ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • হামক মন্দিরে জব আওব কান
    হামক মন্দিরে জব আওব কান। দিঠি ভরি হেরব সো চান্দ বয়ান।। নহি নহি বোলব জব হম নারি। অধিক পিরীতি তব করব মুরারি ।। করে ধরি মঝু বৈসাওব কোর। চিরদিনে সাধ পূরাওব মোর।। করব আলিঙ্গন দূরে করি মান। ও রসে পূরব হম মুদব নয়ান।। ভনই বিদ্যাপতি সুন বরনারি। তোহর পিরীতিক জাউ বলিহারি।। keyboard_arrow_right
  • হামারি বচন মত বিবিধ বিধান
    হামারি বচন মত বিবিধ বিধান। কহবি কানুর পায় করি অবধান।। যব তুহুঁ বিরাজলি গোকুল মাঝ। তহিঁ প্রিয়তমা যেই রমণি-সমাজ।। তছু সখি কোই করিয়া পরণাম। নিজগণ দশা কহত তুয়া ঠাম।। নীচল চিত করি শুন তছু অন্ত। রাধামোহন-পুহঁ তুহঁ গুণবন্ত।। keyboard_arrow_right
  • হামারি বচন শুন বিনোদিনি সতি
    হামারি বচন শুন বিনোদিনি সতি। এখনো না পথে লোক করে গতাগতি।। যাবত তিমির পথ না ছাড়য়ে ঘোরে। তাবত চলহ ঘরে ভয় নাহি কারে।। সুললিত নীল-বাসে ঝাঁপ সব অঙ্গ। বেকত না হয় যেন তব মুখ-চন্দ।। রাই যাবে জানিয়া নাগর ঘন শ্বাস। ধনী লই গমন করল যদু দাস।। keyboard_arrow_right
  • হায় রে মন পাগেলা বইস তুমি নিরালা
    হায় রে মন পাগেলা বইস তুমি নিরালা দমের সঙ্গে যোগ করিয়া বাজাওরে বেলা। দম সুর ছিল মধু নামের ঠাটে বাজাও সাধু দেখবে যদি চিকন কালা।। সেই কালারও বাশীর ধ্বনি শুনিয়ে হইবে উদাসিনী ঘরে না রহে প্রাণী হইবে উতালা। হায় রে মোকাম ও মাহমুদা স্বরে আছইন কালা পঞ্চতরে লাহুতেতে করে উলামেলা। কলব রুহ ছেরর খপির ঘরে […] keyboard_arrow_right
  • হায় কি মজার দোকান পেতেছে নিতাই
    হায় কি মজার দোকান পেতেছে নিতাই তোরা কেউ দেখতে যাবি ভাই প্রেমরসে ভেজেছে ঝুরি যে খেলে সে ঝুরছে তাই।। কানে কানে দোকান ভরা হরিনাম মনোহরা তাপিত প্রাণ শীতল করা সুধা পাবা যত খাই যাতায়াত সহজ সোজা খাজা গজার মুখে ছাই ভাবরসের কারবারী, না জানে দোকানদারী যে খায় এন্তার তারি প্রেমের বলিহারি যাই সম্মুখে সাজান মাল, […] keyboard_arrow_right
  • হায় রে সোনার বরণ তনু ছিল
    হায় রে সোনার বরণ তনু ছিল আমার কাল হইল কেমনে। আরে বন্ধু, কি হইল দারুণ মনে।। রূপ গেল যৌবন গেল পরাণ বাকী আর। তুই বন্ধুর কারণে আমি হইলাম ঘরের বার।। তোমার পিরীত আরে বন্ধু নিয়বের পানি। মা বাপে থুইছে নাম রাধা কলঙ্কিনী।। মনের দুঃখ কারে কৈমু রে বন্ধু, নিরলে বসিয়া। নয়ন জলে ভাটির পানে চল্‌ছি […] keyboard_arrow_right
  • হায়রে প্রভু অখিলেরনাথ বিরহতে না ছাড়িও
    হায়রে প্রভু অখিলেরনাথ বিরহতে না ছাড়িও মোরে, বিরহেতে না ছাড়িও মোরে। মিনতি করি তোরে, ছাড়িয়া না যাও মোরে দুষ্টভাবে অনিষ্ট জানিয়া। আমাকে ছাড়িলে তুই দেশে দেশে ফিরি মুই বিনা দোষে না চাইলাম ফিরিয়া। সন্ন্যাসীর হইয়া বেশ, আউলাইয়া মাথার কেশ যোগীরূপ করিয়া ধারন। কর্ণেতে কুণ্ডল দিয়া, ভ্রমণেরি বেশ হৈয়া ভ্রমণে করিমু অন্বেষণ । হায়রে কঠিন শ্যাম, […] keyboard_arrow_right
  • হায়রে বন্ধু গেল মোর রসের যৌবন
    হায়রে বন্ধু গেল মোর রসের যৌবন। না দেখিয়া প্রাণনাথ ব্যাকুল মন।। আইস বন্ধু রসিয়া, কোথায় রহিলায় গিয়া। ডাকি আমি আকুলিত হৈয়া।। নিরলে আসনে বসি ঝুরি আমি কর্মনাশী। আইস বন্ধু চিকন কালিয়া।। ছাড়িয়া না যাও মোরে, বিনয়েতে বলি তোরে। প্রাণঝুরে তোর প্রেম দায়।। আকুলিত হৈল মন দেও আসি দরশন। তোর প্রেমে মোর প্রাণি যায়।। অন্তর দগধে […] keyboard_arrow_right
  • হায়রে বন্ধু কালাচান্দ তোমার লাগিয়া
    হায়রে বন্ধু কালাচান্দ, তোমার লাগিয়া গেল প্রাণ রে। হায়রে ! তোমার লাগিয়া, গেল মোর জান রে।। তোমার মায়ায় মজিয়া, তোমার চরণ ভজিয়া। গেল গেল কুল মানরে। হইলাম তোমার কলঙ্কিনী, লোকের হইল জানাজানি। (আরে) ঘরে ঘরে করে কানাকানি রে।। দেশে খেসে মুখ চাইয়া হাসে, কেহ নাহি ভালবাসে। লজ্জায় না যাই, তাদের পাশে রে।। চাই না আমি […] keyboard_arrow_right
  • হায়রে কোকিল ডাকিস নারে ডাকিস নারে
    হায়রে কোকিল ডাকিস নারে ডাকিস নারে কুহু কুহু বলিস নারে, আমি কই তোরে, ও যেমন কুলস্বর্গ আখের স্বর, কে ‘মা’ বলবে আর ও সারা রাত রইসে কান্দি আমি এই ঘরে, কোকিল ভুই ডাকিস কেন বনে, পুত্রশোক উঠে মনে, কত সয় মায়ের প্রাণে; ওরে কোকিল রে ; ও যেমন দৈবকিনীর কৃষ্ণহারা, ও দুঃখে মায় পাগলপারা ও […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ