ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দেখ দেখ প্রীতম প্যারিক সোহাগে
    দেখ দেখ প্রীতম প্যারিক সোহাগে। স্বহস্তে বীড় শ্যাম দেত খণ্ডিত আধ আপ লেত পৌঁছত পট পীক পীত অতিশয় অনুরাগে।। কাঞ্চনী রাধা কালা কান ভাঁতি ভাঁতি রাখত মান নিরখত বদনারবিন্দ পলকন নাহি লাগে। কুঞ্জমে রস পুজ কেলি পান পাওয়ে চহকি খেলি দুহুঁ শ্রীমুখ –তাম্বূল পাই আগরওয়ালী ভাগে।। keyboard_arrow_right
  • দেখ দেখ ব্রজেশ্বরি-নেহ
    দেখ দেখ ব্রজেশ্বরি-নেহ। গোধন সঙ্গে বিজয় করু নিজ সুতে কি করব না পায়ই থেহ।।ধ্রু।। মুখ ধরি চুম্বন করতহিঁ পুন পুন নয়নে গলয়ে জল-ধার। স্তন-গত বসন ভীগি পড়য়ে ঘন ক্ষীর-ধার অনিবার।। বিনিহিত নয়ন বয়ন-কমল পর যৈছন চান্দ চকোর। দিন অবসানে কীয়ে পুন হেরব অনুমানি হোয়ত বিভোর।। কো বিহি অদভুত প্রেম ঘটায়ল তাহে পুন ইহ পরমাদ। ভণ […] keyboard_arrow_right
  • দেখ দেখ ভবের পরে চারটি ফুল ফোটে দ্বারে দ্বারে
    দেখ দেখ ভবের পরে চারটি ফুল ফোটে দ্বারে দ্বারে বার বার চব্বিশ পক্ষ ফুল ফোটে যুব নারীর ঘরে। সে ফুল আছে সবারই ঘরে তাই পাগলা কানাই বলে, ফুল চেনে না দিন কানা কেন ঘুরে, মিছে তা না-না-না ক’রে মরে। শক্তি শক্তি বিদ্যাহীন ব্যক্তি থাকতি ফুলের বিম্বধরে। দেখ দেখ নিরন্তরে আছে ফুল মঞ্জুতের ঘরে সাড়ে সাড়ে […] keyboard_arrow_right
  • দেখ দেখ সখি নিকুঞ্জ মন্দিরে
    দেখ দেখ সখি নিকুঞ্জ মন্দিরে বিনোদী বিনোদ রঙ্গ। নবীন কিশোরী নবীন প্রেম নবীন মদন সঙ্গ।। আধ শিরে শোভে বেণী ভুজঙ্গিনী খেলিছে কতেক রঙ্গে। আধ শিরে কিবা ময়ূর নৃত্য করে ময়ূরিণী করি সঙ্গে।। ভ্রমর চকোর আসিয়া মিলল দোঁহে করে মহা দ্বন্দ্ব। ভ্রমর কহয়ে কমল উদয় চকোর কহিছে চন্দ।। যাহার যেমন ভাবের উদয় সে দেখে তেমন রঙ্গে। […] keyboard_arrow_right
  • দেখ দেখ-নাগর গৌরসুধাকর
    দেখ দেখ-নাগর গৌরসুধাকর জগত আহ্লাদনকারী। নদীয়াপূরবর- রমণীমণ্ডল- মণ্ডন গুণমণিধারী।। সহজেই রসময় সহচর উড়ুগণ মাঝে বিরাজিত নাগররাজ। মদন পরাভব বদনহাস দেখি বিরসই রঙ্গিণিগণভয় লাজ।। ভকতবৃন্দচিত কৈরব ফুল্লিত নিশিদিশি উদিত হিয়াক বিলাসে। রসিয়া রমণিচিত- রোহিণিনায়ক অনুখন পূরল না রহ হ্রাসে।। ঐছে বিলাস প্রকাশ বিনোদই বিলসই উলসই ভাবিনিভাব। পদপঙ্কজ পর গোবিন্দদাসচিত ভ্রমরী কি পাওব মাধুরিলাভ।। keyboard_arrow_right
  • দেখ নটবর নাচে শচীর কোঙর হেঁ
    দেখ নটবর নাচে শচীর কোঙর হেঁ। হেমবর গোরাতনু প্রেমভরে ভোরা জনু মধুর হসন কণ জন মনোহর হেঁ।। অরুণ বরুণ ঘর নয়নহি নীর ঢর তরুণ করুণ মনু মোতি লব ঝর হেঁ। দেখি প্রিয় গদাধর বিপুল পুলক ভর ঐছে টেড়ে ভাঙধর কামধনু ডর হে।। হেরি ফেরি নিত্যানন্দ লাজে হেঁট মুখ চন্দ্র ইহ রস গন্ধ পাঁওঙে সুবল সুঘড় […] keyboard_arrow_right
  • দেখ না সখিনী মিলি ওগো সই
    দেখ না সখিনী মিলি ওগো সই দেখ না সখিনী মিলি। যমুনার কূলে কদম্বের মূলে দোহেঁ করে রস-কেলি।। দেখ না আসিয়া তোমারা গো সই দেখ না আসিয়া তোরা। দোঁহার চরিত অতি-অদভুত দুহুঁ-রসে দুহুঁ ভোরা।। একি অপরূপ হইল গো সই একি অপরূপ হইল। নাগর নাগরী প্রেমের আগরি দোহেঁ দোহাঁ মিশাইল।। দেখ না দোঁহার রীত ওগো সই দেখ […] keyboard_arrow_right
  • দেখ নাগরের রূপ মন মোহনীয়া
    দেখ নাগরের রূপ মন মোহনীয়া। চরণে নূপুর বাজে রুনুঝুনু ঝুনিয়া।। শিখি পূচ্ছ উচ্চ চূড়া নবগুঞ্জা মাল। অলিকুল অলক তিলক শোভে ভাল।। নয়ন কমল ভাঙ অনঙ্গ কামান। অধর সুরঙ্গ রঙ্গ মুরলী সুতান।। দাস হরেকৃষ্ণ রাঙ্গা চরণ নিছার। শ্যাম রূপ দেখি রাই কর অভিসার।। keyboard_arrow_right
  • দেখ নিতাই চাঁদের মাধুরী
    দেখ নিতাই চাঁদের মাধুরী। পুলকে পূরিত তনু কদম্ব কেশর জনু বাহু তুলি বলে হরি হরি।। শ্রীমুখমণ্ডল ধাম জিনি কত কোটি কাম সে না বিহি কিসে নিরমিল। মথিয়া লাবণ্যসিন্ধু তাহে নিঙাড়িয়া ইন্দু সুধাসাচে মুখানি গঢ়িল।। নবকঞ্জদল আঁখি তারক ভ্রমরাপাখী ডুবি রহু প্রেমমকরন্দে। সে রূপ দেখিল যেহ সে জানিল রসমেহ অবনী ভাসল সে আনন্দে।। পূরবে যে ব্রজপুরে […] keyboard_arrow_right
  • দেখ বিনোদিনি মরকত-মণি
    দেখ বিনোদিনি মরকত-মণি ইন্দীবর জিনি আভা। জিনি বিধু-বর বদন সুন্দর নয়ন কমল-শোভা।। দেখিতে জুড়ায় প্রাণ। যেন নব-ঘন বিজুরি-শোভন নবীন নাগর কান।।ধ্রু।। বাম পদোপর অতি মনোহর দক্ষিণ-চরণ ধরে। ত্রিভঙ্গ সুন্দর স্থকিত-কন্ধর অতিশয় শোভা করে।। বঙ্কিম নয়ন ভুবন-মোহন বঙ্কিম চাহনি চায়। ভ্রূ-যুগ ভ্রমর নাচে নিরন্তর মৃদু-মৃদু মুচকায়।। রঙ্গিম-অধরে দেখ বংশী ধরে অঙ্গুলি নাচিছে তায়। আনন্দ-নিচয় অগ্রে বিরাজয় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ