করি করযোড় কহিতে লাগিল — “শুনহ বচন মোর । কংস দুরাচার করে অবিচার ভারেতে হইল ভোর।। দুষ্ট দুরাচারে সকলি সংহারে তোমার যতেক সৃষ্টি । সংহারে সকল হইয়া বিকল দেখিল আপন দৃষ্টি।। তোমার সৃজন, যজ্ঞ তপদান সবো করে আন হিংসাতে সকলি নাশে। বেদ অধ্যয়নে কিছুই না মানে–, বড়ই পাইয়া ত্রাসে ।। তোমার সৃজন এ সব ভুবন […]
keyboard_arrow_right