ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শুনইতে কাণহি আনহি শুনত
    শুনইতে কাণহি আনহি শুনত বুঝইতে বুঝই আন। পুছইতে গদ গদ উত্তর না নিকসই কহইতে সজল নয়ান।। সখি হে―কি ভেল এ বর-নারী। করহুঁ কপোল থকিত রহু ঝামরি জনু ধন-হারি জুয়ারি।। বিছুরল হাস রভস রস-চাতুরি বাউরি জনু ভেল গোরি। খনে খনে দীঘ নিশসি তনু মোড়ই সঘন ভরমে ভেলি ভোরি।। কাতর-কাতর নয়নে নেহারই কাতর-কাতর বাণী। না জানিয়ে কোন […] keyboard_arrow_right
  • শুনইতে রাই বচন অধরামৃত
    শুনইতে রাই বচন অধরামৃত বিদগধ রসময় কান। আপনাক ভাবে ভাব প্রকাশিতে ধনী অনুমতি ভেল জান।। সুন্দরি যে কহিলে গৌর স্বরূপ। কোই নাহি জানয়ে কেবল তুয়া প্রেম বিনে মোহে করবি হেন রূপ।। কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ কি কহব না পাইয়ে ওর।। ভাবিয়ে দেখিনু মনে […] keyboard_arrow_right
  • শুনগো পরাণদুতি অবে কি করব
    শুনগো পরাণদুতি অবে কি করব। কালা যদি না আইল নিশ্চয় মরব।। এ বেশ-ভূষণ আমি না রাখিব গাএ। যদি না পাই অব শ্যাম হত্যা দিব তাএ।। তাহার মিলিবা আশে সেজাইলুঁ শেজ। অবে কেন না আইল সে নাগররাজ।। জানিলুঁ জানিলুঁ সখি সে শঠ-পিরীতি।। আমাকে কহিঞা গিল কোন্ নাগরী কতি।।(কাছে ?) সে কালিয়া চান্দ সঙ্গে যে পিরীতি কএ। […] keyboard_arrow_right
  • শুনগো বড়াই মোর
    “শুনগো বড়াই মোর। আজু শুভদিন হইল আমার বঁধুয়া পাইনু কোড়।। যাহার লাগিয়া এত পরমাদ সে সব সফল মানি। মনের বাসনা পূরিল আমার বাটে পানু যদুমণি।। আয়ানে যাইয়া এই কহ গিয়া ‘রাধারে সুঁপিল শ্যামে। রাধা বটে রাধা তার রাঙ্গা পায়ে পশিল মনের সনে।। আর কিবা মোর এ ঘর-করণে ধরম সরম কাজ। কুলশীল মোর যে হকু সে […] keyboard_arrow_right
  • শুনগো সজনি পরমাদ শুনি
    “শুনগো সজনি পরমাদ শুনি রাধার ঐছন দশা।” বিরহে আকুল রসময় কান সঘনে নিশ্বাস নাসা।। করেতে আছিল মোহন মুরলী তাহা না পড়িল কতি। কমলনয়নে লোর বহি ঘনে ভাসিয়া চলিল তথি।। অঙ্গের সৌরভ এ চূয়া চন্দন ভূষণ কৌস্তূভমণি। এ সব তিতিয়া চলল ভাসিয়া বিরহে চতুরমণি।। “সে মোর প্রেয়সী প্রেমময়ী রাধা শুধুই সুধার বাশি। দাঁড়ায়ে দেখই ও মুখমণ্ডল […] keyboard_arrow_right
  • শুনগো মরম সখি
    “শুনগো মরম সখি। এই শুন শুন মধুর মুরলী ডাকয়ে কমলআঁখি ।। ধৈরজ না ধরে প্রাণ কেমন করে ইহার উপায় বল। আর কিয়ে জীব গোপের রমণী বৃন্দাবনে যাব চল।।” এই অনুমান করে গোপীগণ শুনি সে বাঁশীর গীত। “শুধু তনু দেখ এই তনু মোর তথায় আছয়ে চিত।” মুগধ রমণী কুলের কামিনী না জানে আপন পথ। যেনক চাঁদের […] keyboard_arrow_right
  • শুনহ সুন্দরী রাধা
    “শুনহ সুন্দরী রাধা। যে জন পরশে লাখ সুধানিধি সে জনে কেন বা বাধা।। তোমার লাগিয়া যেমন যোগিনী ভজয়ে পরম পদ। তেমত যে শ্যাম তোমাতে ধেয়ান তারে কেন কর বধ।। রস রস পর আর রস পর পাঁচ রস আট মিট। বেদ গুণ গুণ গুণ রস পর সায়র অমিয়া বিঠ।। সে জন রসের সমুদ্র থাকিতে পিয়াসে মরয়ে […] keyboard_arrow_right
  • শুনহ হে ভ্রমর কেন বা ঝঙ্কার
    “শুনহ হে ভ্রমর কেন বা ঝঙ্কার তোমার কালিয়া তনু। তোমারে দেখিয়ে বাঢ়ল বিষাদ বিয়োগ উঠল দুনু।। ঝাট চলি যাও কেন দুখ দাও চমকে আমার হিয়া। যাহ বৃন্দাবনে নিকুঞ্জ-ভবনে যথায় রসের পিয়া।। সেইখানে গিয়া ফুলে মধু খেয়্যা থাকহ যেখানে কানু। হেথা কেনে তুমি মধুর লালসে তোমার কালিয়া তনু।। কালিয়া বরণ দেখি মোর মন দ্বিগুণ জ্বলিয়া যায়। […] keyboard_arrow_right
  • শুনহ নাগর কানু
    “শুনহ নাগর কানু। কেবা সে তোমারে করিয়াছে দানী ধরিয়া মোহন বেণু।। হাসি হাসি কহ কুল নিতে চাহ আপন বড়াই রাখ। তিলেকে ভাঙ্গিব ঠাকুরালি-পনা আপনি দাঁড়ায়ে দেখ।।” কানু বলে –“আগে যাহাই করিবে তাহা আগে তুমি কর। তবে সে তোমারে ছাড়ি দিব আমি কাহার ভরসা কর।। কংসের যোগানী বলিয়া তোমার বড় অহংকার দেখি। কোটী কোটী কংস করিয়াছি […] keyboard_arrow_right
  • শুনহ নাগর গুণের সাগর
    শুনহ নাগর গুণের সাগর এই সে মহিমা তোর। অবলা অখলে ফেলাইলা জলে কে আর আছয়ে মোর।। তোমার শীতল চরণ দেখিয়ে দেখি এ কুলের বালা। ছায়ার কারণে শীতল বলিয়া তাহে ভেল এত জ্বালা।। সিন্ধু দেখি মোরা তৃষ্ণা পাই তোরা পিয়াস যাইব দূর। অধিক বাড়ল পিয়াস অন্তর মনমথ নাহি পূর।। ছায়ার কারণে তরুরে সেবিনু তাপ হইল বড়ি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ