• আরে মোর আরে মোর গৌরাঙ্গ গোসাঞি
    আরে মোর আরে মোর গৌরাঙ্গ গোসাঞি। দীনে দয়া তোমা বিনে করে হেন নাই।। এই ত ব্রহ্মাণ্ড মাঝে যত রেণুপ্রায়। সে গণিতে পাপ মোর গণন না যায়।। মনুষ্যদুর্ল্লভ জন্ম না হইবে আর। তোমা না ভজিয়া কৈলুঁ ভাঁড়ের আচার।। হেন প্রভু না ভজিলুঁ কি গতি আমার। আপনার মুখে দিলাম জ্বলন্ত অঙ্গার।। কেন বা আছয়ে প্রাণ কি সুখ […] keyboard_arrow_right
  • আরে মোর বাছনি কানাই
    “আরে মোর বাছনি কানাই। এ বেশে সাজিলা কোন ঠাঁই।। এ নব বরণ তনুখানি । আতপে মিলায়ে হেন জানি।। যখন যাইতে দূর বন। রবিরে করিনু সমর্পণ।। বন-দেবে পুজিথু হেথাই। ভাল রাখ কানাই বলাই।। পবনে মিনতি বহু সাধি। মন্দ মন্দ বাতাস সুসাধি।। দিনমণি না জানি কি করে । পাছে নাহি অঙ্গে ছায়া ধরে।। অগোচর গোচর না হয়। […] keyboard_arrow_right
  • আরে মোর বাছনি কানাই
    আরে মোর বাছনি কানাই। এ বেশে সাজিলা কোন ঠাঁই।। এ নব বরণ তনুখানি। আতপে মিলায়ে হেন জানি।। যখন যাইতে দূর বন। রবিরে করিথু সমর্পণ।। বনদেবে পূজিথু হেথাই। ভাল রাখ কানাই বলাই।। পবনে মিনতি বহু সাধি। মন্দ মন্দ বাতাস সুসাধি।। দিনমণি না জানি কি করে। পাছে নাহি অঙ্গে ছায়া ধরে।। অগোচর গোচর না হয়। সেই সে […] keyboard_arrow_right
  • আরে মোর বিনোদ রায়
    আরে মোর বিনোদ রায়। ভাল হৈল ঘুচাইলে পীরিতের দায়।। ভাবিতে গণিতে মোর তনু হৈল ক্ষীণ। জগৎ ভরি কলঙ্ক রহিল চিরদিন।। তোমা সনে পীরিতি করি কিবা কাজ কৈনু। মনু লাজে মিছা কাজে দগদগি হৈনু।। না জানি অন্তরে মোর কি হৈল ব্যথা। একে মরি মনোদুখে আরে নানা কথা।। শয়নে স্বপনে বঁধু সদা করি ভয়। কাহার অধীন যেন […] keyboard_arrow_right
  • আলো মোর গৌর কিশোর
    আলো মোর গৌর কিশোর। পুরব প্রেমরসে ভোর।। দু নয়নে আনন্দলোর। কহে পহুঁ হইয়া বিভোর।। পাওলুঁ বরজকিশোর। সব দুখ দুরে গেও মোর।। চির দিনে পায়লুঁ পরাণ। যৈছন অমিয়াসিনান।। হেরি সহচরগণ হাস। গাওই চৈতন্যদাস।। keyboard_arrow_right
  • আহা মরি গোরারূপের কি দিব তুলনা
    আহা মরি গোরারূপের কি দিব তুলনা। উপমা নহিল যে কষিল বাণ সোনা।। মেঘের বিজুরী নহে রূপের উপাম। তুলনা নহিল রূপে চম্পকের দাম।। তুলনা নহিল স্বর্ণকেতকীর দল। তুলনা নহিল গোরোচনা নিরমল।। কুঙ্কুম জিনিয়া অঙ্গগন্ধ মনোহরা। বাসু করে কি দিয়া গড়িল বিধি গোরা।। keyboard_arrow_right
  • ইহ মধুযামিনি ধনি ভেলি মানিনি
    ইহ মধুযামিনি ধনি ভেলি মানিনি না হেরই নাহ বয়ান। ইহ সুখসময় সবহুঁ বন ফুলময় বিফল ভেল পাঁচবাণ।। এ সখি অবহুঁ কি করব উপায়। এ সুবদনি ধনি ও রসশিরোমণি ভাগ্যে হোয়ত এক ঠায়।। এত কহি সহচরি নাগর মুখ হেরি ইঙ্গিত কয়ল নয়ানে। বুঝি বরনাহ বাহু ধরি সাধয়ে ঝটকই মানিনি মানে।। কর যোড়ি কানু চরণ ধরি সাধয়ে […] keyboard_arrow_right
  • উজর জলধর শ্যামর অঙ্গ
    উজর জলধর শ্যামর অঙ্গ। হিলন কলপতরু ললিত ত্রিভঙ্গ।। মুরতি-মদন-ধনু ভাঙু বিভঙ্গ। বিষম কুসুমশর নয়নতরঙ্গ।। জয় যদুকুল-জলনিধি-চন্দ। ব্রজকুল-গোকুল-আনন্দকন্দ।। শুধু সুধাময় মধুরিম হাস। জগজনমোহন মুরলিবিকাশ।। চূড়হি উড়এ রুচির শিখণ্ড। টলমল কুণ্ডল ঢলঢল গণ্ড।। অবনি-বিলম্বিত বনি বনমাল। মধুকর ঝঙ্করু ততহি রসাল।। তরুণ অরুণরুচি পদঅরবিন্দ। নখমণি নীছনি দাস গোবিন্দ।। keyboard_arrow_right
  • উঠিতে কিশোরী বসিতে কিশোরী
    “উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী হইল সারা। কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী নয়নতারা।। গৃহমাঝে রাধা গমনেতে রাধা রাধাময় সব দেখি। শয়নেতে রাধা গমনেতে রাধা রাধাময় হল আঁখি।। স্নেহেতে রাধিকা প্রেমেতে রাধিকা রাধিকা আরতি পাশে। রাধারে ভজিয়া রাধাবল্লব নাম পেয়েছি অনেক আশে।।” শ্যামের বচন- মাধুরী শুনিয়া প্রেমানন্দ ভাসে রাধা। চণ্ডীদাস কহে– “দোহাঁর পীরিতি পরাণে পরাণে বাঁধা।।” keyboard_arrow_right
  • উঠিতে কিশোরী বসিতে কিশোরী
    “উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার। কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী -চরণ সার।। শয়নে স্বপনে গমনে কিশোরী ভোজনে কিশোরী আগে। করে করে বাঁশী ফিরি দিবানিশি কিশোরী-অনুরাগে।। কিশোরী-চরণে পরাণ সঁপেছি ভাবেতে হৃদয় ভরা। দেখো হে কিশোরী, অনুগত জনে করো না চরণ-ছাড়া।। কিশোরীর দাস আমি পীতবাস ইহাতে সন্দেহ যার। কোটি যুগ যদি আমারে ভজয়ে বিফল ভজন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ