• নিত্যানন্দ সঙ্গে নাচে প্রভু গৌরচন্দ্র
    নিত্যানন্দ সঙ্গে নাচে প্রভু গৌরচন্দ্র। সঙ্গে সঙ্গে নাচে পারিষদ ভক্তবৃন্দ।। অবনী ভাসিয়া যায় নয়নের জলে। দুবাহু তুলিয়া সভে হরি হরি বোলে।। ভাবে গর গর অঙ্গ কত ধারা বয়। পতিতের গলে ধরি রোদন করয়।। আপনার ভক্তগণে ডাকয়ে আপনে। হাসে কাঁদে নাচে গায় আপনা না জানে।। গোবিন্দ মাধব বাসু হের আইস বলি। যদু কহে কাঁদে প্রভুর পরাণ-পুতলি।। keyboard_arrow_right
  • নিধুবনে শ্যামবিনোদিনী ভোর
    নিধুবনে শ্যামবিনোদিনী ভোর। দুহুঁক রূপের নাহিক উপমা প্রেমের নাহিক ওর।।ধ্রু।। হিরণ কিরণ আধ বরণ আধ নীলমণি-জ্যোতি। আধ উরে বন- মালা বিরাজিত আধ গলে গজমোতি।। আধ শ্রবণে মকর কুণ্ডল আধ রতন ছবি। আধ কপালে চান্দের উদয় আধ কপালে রবি।। আধ শিরে শোভে ময়ূর শিখণ্ড আধ শিরে দোলে বেণী। কনককমল করে ঝলমল ফণী উগারয়ে মণি।। মন্দ পবন […] keyboard_arrow_right
  • নিরবধি মোর মনে গোরারূপ লাগিয়াছে
    নিরবধি মোর মনে গোরারূপ লাগিয়াছে বল সখি কি করি উপায়। না দেখিলে গোরারূপ বিদরিয়া যায় বুক পরাণি বাহির হৈতে চায়।। কহ সখি কি বুদ্ধি করিব। গৃহপতি গুরুজন ভয় নাহি মোর মন গোরা লাগি পরাণ ত্যজিব।।ধ্রু।। সব সুখ তেয়াগিনু কুলে জলাঞ্জলি দিনু গোরা বিনু আর নাহি ভায়। অঝোরে ঝরয়ে আঁখি শুন গো মরম সখি বাসু ঘোষ […] keyboard_arrow_right
  • নিরমল হেম জলদ জিনি দেহ
    নিরমল হেম জলদ জিনি দেহ। বরিখয়ে সঘনে মধুর নবনেহ।। পেখহ অপরূপ গৌরকিশোর। সুর নরনারী নয়নমন চোর।।ধ্রু।। গায়ত ভকতবৃন্দ তহি মাঝ। রাজত জনু উড়ুগণে উড়ুরাজ।। পৈঠত শ্রবণে বরজ পরসঙ্গ। ধরই না থেহ উলসে ভরু অঙ্গ।। সুঘটন নটনে ঘটই দিঠিলোর। লহু লহু হাসি পতিতে দেই কোর।। বিতরত দুলহ প্রেম মহী ভাসি। নরহরি পহুঁ কি করুণা পরকাশি।। keyboard_arrow_right
  • নিশি অবসান জানি নন্দের ঘরণী
    নিশি অবসান জানি নন্দের ঘরণী। দাসদাসী ডাকিয়া কহয়ে প্রিয় বাণী।। আমার জীবনধন কানাই বলাই। লালিবে পালিবে তারে তোমরা সভাই।। যার যেই কাজ বাছা কর মন দিয়া। আমি আর কি বলিব করহ বুঝিয়া।। রাণীর উদার বোল শুনি দাসদাসী। আবেশে করয়ে কাজ প্রেমানন্দে ভাসি।। কুন্দলতা আনি কথা কহে যশোমতী। রাধারে আনহ বাছা করিয়া যুকতি ।। শুনি পরণাম […] keyboard_arrow_right
  • নীলাচলে জগন্নাথ রায়
    নীলাচলে জগন্নাথ রায়। গুণ্ডিচা-মন্দিরে চলি যায়।। অপরূপ রথের সাজনি। তাহে চড়ি যায় যদুমণি।। দেখিয়া আমার গৌরহরি। নিজগণ লৈয়া এক করি।। মাল্য চন্দন সভে দিয়া। জগন্নাথ নিকটে যাইয়া।। রথ বেঢ়ি সাত সম্প্রদায়। কীর্ত্তন করয়ে গোরা রায়।। আজানুলম্বিত বাহু তুলি। ঘন উঠে হরি হরি বুলি।। গগন ভেদিল সেই ধ্বনি। অন্য আর কিছু নাহি শুনি।। নিতাই অদ্বৈত হরিদাস। […] keyboard_arrow_right
  • পদ আধ চলত খলত পুন বেরি
    পদ আধ চলত খলত পুন বেরি। পুন ফেরি চুম্বয়ে দুহুঁ মুখ হেরি।। দুহুঁজন-নয়নে গলয়ে জল-ধার। রোই রোই সখিগণ চলই না পার।। খেণে ভয়ে সচকিত নয়নে নেহার গলিত বসন ফুল কুন্তল ভার।। নূপুর অভরণ আঁচরে নেল। দুহু অতি কাতরে দুহুঁ পথে গেল।। পুন পুন হেরইতে হেরই না পায়। নয়নক লোরহিঁ বসন ভিগায়।। চলইতে হেরল নিকটহিঁ গেহ। […] keyboard_arrow_right
  • পরম পবিত্র সার শ্রীঅঙ্গ পরশে যার
    পরম পবিত্র সার শ্রীঅঙ্গ পরশে যার দানব্রত তুয়া নামে পাই। তীর্থ সহস্র কোটী সার আঁখির দুটি নিজ অঙ্গ ধরিয়াছ রাই।। ব্রহ্মাদি সাবিত্রী যার নারে কোন স্পর্শিবার প্রেম হইতে আনু তিরিতি। দিবানিশি হেন বাসি অমৃত সাগরে ভাসি চিন্ময় শুদ্ধ তোহারি পিরিতি।। মলয় বাতাসে যেন চন্দন সে তরুগণ ঐছে মলয় তছু অঙ্গ। ঐছে লাগিয়া ধনি অনুরাগে হইলাম […] keyboard_arrow_right
  • পরাণ কান্দে বন্ধু তোমা না দেখিয়া
    পরাণ কান্দে বন্ধু তোমা না দেখিয়া। অন্তরে দগধে প্রাণ বিদরয়ে হিয়া।। বারেক দেখিতে নাহি পাই সব দিনে। কেমনে বা রবে প্রাণ দরশন বিনে।। এ দুখ কাহারে কব কে আছে এমন। তুমি সে পরাণবন্ধু জান মোর মন।। ছটফট করে প্রাণ রহিতে না পারি। খেণে খেণে জীয়ে প্রাণ খেণে খেণে মরি।। কুল গেল শীল গেল না রহিল […] keyboard_arrow_right
  • পহিরণ নীলাম্বর ধবল বরণ
    পহিরণ নীলাম্বর ধবল বরণ। করে ধরে শিঙ্গা মত্তগজেন্দ্রগমন।। পদদুই চলে পুন চলিতে না পারে। সুস্থির হইতে নারে ঢলি ঢলি পড়ে।। পড়িয়া আপনি উঠে আপনি অস্থির। বারুণী বলিয়ে পিয়ে যমুনার নীর।। বারুণী বারুণী বলি সখাগণে চায়। ক্ষণে ক্ষণে ধরণী পড়িয়া গড়ি যায়।। অরুণ নয়ন করি অধর কাঁপায়। ভয় মানি কেহ তার নিকটে না যায়।। আপনার ছায়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ