• নিশি অবসানে দাস দাসীগণে
    নিশি অবসানে দাস দাসীগণে ত্বরায় করয়ে কাজে। যার সেই কাম করে অনুপাম সভাই সভারে তাজে।। দেব পুরন্দর জিনি তার ঘর রন্ধন মন্দির সাজে। ধনিষ্ঠা সুন্দরী রন্ধন সামগ্রী রাখল তাহার মাঝে।। জ্বালিতে ইন্ধন আনল চন্দন দেয়ল যতন করি। বসিতে আসন জলের ভাজন তাহার নিকটে ধরি।। সুশীলা সুন্দরী রসের চাতুরী বিবিধ বন্ধান জানে। বিধিআগোচর নানা উপহার করল […] keyboard_arrow_right
  • নিশি পরভাত জানি যদুরাজ
    নিশি পরভাত জানি যদুরাজ। অক্রূর আনি কয়ল রথসাজ।। দাম শ্রীদাম সঙ্গে বলরাম। রথ আরোহণ করলহিঁ কান।। অক্রূর সারথি করু আগুসার। সঙ্গে চলল সব গোপ গোঁয়ার।। নন্দমহল কলবর উতরোল। শুনইতে দীনবন্ধু ভেল ভোর।। keyboard_arrow_right
  • নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত
    নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত রোয়ত শুক পিক সারি। নন্দ মহল কল- রব শুনি আকুল ধাওল ব্রজপুরনারী।। সুন্দরি মন্দির-বাহির ভেল। গুরু জনে এক নয়ন পথ-পাঁতরে অপর নয়ন ধনী দেল।। হেরি লই অক্রূর যাওত মধুপুর হেরি পড়ল পরমাদ। কুল-ভয় পরিহরি নাহ হৃদয়ে ধরি অন্তরে উপজএ সাধ।। হৃদয় জানি পুন আওব বলি হরি কর-সঙ্কেত করি গেল। দীনবন্ধু […] keyboard_arrow_right
  • নিশ্চয় করিয়া কহনা কথা
    নিশ্চয় করিয়া কহনা কথা। তুমি সে তাহারে দেখেছ কোথা।। কানু কহে এক নবীনা নারী।। আমার পরাণ লইল হরি।। কালিয় দমন করিয়ে যবে। আনি সে তাহারে দেখেছি তবে।। গোচারণে যাই তোদের সাথে। যমুনা সিনানে যায় সে পথে।। গোঠ হতে ঘরে ফিরিয়া আসি। মন্দির উপরে ছিল সে বসি।। হাস পরিহাস সখীর সনে। হেরিয়া সোয়াথ না পাই মনে।। […] keyboard_arrow_right
  • নীলাচল হৈতে শচীরে দেখিতে
    নীলাচল হৈতে শচীরে দেখিতে আইসে জগদানন্দ। রহি কথো দূরে দেখে নদীয়ারে গোকুলপুরের ছন্দ।। ভাবয়ে পণ্ডিত রায়। পাই কি না পাই শচীরে দেখিতে এই অনুমানে যায়।। তরুলতা যত দেখে শত শত অকালে খসিছে পাতা। রবির কিরণ না হয় স্ফুরণ মেঘগণ দেখে রাতা।। ডালে বসে পাখী মুদি দুটি আঁখি ফল জল তেয়াগিয়া। কান্দয়ে ফুকরি ডুকরি ডুকরি গোরাচাঁদ […] keyboard_arrow_right
  • নীলাচলে কনকাচল গোরা
    নীলাচলে কনকাচল গোরা। গোবিন্দ ফাগু রঙ্গে ভেল ভোরা।। ফাগু খেলত গৌরতনু। প্রেম সুধা সিন্ধু মুরতি জনু।। আবিরে অরুণ তনু অরুণহি চীর। কণ্ঠহি লোলিত অরুণিম মাল। অরুণ ভকতগণ গায় রসাল।। কত কত ভাব বিথারল অঙ্গ। নয়ান ঢুলাঢুলি প্রেম তরঙ্গ।। লহু লহু হাস গদাধর হেরিয়া। সো নাহি সমুঝল গোবিন্দদাসিয়া।। keyboard_arrow_right
  • নৃত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে
    নৃত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে। পরম আনন্দে পহুঁ আইলা সর্ব্ব পথে।। তবে শুভক্ষণে পহুঁ সকল মঙ্গলে। আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে।। তবে আই পতিব্রতাগণে সঙ্গে লৈঞা। পুত্রবধূ গৃহে আনিলেন হৃষ্ট হৈঞা।। গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ। জয়ধ্বনিময় হৈল সকল ভবন।। কি আনন্দ হৈল সেই অকথ্য কথন। সে মহিমা কোন জনে করিবে বর্ণন।। শ্রীচৈতন্য নিত্যানন্দ চাঁদ […] keyboard_arrow_right
  • পতিত হেরিয়া কান্দে থির নাহিক বান্ধে
    পতিত হেরিয়া কান্দে থির নাহিক বান্ধে করুণ নয়নে চায়। নিরুপম হেম জিনি উজোর গৌর তনু অবনী ঘন গড়ি যায়।। গোরা পহুঁর নিছনি লইয়া মরি। ও রূপ মাধুরী পিরীতি চাতুরী তিলে পাসরিতে নারি।। বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কারো কোন দোষ নাহি মানে। কমলা-শিব-বিহি দুর্ল্লভ প্রেম-ধন দান করল জগ জনে। ঐছন সদয় হৃদয় প্রেমময় গৌর ভেল পরকাশ। […] keyboard_arrow_right
  • পথেতে যাইতে চন্দ্রাবলী সাথে
    পথেতে যাইতে চন্দ্রাবলী সাথে দেখিনু নাগর কানু। মদনে বিভোর সে শ্যাম নাগর তা দেখি আকুল তনু।। ভাল দেখিলাম আপন নয়নে কি আর বলিব মুখে। শঠ জন সনে পিরীতি করিয়া সদাই থাকয়ে দুখে।। চন্দ্রাবলী সনে যত সখীগণে আনন্দে মগন তায়। কেহ সে তাম্বূল সুগন্ধি চন্দন দিছেন শ্যামের গায়।। এসব দেখিয়া মনেতে ভাবিয়া ফিরিয়া আইল দূতী। কহে […] keyboard_arrow_right
  • পনস পিয়াল চূতবর চম্পক
    পনস পিয়াল চূতবর চম্পক অশোক বকুল বক নীপ। একে একে পূছিয়া উত্তর না পাইয়া আওল তুলসি সমীপ।। জাতি যূথি নবমল্লিক মালতি পূছল সজল-নয়ানে। উত্তর না পাই সতিনি সম মানই দূরহিঁ করল পয়ানে।। পুন দেখে তরুকুল অতিশয় ফলফুল ভরে পড়িয়াছে মহিমাঝ। কানুক হেরি প্রণাম করল ইহ এ পথে চলল ব্রজরাজ।। এত কহি বিরহে বেয়াকূল অতিশয় ব্রজরমণীগণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ