ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • অরে বন্ধু না চিনিলুঁ তোরে
    অরে বন্ধু না চিনিলুঁ তোরে অরে কার ডরে কার ভয়ে বোলাই না গেলা রে । ধু একেলা মন্দিরে বসি জপি বন্ধু বন্ধু । দেখা দি পালাই গেলা যেন নব ইন্দু।। একেত আন্ধার রাত্রি কেহ নাই সাথী। কি রূপে হাঁটিয়া গেলা নিশিভাগ রাতি।। মথুরার হাটে আমি পাইলুঁ খবর। ত্রিবেণীর ঘাট দিয়া পার হৈলা এক নর।। ত্রিমোহনী […] keyboard_arrow_right
  • অরে অরে ভমরা তোঞে হিত হমরা
    অরে অরে ভমরা তোঞে হিত হমরা বঁউসি আনহ গজগামিনি রে। আজু কি রূসলি কালি জঞো বঁউসবি তীতি হোইতি মধু জামিনি রে।। তীতি রজনিআঁ তিনি জুগে জনিআঁ দিঠিহুক ওত দেসাঁতর রে। সরোবর সোসে কমল অসিলাএল নগর উজলি ভেল পাঁতর রে।। একসর মনমথ দুই জিব মারএ অপন অপন ভিন বেদন রে । দুই মন মেলি কমনে বেকতাওব […] keyboard_arrow_right
  • অরে শ্যাম গেলা কোন্‌দেশ
    অরে শ্যাম গেলা কোন্‌দেশ, কোন্‌ দেশে গেলা শ্যাম নাপাই উদ্দেশ। ধু পিয়া মোরে বিছোড়ল তিলে যুগ জানি, পিয়া বিনে হই গো পনি। আকাশের চন্দ্র প্রিয়া কিবা শিরোমণি, আসিবা আসিবা করি গোঁয়াইলাম রজনী। মুহম্মদ হাসিমে কহে নিরবধি হিয়া দহে, মুখে না আসে বাণী গুরুজনের ভয়ে। keyboard_arrow_right
  • অলকা তিলক দিঞা পীত বাস পরাইঞা
    অলকা তিলক দিঞা পীত বাস পরাইঞা চূড়াটি বান্ধিঞা দেহ মাথে। কস্তুরি লেপিঞা মোর বরণ করহ কাল মোহন মুরলী দেহ হাথে।। শুনিঞা রাইর বাণী বিদগধ শিরোমণি বসন ভূষণ পরাইঞা। চান্দ-মুখ হেরি হেরি অধর চুম্বন করি রসভরে উলসিত হিয়া।। ভাবে পহুঁ গদ গদ ছান্দাইঞা দুটি পদ মোহন মুরলী দিল হাথে। ত্রিভঙ্গ ভঙ্গিম করি দুহুঁ অঙ্গ হেলাহেলি মুরলী […] keyboard_arrow_right
  • অলখিত গতি জিতি বিজুরী সঞ্চার
    অলখিত গতি জিতি বিজুরী সঞ্চার। চৌদিশি ধাবই লোচন তার।। এ সখি অতএ ন পাওল ওর। কৈছন চিত চোর‍াওল মোর।।ধ্রু।। অতয়ে সে অবশ ভেল সব গাত।। লোচন যুগল লোরে পরিপূর। কহইতে বয়নে কহন নাহি ফুর।। চলইতে চরণ অচল সম ভেল। কুলবতী ধরমকরম দূরে গেল।। কয়ল বিপতি এত অব হরি আয়। হা হা অবহু না ছোড়ই তায়।। […] keyboard_arrow_right
  • অলখিতে হমে হেরি বিহসলি থোর
    অলখিতে হমে হেরি বিহসলি থোর। জনি রয়নি ভেল চাঁদ উজোর।। কুটিল কটাখ লাট পড়ি গেল। মধুকরডম্বর অম্বরে ভেল।। কাহিক সুন্দরি কে তাহি জান। আকুল কএ গেলি হমর পরান।। লীলাকমলে ভমর বহু বারি। চমকি চললি গোরি চকিত নিহারি।। তেঁ ভেল বেকত পয়োধর শোভ। কনয় কমল হেরি কাহি ন লোভে।। আধ নুকায়লি আধ উদাস। কুচকুম্ভ কহি গেল […] keyboard_arrow_right
  • অলপ বয়স মোর শ্যামরসে জর জর
    অলপ বয়স মোর শ্যামরসে জর জর না জানি কি হয় পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যামে।। যদি চলি যাই পথে শ্যাম যায় সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়ে। ভ্রমতে ফিরাই আঁখি সঙ্গে কেহ নাহি দেখি মরে থাকি মন মুরছিয়ে।। কহি গো তোমাদের আগে বড় দাগা শ্যাম দাগে এ ছার জীবনে […] keyboard_arrow_right
  • অলসহি নাগরী কুসুমশেজ পরি
    অলসহি নাগরী কুসুমশেজ পরি শূতলি নাগর-কোর। কিয়ে রতিপতি-তূণ ভেল বাণশূন কিয়ে হেরি রহল বিভোর।। দেখ দুহুঁ নিন্দক রঙ্গ। কনক লতায়ে তমাল জনু বেঢ়ল চাঁদ সুরজ এক সঙ্গ।। বয়নহিঁ বয়ন ভুজহিঁ ভুজবন্ধন চরণহি চরণ বেয়াপি। তরিতহিঁ জড়িত যৈছে নবজলধর শশিকর তিমিরহিঁ ঝাঁপি।। কনক মেরুযুগ নীল জলধিজলে ডুবল হেন অনুমানি। ঐছন অপরূব কো করু অনুভব কহ কবিশেখর […] keyboard_arrow_right
  • অলসে অবশ ভেল রসবতি রাই
    অলসে অবশ ভেল রসবতি রাই। মদন মদালসে শূতলি যাই।। কানু শয়ন করু কামিনিকোর। চাঁদ আগুলি জনু রহল চকোর।। দুহুঁ শিরে দুহুঁ ভুজ বয়ানে বয়ান। ঊরু ঊরু লপটল নয়ানে নয়ান।। ঘূমি রহল তহিঁ কিশোরি কিশোর। কেশ প্রবেশ নাহি তনু তনু জোড়।। সখিগণ নিজ নিজ কুঞ্জে পয়ান। নিভৃত নিকেতনে কয়ল শয়ান।। স্বেদবিন্দু চূয়ত দুহুঁজন গায়। শেখর করু […] keyboard_arrow_right
  • অলসে অরুণ লোচন তোর
    অলসে অরুণ লোচন তোর। অমিয়া মাতল চন্দ্র চকোর।। আরে রে সুন্দরী সঙ্গমনীতা। ও কত বেকত গোপত কথা।। কুচ শ্রীফল করল জুড়ি । শুকে কি দংশল কনয়া গিরি। সিন্দুরে কাজরে মিটই গেল। মহুর ভাঙ্গিয়া কে ধন নিল।। জ্ঞানদাস কহে বুঝিবে কে। রসিক যে জন বুঝিবে সে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ