কীর্তনের অপর বিভাগের নাম লীলাকীর্তন বা রসকীর্তন৷ শ্রীকৃষ্ণের লীলা অবলম্বন করিয়া যে সকল গীত, তাহা লীলাকীর্তন নামে অভিহিত হয়৷ কিন্তু বঙ্গদেশে যে লীলাকীর্তন প্রচলিত আছে, তাহা মাত্র কয়েকটি লীলা অবলম্বনেই রচিত৷ প্রথমতঃ সে-সমস্তই বৃন্দাবনলীলা-সম্পর্কে৷ বৃন্দাবনে যে-সকল লীলা অনুষ্ঠিত হইয়াছিল তাহারও সবগুলি কীর্তনে প্রচলিত নাই, যেমন পুতনাবধ, যমলার্জুনভঙ্গ ইত্যাদি৷ সচরাচর যে-সকল লীলা কীর্তনে শুনিতে পাওয়া যায় […]
keyboard_arrow_right