ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • এক ভাব দেখ উদ্ধব হইল
    এক ভাব দেখ উদ্ধব হইল তিন ভাব তাহা নয়। ভাবের শকতি দরসাএ কত অনুভাব দেখ হয়।। আগেতে কহিল প্রেম সে বৈচিত্র ভাবনা দরশ বশে। ক্ষেণেক দরশে ক্ষেণেক পরশে ক্ষেণেক বিরহ ঝরে।। সেই সে বৈচিত্র রস কহিয়াছি এবে সে ভাবের রস। মাথুর কারণ রশপুষ্ট লাগি ইহাতে জগত বশ।। রস পরিমল রসে ঢল ঢল আর দশা আসি […] keyboard_arrow_right
  • এক সায়র তাহার উপর
    এক সায়র তাহার উপর অমিয়াসিন্ধু-ঘটা । সিন্ধু পাশে পাশে তাহার নিকটে আয়লি রসের ছটা।। প্রেমের কাছেতে মোহের বসতি মোহের সম্মুখে লেহা। লেহার উপরে এক মেওা আছে তাতে এক আছে গেহা।। সেই সে গেহার এ নয় দুয়ার তাতে হংস আছে জোড়ে লেই মেওা ফল সায়রে গলিয়া কণিক কণিক পড়ে।। তার কণা আশে ডুবি সেই হংসে চুনি […] keyboard_arrow_right
  • এক সুক পাখী অমিয়ার ফল
    এক সুক পাখী অমিয়ার ফল মুখেতে করিয়া উড়ে । সেই ফল গটা তিনখান হঞা সায়র জলেতে পড়ে ।। সেই সুক পাখি তটস্থ হইঞা বৈঠল সায়র পড়ে। সেখানে দেখল এ তিন সায়র অধিক নিস্বাষ ছাড়ে।। “এমন সুফল গোলোক হইতে আনল যতন করি। তিনখানি হঞা এ তিন সায়রে পড়ল কি হেতু জানি।।” পুন সুক পাখি উড়িয়া চলিল […] keyboard_arrow_right
  • এক সে নাগরী কুলেরি কুমারী
    এক সে নাগরী কুলেরি কুমারী দেখিলাম যমুনার ঘাটে।। বুকের বসনে নয়ান মুছিছে তা দেখি পরান ফাটে।। কিসের লাগিয়া বয়ান মুছিছে বল দেখি সে কে। তাহার লাগিয়া কান্দে মোর হিয়া প্রাণ যে হরেছে সে।। সে হেন সুন্দরী রসের নাগরী এসেছে যমুনার জলে। জলের ছলা করি এসেছে কিশোরী দেখসিয়া সভে মিলে।। যদি হয় প্যারী সে হেন সুন্দরী […] keyboard_arrow_right
  • একতরুবর দেখ উপজল
    একতরুবর দেখ উপজল চারু সাখা ভেল তায়। দুটি চান্দ তাহে ফলল সুন্দর দুই ফল দেখ প্রায়।। ফলের উপরে পাঁচ সসোধর আচম্বিতে আসি রয়। ফলে ফলে ফুলে ফিরি ফিরি ফেরি খগে চান্দে আসি রয়।। ফণিতে মউর দেখয়ে রুপুর মেঘে মেঘে আচ্ছাদিয়া। করিন্যা করিনি ডাকিছে বেকত উঠহ প্রাণের পিয়া।। দারুন ননদি সাসুড়ি অবোধি অবোধ পাড়ার লোকে। নানা […] keyboard_arrow_right
  • একথা শুনিয়া গদ্‌গদ হৈয়া
    একথা শুনিয়া গদ্‌গদ হৈয়া পড়ল ধরণী ধরি। “নিদান করিয়া হিয়া ব্যথা দিয়া যাবে সবে পরিহরি।। বোলহ বচন সচল সঘন নিশ্চয় মথুরা যাবে। গোকুল আকুল করিয়া সকল সবার পারণ লবে।।” “কহ কহ, ভাই, সুবল সাঙ্গাতি, বিদায় করহ মোরে।” পড়ল অবনী মুরছা খাইয়া সবজন-হিয়া ঝুরে।। কাঁদত করুণে সব সখাগণে শ্রীমুখ-বদন চেয়ে। ধরণী পড়িল বালকসকল বড়ই বেদনা পেয়ে। […] keyboard_arrow_right
  • একথা কহিল আগম পুরাণে
    একথা কহিল আগম পুরাণে লিখিল ব্যাসের সূত্র। অষ্টাদশ গ্রন্থ কন খানে আছে ফুটকে কহি * *।। * * বৈবর্ত্তে লিখল পুরাণে নবম অধ্যাঅে পাবে। মহাদেব যুগি আইলা গোকুলে কৃষ্ণ-দরশন লোভে।। * * * * এ লিঙ্গ-পুরাণে লেখিয়াছেন ব্যাসবরে। লিঙ্গের পুরাণে পঞ্চম অধ্যায় পাইবে মনের সরে।। এ স * * কৃষ্ণ-দরশন আইলা জে শূলপাণি। আগমে পাইবে […] keyboard_arrow_right
  • একদিন বর নাগর-শেখর
    একদিন বর নাগর-শেখর কদম্ব তরুর তলে। বৃষভানু-সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে।। রসের শেখর নাগর চতুর উপনীত সেই পথে। শির পরশিয়া বচনের ছলে সঙ্কেত করিল তাথে।। গোধন চালায়ে শিশুগণ লয়ে গমন করিলা ব্রজে। নীর ভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাই আইলা গৃহমাঝে।। কহে চণ্ডীদাস বাশুলী আদেশে শুনলো রাজার ঝিয়ে। তোমা অনুগত বঁধুর সঙ্কেত না ছাড়া আপন […] keyboard_arrow_right
  • একদিন বসি নাগর রসিয়া
    একদিন বসি নাগর রসিয়া বসিয়া চাঁপার বনে। কহে বিনোদিনী হরষবদনী চাহিয়া পিয়ার পানে।। “আজ সে তোমার বেশ বনায়ব বসিয়া চাঁপার বনে । তবে সে পূরব মনোরথ কাম শুনহ নাগর কানে।।” তুলি বনফুল হার বনাওল তুলব সুন্দরী রাই। চন্দনের চাঁদ ভালে পরা(ইল) পিয়ার বদনে চাই।। পুন শশধর কিবা সে শোভন চাচর কুন্তল আটি। পটুয়ার ডোরী ….দোফেরী […] keyboard_arrow_right
  • একদিন যাইতে ননদিনী সনে
    একদিন যাইতে ননদিনী সনে। শ্যাম বধুর কথা পড়ি গেল মনে।। ভাবে ভরল মন চলিতে না পারি। অবশ হইল তনু কাঁপে থরথরি।। কি কহিব সখি, সে হইল বিষম দায়। ঠেকিলুঁ বিপাকে আর না দেখি উপায়।। ননদী বলয়ে হে লো কিবা তোর হৈল । চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ