• তথা হৈতে উঠি বড়াই করিল গমন
    তথা হৈতে উঠি বড়াই করিল গমন। জটিলা নিকটে গিয়া দিল দরশন।। জটিলা ভেটল বড়াই মৃদু মৃদু হাসি। আশিস করিয়া বৈসে জটিলা সম্ভাষি।। বধূরে পাঠাঞে দেহ লৈয়ে যাব বিকে। শুনি অনুমতি দিল হাসিয়া কৌতুকে।। ললিতা বিশাখা আদি সব সখি মেলি। পসরা সাজায়ে শেখর সাথে যায় চলি।। keyboard_arrow_right
  • তবে নন্দ শীঘ্র আনাইলা দুই গাই
    তবে নন্দ শীঘ্র আনাইলা দুই গাই। ধবলী সাঙলী বৎস সহিত তথাই।। সুরভিসন্ততি সেই মহাদুগ্ধবতী। স্বর্ণযুক্ত শৃঙ্গ খুর নবীন যুবতী।। দুই গাই দুই ভাই ছান্দনে ছান্দিয়া। দোহন করিলা গাবী আনন্দিত হৈয়া।। দোঁহাকার দুগ্ধ ভাণ্ড ক্ষণেকে পূরিল। প্রথম দোহন দুগ্ধ ব্রাহ্মণেরে দিল।। চৈতন্যদাসেতে কহে গাবীর দোহন। দেখি ব্রজবাসিগণের জুড়াইল মন।। keyboard_arrow_right
  • তবে রাই সখী মেলা বিমনা গুহেতে গেলা
    তবে রাই সখী মেলা বিমনা গুহেতে গেলা উপহার কৈলা কৃষ্ণ লাগি। অপরাহ্নে স্নান কৈলা অঙ্গে বেশ বনাইলা কৃষ্ণ দেখিবারে অনুরাগী।। পরম আনন্দভরে বনপথ নেহারে আগুবাঢ়ি দেখিলা গোবিন্দ। নয়ানে নিমিষ পড়ে তাহে বিধি নিন্দা করে এইরূপে বাঢ়িল আনন্দ।। কৃষ্ণ অপরাহ্নকালে ধেনু মিত্র লৈয়া চলে ব্রজবাসী করিবারে সুখী। সখা সঙ্গে নানা রঙ্গে কত বিধ কথাছন্দে শৃঙ্গ বেণু […] keyboard_arrow_right
  • তরুণী পরাণ চোরা গোরারূপ
    তরুণী পরাণ চোরা গোরারূপ মাধুরী আমিঞা ধারা। ধনি ধনি ধনি বারেক নয়ন কোণেতে পিয়য়ে যারা ।। সই এ কথা কহিব কাকে। পণ্ডিত গদাধর করে দিয়া কর রাধিকা বলিয়া ডাকে। দাস গদাধর করে দিয়া কর উলসে পুলকে গা। মৃদু মৃদু হাসে কিবা রসে ভাসে কিছুই না পাই থা।। নাগরালি ঠাটে নদীয়ার বাটে হেলিতে দুলিতে যায়। নরহরি […] keyboard_arrow_right
  • তরুমুলে রহি কালা কানু
    তরুমুলে রহি কালা কানু। বাওত সুমধুর বেণু।। শবদে যে গলয়ে পাষাণ। যমুনা বহয়ে উজান।। গোপীগণ শুনিয়া শ্রবণে। বিগলিত দুকূল বয়নে।। সব সখী আকুল হইয়া। রাইক নিকটে যাইয়া।। কাতরে কহে সব বাত। জরজর ভৈ গেল গাত।। ছোড়য়ে দীঘ নিশাস। সুবদনি কহে মৃদু ভাষ।। শুনিয়া মুরলি আলাপন। রায় বসন্ত আন মন।। keyboard_arrow_right
  • তারে দেখি মনে সুখী
    তারে দেখি মনে সুখী এল্যায় মাথার কেশ। রসিক নাগর রসের সাগর ব্রাহ্মণের বেশ।। গলে পাটা ভালে ফোঁটা কোশাকুশী করে। ছোট কাছা মোটা কোঁচা কটি আঁটি পরে।। লৈয়া পুঁথি হৈয়া যতি আইলা দেবের ঘরে। পূজার সজ্জ দেখি দ্বিজ মন সন্ সন্ করে।। নিরখি লাড় হরিষ বড় বোলে বারংবার। আইস সভে পূজহ দেবে রৈতে নারি আর।। হেরি […] keyboard_arrow_right
  • তাহিঁ সুগমন কয়ল বর-রঙ্গিণি
    তাহিঁ সুগমন কয়ল বর-রঙ্গিণি সখিগণ সঙ্গহি মেলি। তহিঁ জয়শঙ্খ হুলাহুলি ঘনঘন ভানু-আরাধন-কেলি।। দ্বিজবর বিদগধ-রাজ। সুবাসিত কুঙ্কুম সুগন্ধি চন্দন কর্পূর-পুর করু সাজ।। বহু উপভোগ তাম্বুল আদি দেওল চিনি কদলক ফুল-হার। সুবাসিত করি খীর দধি শাকর সেবন বহু পরকার।। কুসুমক অঞ্জলি দেয়ল সখি মেলি আনন্দে কো করু ওর।। গিরিবরে কনক-লতাবলি বেঢ়ল গোবিন্দদাস মন ভোর।। keyboard_arrow_right
  • তিল এক শয়নে সপনে যো মঝু বিনে
    তিল এক শয়নে সপনে যো মঝু বিনে চমকি চমকি করু কোর। ঘন ঘন চুম্বনে গাঢ়আলিঙ্গনে নিঝরে ঝরয়ে বহু লোর।। সজনী সো যদি করু নিঠুরাই। না জানিয়ে কো বিধি নিধি দেই লেয়ল সো সুখ করি বিছুরাই।।ধ্রু।। তুহুঁ কাহে বিরস বচনে মোহে মারসি ডারসি শোককি কূপে। মূরছিত জনে ঘাতন নহে সমুচিত জগজনে কহব বিরূপে।। তেজব মান সবহুঁ […] keyboard_arrow_right
  • তুমি কহ খেনে নারীর চরণে
    তুমি কহ খেনে নারীর চরণে সদাই আমারে দেখ। তুমি বড় জনা বড়াই কোরো না আপন ভরম রাখ।। শুনহে ময়ূর চান্দা। জনমে জনমে তপস্যা করিয়ে পেয়েছি সুন্দরী রাধা।। রাধার নখচান্দে ময়ূরের চান্দে সুমেল করিয়া দেখি। দেখি নখ চান্দ গগনের চান্দ হইয়াছে বড় সুখী।। রাধার চরণে লয়েছি শরণ পরম সুখেতে থাকি। রাধা চরণের মহিমা জানিতে তোমার অনেক […] keyboard_arrow_right
  • তুমি ত নাগর রসের সাগর
    তুমি ত নাগর রসের সাগর কথায় নাহিক পারি। চরণে ধরিয়ে মিনতি করিয়ে কুঞ্জ হতে যাও হরি।। ক্রোধে কহে বিনোদিনী। আমি ত অবলা হৃদয় সরলা ভালমন্দ নাহি জানি।। এতেক চাতুরী কেনে কর হরি ধূর্ত্তপনা গেল জানা। তোমার পিরীত হইল বেকত না করহ ঢিটপনা।। নবীন রসের রসিক হয়েছে চন্দ্রাবলী যার নাম। তাহার নিকট করহ চাতুরী মোর কাছে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ