ভ্রমরে জানা যায় ভ্রমরা গুণগুণ কৃষ্ণ গুণাগুণ
    ভ্রমরে জানা যায় ভ্রমরা গুণগুণ কৃষ্ণ গুণাগুণ ও আগুন আগুন বলে ফেলে দিয়ে পায়। আঁধার নবদ্বীপ শূন্য হ’ল হায় ও মরি হায়। ও মায়ের কান্দন শুনে নবী কেন্দে কেন্দে কয় কেন্দোনা কেন্দোনা ‘মা’ গো বলি তোমায় পাগল কানাই বলে এই ভবে আর কেউ রবে না এ সব মিছে মায়াময়। ও মিছে অনাহারী রলে কি কারণে […] keyboard_arrow_right
  • শোন ভাই আজব একটি রথের কথা বলে যাই
    শোন ভাই আজব একটি রথের কথা বলে যাই। কামিলকার উত্তম ব্যক্তি রথের দীনবন্ধু সাঁই, দিয়ে তিনশ ষাইট জোড়া রথ করেছে খাড়া দুই চাকার পর, এমন রথ কভু দেখি নাই, আছে কোটী চন্দ্র তারা রথ করেছে খাড়া বাওহা মজা তাই ও রথ গড়েছে দীনবন্ধু সাঁই । ও দয়াময়,ও রথে কি কাজ করতেছে, দ্বিদল অষ্টদল শতেকে দল […] keyboard_arrow_right
  • শোন্‌ ভাই সকলরে তোরা শোন্‌
    শোন্‌ ভাই সকলরে, তোরা শোন্‌ গাড়ীর খবর, এক গাড়ীতে ছত্রিশ জাতি করতেছে সুমঙ্গল, –ও তোরা শোন ভাই সকল। তাই পাগল কানাই কয়, রাস্তায় গাড়ী পত্তন হবে যখন, বাতাসে মিশবে যোগীগণ; আর আছে যত যাত্রীগণ, বাতাসে হবে মিলন, আর কাম, ক্রোধ, লোভ, মোহ ডোম মদন– সেদিন তারা সকলই ছাইড়া যাবে–একা বসে র’বে মন। আবার বিলাতে যখন […] keyboard_arrow_right
  • হায় কি মজার দোকান পেতেছে নিতাই
    হায় কি মজার দোকান পেতেছে নিতাই তোরা কেউ দেখতে যাবি ভাই প্রেমরসে ভেজেছে ঝুরি যে খেলে সে ঝুরছে তাই।। কানে কানে দোকান ভরা হরিনাম মনোহরা তাপিত প্রাণ শীতল করা সুধা পাবা যত খাই যাতায়াত সহজ সোজা খাজা গজার মুখে ছাই ভাবরসের কারবারী, না জানে দোকানদারী যে খায় এন্তার তারি প্রেমের বলিহারি যাই সম্মুখে সাজান মাল, […] keyboard_arrow_right
  • হায়রে কোকিল ডাকিস নারে ডাকিস নারে
    হায়রে কোকিল ডাকিস নারে ডাকিস নারে কুহু কুহু বলিস নারে, আমি কই তোরে, ও যেমন কুলস্বর্গ আখের স্বর, কে ‘মা’ বলবে আর ও সারা রাত রইসে কান্দি আমি এই ঘরে, কোকিল ভুই ডাকিস কেন বনে, পুত্রশোক উঠে মনে, কত সয় মায়ের প্রাণে; ওরে কোকিল রে ; ও যেমন দৈবকিনীর কৃষ্ণহারা, ও দুঃখে মায় পাগলপারা ও […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ