ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সই আর যে কহিব কত
    সই, আর যে কহিব কত। আপনা খাইনু ছাড়িতে নারিনু হইতে নারিনু রত।। ঝাঁপ যে দিয়া জলেতে পশিয়া যমুনায় থাকিব মরি। গোঠেতে যাইতে ধেনু চরাইতে সেখানে দেখিবে হরি।। এখনি তখনি বচন দুখানি পরিমাণ কিছু নয়। কহিতে কহিতে সোনা যে বরিখে রাঙ্গের তুলনা নয়।। ধাঙ্গড় চতুর চোর যে টীট সব যে মিছাই কয়। তাহার অধিক দ্বিগুণ চাতুরী […] keyboard_arrow_right
  • সই এ কি সহে পরাণে
    সই, এ কি সহে পরাণে। কি বোল বলিয়া গেল ননদিনী শুনিলে আপন কাণে।। পরের কথায় এত কথা কহে ইহাতে কহিব কি। কানু-পরিবাদে ভুবন ভরিল বৃথায় জীবনে জী। কানুরে পাইত এ সব কহিত তবে বা সে বোলে ভাল। মিছা পরিবাদে বাদিনী হইয়া জর জর প্রাণ হৈল।। কে আছে বুঝায়ে শ্যামেরে কহিয়ে এ দুখে করিবে পার। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • সই কাহারে করিব রোষ
    সই, কাহারে করিব রোষ। না জানি না দেখি সরল হইনু সে পুনি আপন দোষ।। বাতাস বুঝিয়া ফেলাইতু পা বাড়াই বুঝিয়া থেহ। মানুষ বুঝিয়া কথা যে কহিয়ে রসিক বুঝিয়া লেহ।। মরক বুঝিয়ে ধরিয়ে ডাল ছায় সে বুঝিয়ে মাথা। গাহক বুঝিয়া গুণ প্রকাশিয়ে ব্যথিত বুঝিয়া ব্যথা।। অবিচারে সই করিল পীরিতি কেন কৈল হেন কাজে। চণ্ডীদাস কহে ধী […] keyboard_arrow_right
  • সই কি আর জীবনে সাধ
    সই, কি আর জীবনে সাধ। কুল ও কুল দুকুল ভরিয়া বাড়াইলা পরমাদ।। শাশুড়ী ননদী গঞ্জে দিবারাতি তাহ বা সহিব কত। পাড়ার পড়শী ইঙ্গিত আকারে কুবচন বলে যত।। অবলা-পরাণে এত কিনা সয় শুন গো পরাণ-সই। মনের বেদনা যতেক যাতনা আপন বলিয়া কই।। এ ঘর করণ কুলের ধরম ভরম সরম গেল। কলঙ্কিনী বলি জগৎ ভরিল নিশ্চয় মরণ […] keyboard_arrow_right
  • সই কি আর বলিব তোরে
    সই কি আর বলিব তোরে। অনেক পুণ্যফলে সে হেন বঁধুয়া আসিয়া মিলল মোরে।। এ ঘোর রজনী মেঘঘটা বঁধু কেমনে আইল বাটে। আঙ্গিনার কোণে বঁধুয়া তিতিছে দেখিয়া পরাণ ফাটে।। নহি স্বতন্তর গুরুজনা ডর বিলম্বে বাহির হৈনু। আহা মরি মরি সঙ্কেত করিয়া কত না যাতনা দিনু।। বঁধুর পীরিতি আদর দেখিতে মোর মনে হেন করে। কলঙ্কের ডালি মাথায় […] keyboard_arrow_right
  • সই কি আর বলিব মায়
    “সই কি আর বলিব মায়। তিল দয়া নাহি তাহার শরীরে একথা কহিব কায়।। মায়ের পরাণ এমনি ধরণ ! তার দয়া নাহি চিতে। এমন নবীন কুসুম-বরণ বনে নহে পাঠাইতে। কেমনে ধাইব ধেনু ফিরাইব এহেন নবীন তনু । অতি খরতর বিষম উত্তাপ প্রখর গগন-ভানু।। বিপিনে বেকত ফণী শত শত কুশের অঙ্কুশ তায়। সে রাঙ্গ চরণে ছেদিয়া ভেদিব […] keyboard_arrow_right
  • সই কি আর বোল মোরে
    সই কি আর বোল মোরে। রসিক-সিখর ছারিআ জাইবে কে[ম]তে রহিব ঘরে।। কাহারে কহিব মনের বেদনা প্রাণ মুর রহিবে কিষে। আম্রত বলিআ গরল ভক্ষিলাম তনু জ্বর জ্বর বিষে।। কে আছে এমন বুঝি [জ]বে মরম জানিবে মনের দুখ। ষে বন্ধু লাগিআ পরান যে রোয় মলিন হইল মুখ।। পিরিতি লাগিআ মরিয়ে ঝুরিয়া সরিল করিলাম কালা। চণ্ডিদাস কহে শুনলো […] keyboard_arrow_right
  • সই কি কাজ এ ছার ঘরে
    সই, কি কাজ এ ছার ঘরে। শ্যাম নাম নিতে না পারি গৃহেতে তবে তারা হেদে মরে।। কেবল রাধার পরিবাদ সার সে সব কুলের মণি। লোক চরাচরে মনু মনু মনু কি ছাড় পড়সী গণি।। আমি সে লয়েছি শ্যাম-হেমমালা হৃদয়ে পরিয়াছি। কহে যত জন শত কুবচন সে বহি লইয়াছি।। চণ্ডীদাস কহে শ্যাম সুনাগর তজহ কিশোরী গোরী।। লোক-পরিবাদ […] keyboard_arrow_right
  • সই কি বুকে দারুণ ব্যথা
    সই কি বুকে দারুণ ব্যথা। সে দেশে যাইব যথা না শুনিব পাপ-পীরিতের কথা।।ধ্রু।। সই, কে বলে পীরিতি ভাল। হাসিতে হাসিতে পীরিতি করিনু কাঁদিয়া জনমে গেল।। কুলবতী হৈয়ে কুলে দাঁড়াইয়ে যে ধনী পীরিতি করে। তুষের অনল যেন সাজাইয়া এমতি পুড়িয়া মরে।। হাম অভাগিনী এ দুখ দুখিনী প্রেমে ছল ছল আঁখি। চণ্ডীদাস বলে এমতি হইলে পরাণ সংশয় […] keyboard_arrow_right
  • সই কি হইল কালার জ্বালা
    সই, কি হইল কালার জ্বালা। রাত্রি দিন মন সদা-উচাটন স্বপনে দেখি যে কালা।। মুদিত-লোচনে যদি বা ঘুমাই হৃদয়ে কানুরে দেখি। মনের মরম তোমারে কহিনু শুন গো মরম-সখি।। ঘরে নাহি মন মন উচাটন কি না হৈল মোর ব্যাধি। কি জানি জীবন বাঁচিতে সংশয় কহ না ইহার বুঁধি।। সদাই হৃদয় আমার পরাণ কানুর চরণে বাঁধা। যে জন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ