ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কানুক সম্বাদ পাই বর-রঙ্গিনি
    কানুক সম্বাদ পাই বর-রঙ্গিনি বিছুরল সাজ বিসাজ। বসন ভূষণ যত করি অছু বিপরিত চললহি কুঞ্জক মাঝ।। সজনী আরতি বরণি না যাতি। চিরদিন মীলন আজু পুন হোয়ব অতয়ে সে মদন-ভরাঁতি।। পদ এক চলই খলই পুন প্রেম-ভরে লোরহি ঝাঁপল দীঠ। কত দূরে প্রাণ-বল্লভ হাম হেরব কহতহি গদগদ মীঠ।। ঐছন ভাতি মিলল বর-কামিনি সঙ্কেত-কুঞ্জুক-ওর। রাধামোহন পহুঁ হেরইতে দুহুঁ […] keyboard_arrow_right
  • কানুগুণ-চিন্তনে নিঁদ নাহি লোচনে
    কানুগুণ-চিন্তনে নিঁদ নাহি লোচনে উদবেগে তনু ভেল খীণ। কাঞ্চন-বরণ কালি সম ভৈ গেল বিলাপ করই নিশি-দিন।। সখি হে দারুণ বিরহ-বিয়াধি।। দিনে দিনে বাঢ়ল রাই-তনু জারল ভেদল অন্তর সাঁধি।।ধ্রু।। অতি উনমাদে পুন মোহ যায় ঘন ঘন না জানি কি হয়ে পরিণাম। জীবন-মহৌষধি একহি মন্তর শ্রবণ-বিবরে হরিনাম।। ঐছন করি করি কত দিন রাখব দশমি-দশা উপনীত। চন্দ্রশেখর কহে […] keyboard_arrow_right
  • কানুদরশ লাগি ভানুকুমারি
    কানুদরশ লাগি ভানুকুমারি। গদগদ অন্তর কহই না পারি।। পুলকে পুরিত তনু লোচনে লোর। শ্যামদরশে চিত ভেল অতি ভোর।। সখিগণ সঙ্গহি কয়ল পরাণ। বৃন্দাবিপিনহিঁ হেরইতে কান।। যাই মিলল ধনি যমুনাক তীর। প্রেমদাস তহিঁ করত সমীর।। keyboard_arrow_right
  • কানুর পিরীতি চন্দনের রীতি
    কানুর পিরীতি চন্দনের রীতি ঘষিতে সৌরভময়। ঘষিয়া আনিয়া হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়।। সই কে বলে পিরীতি হীরা। সোনায় মুড়িয়া হিয়ায় করিতে দুখ উপজিলা ফিরা।।ধ্রু।। পরশ পাথর বড়ই শীতল কহয়ে সকল লোকে। মুঞি অভাগিনী লাগিল আগুনি পাইলুঁ এতেক শোকে।। সব কুলবতী করয়ে পিরীতি এমত না হয় কারে। এ পাপ পড়সী ডাকিনী সদৃশী সকলে দোষয়ে মোরে।। […] keyboard_arrow_right
  • কানুর বিরহে বিরহিণী ধনি
    কানুর বিরহে বিরহিণী ধনি ভাগবত মন তার। ভাবে অনুমান হয় বর্ত্তমান ভাবোল্লাসে চমৎকার।। ভাবের ডুবারু ভাব গত হৈলে ভাবিলেই হয় কাজ। ভাবোল্লাসে ধনি বন্ধুরে পাইল হৃদয় মন্দির মাঝ।। ভাবোল্লাসে ধনি বন্ধুরে পাইয়ে ভাবে গদগদ কয়। ব্রজের প্রদীপ নিভাইয়া কহ মথুরা যেতে কি হয়।। বল দেখি হিয়া বেন্ধছ কি দিয়া ধর্ম্মভয় নাহি বুকে। নারীবধে ভয় নাই […] keyboard_arrow_right
  • কানুর লাগিয়া জাগি পোহাইলুঁ
    কানুর লাগিয়া জাগি পোহাইলুঁ এ ঘোর আন্ধার রাতি। এত দিনে সই নিচয়ে জানিলুঁ নিঠুর পুরুখ জাতি।। মেঘ দুর দুর দাদুরীর রোল ঝিঝাঁ ঝিনি ঝিনি বোলে। ঘোর আন্ধিয়ারে বিজুরীর ছটা হিয়ার পুতলি দোলে।। যতনে সাজালুঁ ফুলের শেজ গন্ধে মহু মহু করে। অঙ্গ ছটফটি সহনে না যায় দারুণ বিরহজ্বরে।। মনের আগুনি মনে নিভাইতে যেমন করয়ে প্রাণে। কানুর […] keyboard_arrow_right
  • কানুসে কহবি কর জোরি
    কানুসে কহবি কর জোরি। বোলি দুই চারি সুনাওবি মোরি।। মুঝে কত পরিখসি আর। তুঅ আরাধন বিদিত সংসার।। হম ছল ন টুটব নেহা। সুপুরুখ বচন পসানক রেহা।। ভনই বিদ্যাপতি সাই। ন কর বিসাদ মনে মিলব মধাই।। keyboard_arrow_right
  • কানুসে কহবি কর জোরি
    কানুসে কহবি কর জোরি। বোলি দুই চারি সুনাওব মোরি।। মুঝে কত পরিখসি আর। তুঅ আরাধন বিদিত সংসার।। হমছল ন টুটব নেহা। সুপুরুখ বচন পসানক রেহা।। ভনই বিদ্যাপতি সাই ন কর বিসাদ মনে মিলব মধাই।। keyboard_arrow_right
  • কান্ত যখন হয় রে স্মরণ প্রাণ হইয়া যায় উদাসী
    কান্ত যখন হয় রে স্মরণ, প্রাণ হইয়া যায় উদাসী প্রভুর বিরহে হইলাম সন্ন্যাসী। প্রভু গেলা মথুরায়, প্রাণ ঝুরে মোর সর্বদায় বিচ্ছেদের অনল মোর সহন না যায়। এ গো অন্বেষিয়া বিপিনেতে হইয়া ফিরি বনবাসী। প্রভুর বিরহে মোর হইল রে মন উচাটন । হাটে ঘাটে মাঠে ফিরি করি অন্বেষণ। এ গো বিচ্ছেদের তীক্ষ্ণশরে মন হইল উদাসী। বৃক্ষে […] keyboard_arrow_right
  • কান্দি’ কান্দি’ বলিতেছে শ্রীমতী রাই
    কান্দি’ কান্দি’ বলিতেছে শ্রীমতী রাই। ও সই আনিয়াদে মোর নাগর কানাই।।ধু শুন গো বৃন্দা দূতী বলি যে তোমারে। মথুরায় গেল হরি, আনিয়া দে আমারে।। শ্যাম বিনে ব্রজপুরে আর আমার ব্যথী ত নাই।। প্রেম-অনল জলে মোর হৃদয় -অন্তরে। বৃন্দাবনে বসি দেখ কোকিল কুহরে । সেই সে মনের দুখ কইতে নারি কার ঠাঁই।। কে হরিল প্রাণ-সখি ব্রজের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ