ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আমি কি আনন্দ হেরিলাম গো সুরধনীর তীরে
    আমি কি আনন্দ হেরিলাম গো সুরধনীর তীরে। ধু সখিগণ সবে মিলি করিতেছে জলকেলি। কদম ডালে বসিয়া বন্ধে বাজায় বাশরী গো।। শুনিয়া বাশীর ধ্বনি হইল সব উন্মাদিনী। ঘরে যাইতে মন চলো না কি উপায় করি গো।। যখন বন্ধু গানকরে যমুনা উজানধরে। ত্রিভঙ্গ ভঙ্গিমায় বাঝে শ্যামের মূররী গো।। বাশীতে করিয়াযাদু বাহির কইল ঘরের বধূ। চল সব সখিগণ […] keyboard_arrow_right
  • আমি কিছু নাহি জানি
    আমি কিছু নাহি জানি ভাঙ্গিয়াছে ক্ষীর ননী তোমারে সোধাই ইহার কথা। না দেখি গোকুলচান্দ কেমন করয়ে প্রাণ বোল না গোপাল পাব কোথা।। আমি কি এমন জানি কোলে লৈয়া যদুমণি বাছারে করাইছি স্তন পান।। মোরে বিধি বিড়ম্বিল উথলি গো-রস গেল তা দেখি ধরিতে নারি প্রাণ।। ভুলিলাম রোহিণীর বোলে গোপাল নামাঞা কোলে সে কোপে কোপিত যাদুমণি। কোপিত […] keyboard_arrow_right
  • আমি ত অবলা কখন হৃদয়ে
    আমি ত অবলা, কখন হৃদয়ে, ভালমন্দ নাহি জানি। বসিয়া বিরলে, লেখা চিত্রপটে, বিশাখা দেখাল্য আনি।। সখি এমন কেনে বা হইল। এ বড় বিষম, আনল শিখায়ে, আমারে ফেলিয়া গেল।। বয়স কিশোর, অতি মনোহর, অতি সুমধুর রূপ। নয়ন যুগল, করয়ে শীতল, দেখিয়ে সুধার কূপ।। নিজ পরিজন, সে কোন আপন, (তার) বচনে বিশ্বাস করি। চাহিয়া দেখিতে, হৃদয়ে পশিল, […] keyboard_arrow_right
  • আমি দিমু তোমার চরণে চন্দন, শ্যাম বন্ধুয়া হো
    আমি দিমু তোমার চরণে চন্দন, শ্যাম বন্ধুয়া হো। আমি দিমু তোমার চরণে চন্দন। ধু তোমার পিরিতে মরি দেশে দেশে ঘুরিয়া ফিরি হো। আমি কি সন্ধানে পাইমু দরশন, শ্যাম বন্ধুয়া হো। কৃপাগুণে দেখা দেও, দাসী করি সঙ্গে নেও হো। আমি না দেখিলে বাচে না জীবন, শ্যাম বন্ধুয়া হো। আমি মরি তোমার আশে লোকে মোরে মন্দ বাসে […] keyboard_arrow_right
  • আমি প্রেম জ্বালায় জ্বলিয়া গো বাচিনা শ্যাম বন্ধুয়া
    আমি প্রেম জ্বালায় জ্বলিয়া গো বাচিনা শ্যাম বন্ধুয়া বিনে। ধু হায় গো যারে ধরে তারে মারে রাখে না জীবনে গো। হুস হারা পাগলের মত, ঘুরি বনে বনে।। হায় গো সব দুখ পাশরিব দেখিলে নয়ানে গো।। আনন্দে বলিব কথা সিরি জবানে।। হায় গো যৌবন লুটাইয়া দিব, ওই রাঙ্গা চরণে গো।। কইন ছাবাল আকবর আলী যেই বাসনা […] keyboard_arrow_right
  • আমি প্রেমের ঔষধ কোথায় পাই
    আমি প্রেমের ঔষধ কোথায় পাই, লোকে বলে কলঙ্কিনী রাই। ধু জগতবাসী বন্ধের দায়, লোকে আমার ঘোষণা গায়, ওরে সকলি তোমার খেলা ও প্রভু আমি কিছু জানি নাই। তুমি প্রভু আলেক সাই, আমার জাতি কুলের কার্য্য নাই, ওরে দুঃখিনীর এই বাসনা ও প্রভু কেবল পদের ছায়া চাই। যে করে পিরিতের খেলা, তার লাগি কলঙ্কের ডালা, যারে […] keyboard_arrow_right
  • আমি বদ্ধ তায় হইলাম প্রায়
    আমি বদ্ধ তায়, হইলাম প্রায়, প্রাণেশ্বর শ্যামের দায়। প্রেমের ফাঁসি লাইগাছে গলায়। শ্যামের বিচ্ছেদে মোর প্রেমানলে প্রাণজ্বালায়। প্রেম ভিক্ষা দিয়া প্রাণ রক্ষা কর প্রাণ শ্যামরায়। প্রেমানলে সন্ন্যাসিনী হইয়া ফিরি ভ্রমণায়। করেতে করঙ্গ নিয়া দাড়াইয়াছি ভিক্ষার দায়। শ্যামরূপ হৃদে মোর নক্স হৈল প্রেম দায়। কটাক্ষেতে প্রাণি নিল উদাসিনী করি আমায়। শ্যামের বিচ্ছেদে মোর আগ্নি জ্বলে সর্বগায়। […] keyboard_arrow_right
  • আমি বর্শি ফেলেছি সাঁইর জলে
    আমি বর্শি ফেলেছি সাঁইর জলে, খাও বা না খাও ঠোক্‌ দিয়ে যাও যদি মনে বলে। ওরে ভাঙ্গা ছিপে সে কাল সুতা আস্তে ধীরে মারব গুঁতো সাঁই রে, আমি এছাই জোরে মারব গুঁতো –দয়াল লাগে তোর অন্তরে। ও আবার গহীন জলে থাকো তুমি–কিনার দিয়া হাঁটি আমি সাঁই রে, আবার ঠোক্‌ দিলে বাজিবে গলে রে, লালন বলে, […] keyboard_arrow_right
  • আমি মইলাম তর পিরিতের জ্বালায়, শ্যাম কালিয়া হো
    আমি মইলাম তর পিরিতের জ্বালায়, শ্যাম কালিয়া হো। আমি মইলাম তর পিরিতের জ্বালায়। ধু ও শ্যাম কালিয়া হো। পিরিতের এমনি ধারা, জিতে আমি হইলাম মরা হো। আমার জীবন গেল উন্মাদিনী প্রায়, শ্যাম কালিয়া হো। বিনা গুল্লির পিস্তলেতে, মারিয়াছে আমার বুকেতে হো। আমি নিশক্তি দুর্বলের মত প্রাণে বাচা দায়, শ্যাম কালিয়া হো। এ জীবনের নাইরে সুখ, […] keyboard_arrow_right
  • আমি মরছি প্রাণে, সবে জানে গো, কালিয়ার পিরিতের দায়
    আমি মরছি প্রাণে, সবে জানে গো, কালিয়ার পিরিতের দায়। ধাক্‌ধাকাইয়া জ্বলছে আনল নিবাইতে আর শক্তি নাই।। আর যার জন্যে মন টানে গো ও সেই, সেই নাহি ফিরিয়া চায়। আকুল কইল প্রাণে মাইল জী’তে মইলাম, হায় রে হায়।। দুই নয়ানে বহে বারি গো ও সেই, বুক ভাইসে পাতালে যায়। এগো, নয়নজলে গঙ্গানদী কোম্পানীয়ে জা’জ চালায়।। আর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ