সই কি বুকে দারুণ ব্যথা। সে দেশে যাইব যথা না শুনিব পাপ-পীরিতের কথা।।ধ্রু।। সই, কে বলে পীরিতি ভাল। হাসিতে হাসিতে পীরিতি করিনু কাঁদিয়া জনমে গেল।। কুলবতী হৈয়ে কুলে দাঁড়াইয়ে যে ধনী পীরিতি করে। তুষের অনল যেন সাজাইয়া এমতি পুড়িয়া মরে।। হাম অভাগিনী এ দুখ দুখিনী প্রেমে ছল ছল আঁখি। চণ্ডীদাস বলে এমতি হইলে পরাণ সংশয় […]
keyboard_arrow_right