• তরুয়া কদম্বতলে নাগরের বসতি
    তরুয়া কদম্বতলে নাগরের বসতি। রাধারে মিলিতে কানু আইসে নিতি নিতি।। কিসের লাগিয়া আইলু কলসী লৈয়া মাথে। রাধে কলঙ্কিনী খোটা রৈল জগতে।। বাঁশীটী লৈয়া কানু রৈছে কদম ডালে। লীলুয়া বাতাসে বাঁশী রাধা রাধা বলে।। রাধায় শুনিলা যবে মুররীর ধ্বনি। চলিলা সুন্দরী রাধা হৈয়া উদাসিনী।। এক সখির হাতে ধরি আর এক সখি চলে। সকলের উলামেলা যমুনার জলে।। […] keyboard_arrow_right
  • তোমরা নি বন্ধুয়ার রূপ দেখগো সজনী
    তোমরা নি বন্ধুয়ার রূপ দেখগো সজনী সই তোমরা নি বন্ধুয়া রূপ দেখ।। আমারে ছাড়িয়া হরি রৈলায়গি মধুপুরী। আমি রৈলাম পন্থের দিকে চাইয়া গো। মুই হৈনু কুল নারী বন্ধে মোরে ভিন্নবাসী।। আমি রৈলাম বন্ধুয়ার আশে গো । শ্বাশুড়ী ননদী বৈরী, ঘরে না মুই রইতে পারি। বিরহের অনলে জ্বলিয়া মরিগো।। শুনিয়া বাঁশীর ধ্বনি উলচিত রাধার প্রাণী। কোথায় […] keyboard_arrow_right
  • ধেনু লইয়া চল মাঠে যাইরে সঙ্গিলা ভাই
    ধেনু লইয়া চল মাঠে যাইরে সঙ্গিলা ভাই। ধেনু লইয়া চল মাঠে যাই। হৈল অনেক বেলা উড়িল পন্থের ধূলা আজি মাঠে যাইমু একেলা রে।। সঙ্গে রাখাল ভাই ধূড়িয়া না পন্থ পাই বল আমি কোন পন্থে যাইরে। বাঁশীতে সম্বাদ পূরে ডাক ছাড়ে উচ্চস্বরে সাড়া পড়ে গোকুল নগরে রে।। সঙ্গের রাখাল যত আচম্বিতে চলি পন্থ চল যাই ধেনু […] keyboard_arrow_right
  • নারে নারে নারে নারে নারে নারে
    নারে নারে নারে, নারে নারে নারে, ও নারে নারে নারে। বসন্ত ফুল ফুটিয়াছে, এমন বসন্ত আইছে বন্ধে মোরে ভিন্ন বাসেরে।। কাল যদি গেল পলাইরে, বসন্ত ফুল ফুটিয়াছে, তুই বন্ধু দয়াময়, কেনে নিদারুণ হও অবলারে আসিয়া বোলাও রে।। আইস আইস পরাণপিয়া, তোলমোরে দেখাদিয়া বন্ধু বিনে কে আছে আবার রে। বন্ধু বন্ধু ডাকিয়া ফিরি আও রাধার ঘরে। […] keyboard_arrow_right
  • পাগেলা ফকিরের সনে দিদার মাদার নাই
    পাগেলা ফকিরের সনে দিদার মাদার নাই। সখি গো, মন-পবন কাষ্ঠের নাও কাণ্ডারী কানাই।। নদী তো তরঙ্গ নদী সোত চলে ধারে। অপুরা বিরিন্দাবন নদীয়ার কিনারে।। আব হৈতে চলে নৌকা বাদ অইলে বন্ধ। নায়ের মাঝে চৌদ্দ গুছা শুনতে লাগে ধন্ধ।। বারো ডাল বিশ মাথা নাওয়ের মাঝে আছে। বত্তিশ কাঙ্গুরা নাও গলইয়ে চেরাগ জ্বলে।। শুনিয়া চমকিত হইলা রাধিকা […] keyboard_arrow_right
  • প্রাণদূতী–এ, এ, এ, আরে তোমার কানাইরে আনরে
    প্রাণদূতী–এ, এ, এ, আরে তোমার কানাইরে আনরে। কানাইয়ার শোকে তনু আমার হৈল ঝর ঝর, তুমি নি, আনিয়া দিবায় বন্ধুয়ার খবর। (আরে) যাও যাও ওগো দূতী বন্ধু আন চাইয়া, দেখি লৈমু বন্ধুয়ার রূপ নয়ান ভরিয়া। * * * দূতী বলে শুন কানাই তুমি আমার কথা, অবলা ত্যজিয়া তুমি বসি রৈছ কোথা ? কিশোরী দূতীর কথা শুনি […] keyboard_arrow_right
  • লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে
    লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে। রাধার মন শান্ত রৈছে বন্ধুয়ার ঘরে।। নিকুঞ্জ মন্দিরে ঘর করি পরকাশ। তোমার পদ দেখিবারে মনে অভিলাষ। মনে আশারাখি বন্ধু তোমারে দেখিবার। অনাথজানিয়া মোরে দেখাও দীদার।। দীদারে দরশন মিলে দীদারে সকল।। তুমি বন্ধু দেখিবারে হৈলু বিফল।। তুমি বন্ধু দেখিবারে হৈলু লাহুল।। রাইতে দিনে ঝুলে আঙ্খী বন্ধু আইস কোল।। নিকুঞ্জ মন্দিরে ঘর […] keyboard_arrow_right
  • শুনগো ননদী জাল কোকিল স্বরে বলে
    শুনগো ননদী জাল কোকিল স্বরে বলে। কাঙ্খে কলসী লৈয়া চল যমুনার জলে।। যাইবে কিনা যাইবে সই বল জলদি করি । শুননি বাজায় বন্ধে মোহন মূররী।। রাধায় বলে ননদী জাল জল ভরিলে দ্বোনা। বুঝি তোমরা কানেশুন মনে ভাবনা।। চল চল সব সখী ভরি গিয়া জল। যমুনাতে নামিলে তনু হৈব শীতল।। ননদীয়ে বলে তুম রাধা বিনোদিনী। শ্যামের […] keyboard_arrow_right
  • শ্যাম বন্ধুরে রাত্রি হৈল ভোর চল যাই সরোবর
    শ্যাম বন্ধুরে রাত্রি হৈল ভোর, চল যাই সরোবর। শয্যায় রৈলায় বন্ধু নিদ্রায় কাতর। রজনী পরভাত হইল রে ননদীর ডর। শ্বাশুড়ী ননদী জালে বলে কুবচন। শ্যামের কলঙ্ক দেয় সর্বজন।। রাধা বলে জাগো কানু যাও রাখালের সাথ। কত নিদ্রা যাওরে কানু নাই শুন বাত।। গোকুলের যত লোক জাগিলা ঘরে ঘরে। বেভুল তুমি কেনে রৈলায় রাধার মন্দিরে।। জাগিয়া […] keyboard_arrow_right
  • হায়রে নিষ্ঠুর কালিয়া তর পিরীতে মরিমু ঝুরিয়া
    হায়রে নিষ্ঠুর কালিয়া, তর পিরীতে মরিমু ঝুরিয়া।। সেই বেলা কহিছলাম আমি পিরীত ভালা নাই। তোমার দেশে যাইতে বন্ধু পিরীত বই ত নাই।। আপনি আসিয়া বন্ধু পিরতি করিলে। অকালে যুবতি কুল কেমনে ভুলিলে।। সেই বেলা পিরীত কৈলে লোকে না দেখিতে। ছাড়বায় না বলিয়া বন্ধু হস্ত দিছলাম মাথে।। সৈয়দ শাহ্‌নুরে কয় বুঝিতে না পারি। পিরীতের আগুনে আমি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ