নটন বিভঙ্গে ফাগুরঙ্গে মাতল নাগর অভিনব নাগরি সঙ্গ। ঋতুপতি রীত চীত উমতায়ল হেরি নবীন বৃন্দাবন রঙ্গ।। ফাগুয়া খেলত নওল কিশোর। রাধারমণ রমণিমনচোর।।ধ্রু।। সুন্দরিবৃন্দ- করে কর মণ্ডিত মণ্ডলি মণ্ডলি মাঝহি মাঝ। নাচত নারিগণ ঘনপরিরম্ভণ চুম্বন লুবধল নটবর রাজ।। কানুপরশ রসে অবশ রমণিগণ অঙ্গে অঙ্গে মিলি ঝাঁপি রহু। পূরল সবহুঁ মনোরথ মনোভব মোহন গোবিন্দদাসিয়া পহু।।
keyboard_arrow_right