• চীত চোর গৌর-অঙ্গ
    চীত চোর গৌর-অঙ্গ রঙ্গে ফিরত ভকত সঙ্গ মদনমোহন-ছন্দুয়া। হেম-বরণ-হরণ দেহা পুরল তরুণ করুণ মেহ তপত-জগত-বন্ধুয়া।। ভাবে অবশ দিবস রাতি নীপ-কুসুম পুলক-পাঁতি বদন শরদ ইন্দুয়া। সঘনে রোদন সঘনে হাস আনহি বরণ বিরস ভাষ নিবিড় প্রেম-সিন্ধুয়া।। অমিয়া জিতল মধুর বোল অরুণ চরণে মঞ্জির রোল চলত মন্দ মন্দুয়া। অখিল ভুবন প্রেমে ভাস আশ করত গোবিন্দদাস প্রেম-সিন্ধু-বিন্দুয়া।। keyboard_arrow_right
  • চৈতন্য কলপতরু অদ্বৈত যে শাখা গুরু
    চৈতন্য কলপতরু অদ্বৈত যে শাখা গুরু কীর্ত্তন কুসুম পরকাশ। ভকত ভ্রমরগণ মধুলোভে অনুক্ষণ হরি বলি ফিরে চারি পাশ।। গদাধর মহাপাত্র শীতল অভয়-ছত্র গোলোক অধিক সুখ তায়। তিন-যুগে জীব যত প্রেম বিনু তাপিত তার তলে বসিয়া জুড়ায়।। নিত্যানন্দনাম ফল প্রেমরস ঢল ঢল খাইতে অধিক লাগে মীঠ। শ্রীশুকদেবের মনে মহিমা ফলের জানে এ উদ্ধব দাস তার কীট।। keyboard_arrow_right
  • চৌদিগে অরুণ কিরণ পরকাশ
    চৌদিগে অরুণ কিরণ পরকাশ। ছোড়ল মধুকর কুমুদিনী পাশ।। ময়ূর ময়ূরী রব কোকিলনাদ। বানরী শবদ পরম পরমাদ।। দুহুঁ জন জানি রজনি অবশেষ। তুরিতহিঁ দুহুঁক বনাওল বেশ।। অনুমতি মাগি চলল বর কান। নিজ মন্দিরে পহুঁ কয়ল পয়ান।। দীনবন্ধু ভণ বিদগধরাজ। সময় উচিত বুঝি সাধল কাজ।। keyboard_arrow_right
  • ছন ছন করে মন প্রাণ মোর কান্দে
    ছন ছন করে মন প্রাণ মোর কান্দে। যত যত বল হিয়া থির নাহিঁ বান্ধে।। মথুরা না যাবে যদি আমারে ছাড়িঞা। বল দেখি নিজ কর মোর মাথে দিঞা।। নারী না করিত যদি নিকরুণ বিধি। দেশে লঞা বেড়াতাম তোমা গুণনিধি।। কুলভয় না থাকিলে ভুজলতা দিঞা। হিয়ার মাঝারে তোমা রাখিতাম বান্ধিঞা।। হিয়া মণি মাণিক রতন যদি হত্যে। গলাএ […] keyboard_arrow_right
  • ছি ছি আগো মৈলাম লাজে
    ছি ছি আগো মৈলাম লাজে তুই কর্‌লি কি। কলঙ্ক রাখিলি কুলে হৈয়া রাজার ঝি।। কুলবতী হৈয়া তোয় ভয় নাহি মনে। নন্দের বেটা ডিঙ্গর বটে তা তো সবাই জানে।। পুরুষ পরশ – তারে কেবা দিবে দোষ। তোর তো গোকুলের মাঝে হৈল অপযশ।। পরপুরুষ বল্যা তোর মনে নাহিক ডর। সাঁজ রাতে কেমন কর‍্যা ঢুকায়্যাছিলি ঘর ।। এত […] keyboard_arrow_right
  • জননীরে প্রবোধ বচন কহি পুন
    জননীরে প্রবোধ বচন কহি পুন। নিত্যানন্দ করে তার চরণ বন্দন।। শ্রীবাসাদি সহচরে মিলিলা নিতাই। শ্রীগৌরাঙ্গের কথা শুনি আকুল সভাই।। মুরারি মুকুন্দ দত্ত পণ্ডিত রামাই। একে একে সভা সনে মিলিলা নিতাই।। সকল ভকত মেলি নিতাই লইয়া। গোরাগুণকথা শুনি থির করে হিয়া।। প্রেমদাস বলে মুঞি কি বলিতে জানি। গলায় গাঁথিয়া লই নিতাইচরণখানি।। keyboard_arrow_right
  • জনমহি গৌরক গরবে গোঙায়লুঁ
    জনমহি গৌরক গরবে গোঙায়লুঁ সো কিয়ে এত দুঃখ সহই। উর বিনু শেজ পরশ নহি জানত সো তনু অব মহি লুঠই।। বদনমণ্ডল চাঁদ ঝলমল সো অতি অপরূপ শোহে। রাহু ভয়ে শশী ভূমে পড়ল খসি ঐছন উপজল মোহে।। পদঅঙ্গুলি দেই খিতি পর লেখই যৈছন বাউরি পারা। ঘন ঘন নয়নে নিঝরে বারি ঝরু যৈছন শাঙনধারা।। খেণে মুখ গোই […] keyboard_arrow_right
  • জয় জন রঞ্জন কঞ্জ নয়ন ঘন
    জয় জন রঞ্জন কঞ্জ নয়ন ঘন অঞ্জন নিভ নব নাগর ঐ ঐ। গোকুল কুলজা কুল ধৃতি মোচন চন্দ্রবদন গুণসাগর ঐ ঐ।। নন্দতনুজ ব্রজ ভূষণ রসময় মঞ্জুল ভুজ মদবর্ধন ঐ ঐ। শ্রীবৃষভানু তনয়াহৃদি সম্পদ মদনার্ব্বুদ মদ মর্দ্দন ঐ ঐ।। গীত নিপুণ নিধু বন নয় নন্দিত নিরুপম তাণ্ডব পণ্ডিত ঐ ঐ। ভানুতনয়া পুলিনাঙ্গন পরিসর রমণী নিকর মণি […] keyboard_arrow_right
  • জয় জয় অতিশয় দীন দয়াময়
    জয় জয় অতিশয় দীন দয়াময় স্বরূপ রামানন্দ রায়। সুমধুর নিগূঢ় গৌর-রস জগ-জন জানল যাঁক কৃপায়।। জয় নরহরি গদাধর শ্রীনিবাস। জয় বক্রেশ্বর দাস গদাধর মুকুন্দ মুরারি হরিদাস।। বসু রামানন্দ সেন শিবানন্দ গোবিন্দ মাধব বাসুঘোষ। জয় বৃন্দাবন- দাস গৌর-রসে জগ-জনে করল সন্তোষ।। জয় জয় অনন্ত দাস নয়ানানন্দ জ্ঞানদাস যুদনাথ। শ্রীরূপ সনাতন জয় জয় শ্রীজীব ভট্ট-যুগল রঘুনাথ।। জয় […] keyboard_arrow_right
  • জয় জয় কলরব নগর বাজারে
    জয় জয় কলরব নগর বাজারে। জনম লভিলা ধনী বৃষভানুঘরে।। দেখিঞা কীর্ত্তিদা রাণী আপনা পাসরে। লাখে লাখে চুম্ব দেই বদনকমলে।। পরম আনন্দে নাচে বৃষভানু রাজা। ক্ষীর সর দধি বিতরণ করে প্রজা।। শঙ্খ দুন্দুভি বাজে সকল নগরে। আনন্দের অবধি কহিতে কেবা পারে।। তৈল হরিদ্রা আর কুঙ্কুম আনিঞা। অগুর চন্দন আদি দেয় ছাড়াইঞা।। কোহো নাচে কেহো গায় দেয় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ