ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সকল ভকত লৈয়া ফাগুয়া খেলায়
    সকল ভকত লৈয়া ফাগুয়া খেলায়। নদীয়ার মাঝে গোরা নাচিয়া বেড়ায়।। নিত্যানন্দ গদাধর নাচে দুই পাশে। নরহরি নাচে কিবা গোরা অভিলাষে।। নিত্যানন্দ সঙ্গে গৌরীদাস নাচে রঙ্গে । শ্রীবাস স্বরূপ নাচে গদাধর সঙ্গে।। গোরা মুখ হেরি নাচে অদ্বৈত রায়। অবনী ভাসায়ল প্রেমের বন্যায়।। গোবিন্দ মাধব বাসু তিন ভাই গায়। হরি বলি হরিদাস নাচিয়া বেড়ায়।। নদীয়া নাগরী সব […] keyboard_arrow_right
  • সকল ভকতগণ শচী মায়ে দেখি
    সকল ভকতগণ শচী মায়ে দেখি। সকরুণ হৈয়া কয় ছলছল আঁখি।। থির কর প্রাণ তুমি দেখিবে তাহারে। নিত্যানন্দে পাঠাইল তোমা দেখিবারে।। আমরা যাইব সভে নীলাচলপুরী। গঙ্গাস্নান বলিয়া আনিব সঙ্গে করি।। ঐছন বচন কহি প্রবোধ করিলা। সভে মেলি থির করি ঘরে বসাইলা।। প্রেমদাস কহে হেন নদীয়ায় পিরীতি। কি করি ছাড়িল গৌর না বুঝি কি রীতি।। keyboard_arrow_right
  • সকল রাখাল মেলি খেলা আরম্ভিল
    সকল রাখাল মেলি খেলা আরম্ভিল। রাম কানাই দুই ভাই দু দিগে দাঁড়াইল।। শ্রীদামে কানাইয়ে খেলা বলাইয়ে সুবলে। এইমত আর সব শিশুগণে খেলে।। কানাই হারিয়া কান্ধে করয়ে শ্রীদামে। সুবল হারিয়া কান্ধে করে বলরামে।। বংশীবটের তলে রাখিবারে যায়। হেরি সব শিশুগণে শিঙ্গা বেণু বায়।। শ্রীদাম কানাইর কান্ধ হইতে নামিল। আবা আবা রব দিয়া নাচিতে লাগিল।। এ দাস […] keyboard_arrow_right
  • সকল সখি পর- বোধি কামিনি
    সকল সখি পর- বোধি কামিনি আনি দিল পিয়া পাশ। জনু বান্ধি ব্যাধা বিপিনে সোঁ মৃগি তেজই তীখন শ্বাস।। বৈঠি শয়ন সমীপে সুবদনি যতনে সমুখ না হোয়। ভোরি মানস ভ্রমই দশ দিশ দেই মনমথ ফোয়।। নিবিড় নীবিবন্ধ কঠিন কঞ্চুক অধরে অধিক নিরোধ। কঠিন কাম কঠোর কামিনি মানে নাহি পরবোধ।। সকল গাত দুকূল দৃঢ় অতি কথিহুঁ নাহি […] keyboard_arrow_right
  • সকল সখি পরবোধি কামিনী আনি দিল পিয়া পাশ
    সকল সখি পরবোধি কামিনী আনি দিল পিয়া পাশ। জনু বান্ধি ব্যাধ বিপিনে সো মৃগি তেজই তীখ নিশাস।। বৈঠলি শয়ন সমীপে সুবদনি জতনে সমুখ না হোয়। ভেলি মানস ভ্রমই দশদিশ দেলি মনমথ কোয়।। কঠিন কাম কঠোর কামিনী মানে নাহি পরবোধ। নিবিড় নীবিবন্ধ কঠিন কঞ্চুক অধরে অধিক নিরোধ।। সকল গাত দুকূল দৃঢ় অতি কতিহু নাহি পরকাশ। পানি […] keyboard_arrow_right
  • সকলি কপালে করে
    সকলি কপালে করে! কপালের নাম গোপালচন্দ্র, কপালের নাম গুয়ে-গোবরে।। যদি থাকে এই কপালে, রত্ন এনে দেয় গোপালে। কপাল বিমতি হলে দূর্ববনে বাঘে মারে।। কেউ রাজা কেউ হয় ভিখারী, কপালের ফের হয় সবারি। মনের ফেরে বুঝতে নারি, খেটে মরি অন্ধকারে।। যার যেমন মনের ঘটনা তেমনি ফল পেয়েছে সে না। লালন বলে ভাবলে হয় না, বিধির কলম […] keyboard_arrow_right
  • সকলি আমার দোষ হে বন্ধু
    সকলি আমার দোষ হে বন্ধু সকলি আমার দোষ। না জানিয়া যদি কৈরাছি পিরীতি কাহারে করিব রোষ।। সুধার সমুদ্র সম্মুখে দেখিয়া খাইনু আপন সুখে। কে জানে খাইলে গরল হইবে পাইব এতেক দুখে ।। মো যদি জানিতাম অলপ ইঙ্গিতে তবে কি অমন করি। জাতি কুল শীল মজিল সকল ঝুরিয়া ঝুরিয়া মরি।। অনেক আশার ভরসা মরুক দেখিতে করয়ে […] keyboard_arrow_right
  • সকলের সার হয়ে বৈষ্ণব গোঁসাই
    সকলের সার হয়ে বৈষ্ণব গোঁসাই। ভবনিধি তরাইতে আর কেহ নাই।। যাহারে করেন কৃপা বৈষ্ণব গোঁসাই। শ্রীকৃষ্ণের কৃপা পায়ে ইথে অন্য নাই।। এমন বৈষ্ণব পদ যেই নাহি ভজে। জপতপ কৈলে সেহো নরকেতে মজে।। এমন বৈষ্ণব সদা কৃপা কর মোরে। নরোত্তম কহে মোরে তার’ ভবঘোরে।। keyboard_arrow_right
  • সকালে যাই ধেনু ল’য়ে
    সকালে যাই ধেনু ল’য়ে। এ বনেতে ভয় আছে ভাই মা আমায় দিয়েছে ক’য়ে।। আজকার খেলা এই অবধি গোছা রে ভাই ধেনু আদি। প্রাণে বেঁচে থাক যদি কাল আবার খেলো আসিয়ে।। নিত্য নিত্য বন ছাড়ি সকালে যাইতাম বাড়ি । আজ আমাদের দেখে দেরি, মা আছে পথপানে চেয়ে।। বলেছিল মা যশোদে কানাইকে দিলাম বলা’র হাতে। ভাল মন্দ […] keyboard_arrow_right
  • সখা হে তোহে কহু আজুক ভাখি
    সখা হে তোহে কহু আজুক ভাখি। সিনানক বেরি যৈছে হাম পেখলুঁ কি কহব নহ-মুখ লাখি।। যমুনা কিনারে সোই রামা। সিনায়ত গোরি হাম রহু থোরি দূুর কটাক্ষে নেহায়ত হামা।। হেরইতে মঝু জীউ তুল ঢুঁরণে গেও মুরতি রহত তহি ঠারি তিরি জগ ভরখি উপমা পাইনয় পুন জীউ মুরতে সঞ্চারি। তৈখনে দেখলুঁ মো সমাধল সিনান চলব করত অনুমানি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ