ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • বন্ধু রসিয়া ও রসের নাগর
    বন্ধু রসিয়া ও রসের নাগর, দরশন দেও বন্ধু কৃপার সাগর। জাঙ্গালেতে আইস যাও মথুরার হাট। মুররি বাজাও শুনি পঞ্চমীর ঘাট। কদম তলে বাও বাঁশী শুনিতে মধুর বিরহিনী হৈয়া ঝুরি শুনিয়া সে সুর। রসিক বন্ধুয়া তুমি গিরি প্রেমধন প্রেম ভাবি হইয়া মরি দেও দরশন। অন্তরে দগধে মোর প্রেমের আনল কামানলে অঙ্গ দহে না হয় শীতল। তোর […] keyboard_arrow_right
  • বন্ধু হে কি আর বলিব
    বন্ধু হে কি আর বলিব। তুমি যে এমন আগে কেমনে জানিব।। যখন তোমার সনে না ছিল মিলন। আমারে দেখিতে কত কর‍্যাছ যতন।। বিপিনে আমার লাগি জাগিলে রজনি। তিলে আমায় না দেখিলে তেজহ পরাণি।। এবে আমা দেখি তুমি ফিরিয়া না চাও। তুলিয়া রসের ডিঙ্গায় পাথারে ডুবাও।। এবে সতী সাধে তোমায় না পাই দেখিতে। মরুক যে পিরীতি […] keyboard_arrow_right
  • বন্ধু হে কুল কলঙ্কিনী হল্যাম
    বন্ধু হে কুল কলঙ্কিনী হল্যাম। যাচিয়া যৌবন, তোমায় দিয়া, লোক চরচায় মল্যাম। গৃহে গুরুজন, গঞ্জে অনুক্ষণ, তাহা কি তোমারে কই। বসি সখী মাঝে, মাথা তুলি লাজে, তোমার কারণে সই।। একে একাকিনী, কুলের কামিনী, নিরমিল কুল বিধি। দুনয়ান ভরি, দেখিতে না পানু, তোমা হেন গুণনিধি।। অনেক সাধের, ভরসো ঔষধ, দেখিতে হইল সাধ। একাকিনী রহি, প্রথম পরিতি, […] keyboard_arrow_right
  • বন্ধু আমার কালিয়া সোনা
    বন্ধু আমার কালিয়া সোনা। স্বপনে পাইলাম বন্ধু করিয়া কামনা।। ধু স্বপনে বন্ধুয়াসনে দরশন ভেল। উলটি পাশ না দিতে বন্ধু কোন দেশে গেল।। যথাতথা যাওবন্ধু আসিও সকালে। তিলেক বিলম্ব হৈলে বন্ধু ঝাম্প দিব জলে।। আমি ভাবি বন্ধু বন্ধু, বন্ধু ভাবে ভিন্। বন্ধের কি দোষ দিব আপনা কুদিন।। বন্ধুয়া বন্ধুয়া মোর গোপতের পতি। পাষাণে নিশান রৈল তুই […] keyboard_arrow_right
  • বন্ধু আমার নয়নের ধার গো কালা
    বন্ধু আমার নয়নের ধার গো কালা, আমার নয়নের ধার।। আর পূর্বে দিয়া উঠে চান্দ ঘর বইয়া দেখি।। বেহুঁশ হইয়া ঘুমাই রইলে নয়ানে না দেখি গো।। আর আগে যদি জানতাম বন্ধুরে যাইবায় রে ছাড়িয়া অভাগিণী না যাইতাম নিন্দে গো।। আর কইন মুরশিদ মজাইদ চান্দে ধিয়ানে ধিয়ানে ধিয়ানে আছইন মুরশিদ পবনে মিলান।। keyboard_arrow_right
  • বন্ধু আর কি ছাড়িয়া দিব
    বন্ধু আর কি ছাড়িয়া দিব। হিয়ার মাঝারে যেখানে পরাণ সেখানে বান্ধিয়া থুব।। ও চাঁদ মুখ সদা নিরখিব, শোক না করিব আর। তোমা হেন নিধি, পুন দিল বিধি, পূরল মনের সাধ।। হিয়ার বাহির, আর না করিব, থুইতে নাহিক ঠাই। হারা হইলে পুন অলপ পরাণে চাহিয়া পাইতে নাই।। সন দড়ি দিয়া, বাঁন্ধিব তোমার, দুখানি চরণারবিন্দ। কেবা নিতে […] keyboard_arrow_right
  • বন্ধু কেন নিদয়া হইল গো বন্ধু
    বন্ধু কেন নিদয়া হইল গো বন্ধু। পিরিতি করিয়া আমারে ছাড়িয়া, পরাণী লইয়া বন্ধু কই লুকাইল।। হায় গো আগে না জানিয়া, সুখের লাগিয়া, পিরিতি করিয়া এমনে জ্বালা হইল। আমি হইয়া তার সাথী, বিনাশিলাম জাতি, চঞ্চলমতি বন্ধে কেন বানাইল।। শুন সখী তোরা রাধার মন চোরা হইয়াছে হারা আজ বহুদিন হল। তোরা যদি পার, গিয়ে তারে ধর, নইলে […] keyboard_arrow_right
  • বন্ধু ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান
    বন্ধু ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান। আহিরী রমণী কুলে দিল সমাধান।। হরিল সবার মন মুরলীর তানে। সতী কুলবতী হেন বধিলে পরাণে।। তোমার মুরলীরব শুনিয়া শ্রবণে। যুবতী তেজিয়া পতি প্রবেশে কাননে।। অপরূপ শুনিয়াছি মুরলীর নাদ। শিখিব বিনোদ বাঁশি করিয়াছি সাধ।। শিখাও পরাণ-বন্ধু যতনে শিখিব। জানাইয়া দেহ ফুক মুরলীতে দিব।। অঙ্গুলী লোলায়ে বঁধু দেহ হাতে হাত। বাজাইতে […] keyboard_arrow_right
  • বন্ধু চল সেইখানে
    বন্ধু চল সেইখানে। ভরসা যে হারাইয়া পায়্যাছি বিহানে।। যামিনী জাগিয়া তোমার গদগদ বাণী। কত না পিরীতি দিয়া বান্ধিল রমণী।। তাহার শপতি লাগে নাহি বৈস কাছে। সেই প্রিয় কলাবতী দেখে সিয়া পাছে।। করণ কথন মন তিন তব ভিন। বাহির অন্তর তোমার সকল মলিন।। মরুক মনের কথা কহে যেবা জনে। তোমার পিরীতি যেন নিশার স্বপনে।। keyboard_arrow_right
  • বন্ধু তুমি আমার ইয়ার প্রাণধন তুমি বিনে শূন্য দেখি মধুর বৃন্দাবন
    বন্ধু তুমি আমার ইয়ার প্রাণধন তুমি বিনে শূন্য দেখি মধুর বৃন্দাবন। যথায় তথায় যাওরে বন্ধু রাখিও স্মরণ, তুমি বিনে অভাগিণীর কে আছে আপন। তোমাতে সপিয়াছি জীবন যৌবন, যা বলুক তা বলুক লোকে ছার্‌ব না কখন। ভেবে অভয় দাসে বলে যদি হয় মরণ, তবু না ছাড়িব বন্ধু তোমার শ্রীচরণ। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ