• আগো আজি বড় শুভদিন
    আগো আজি বড় শুভদিন সতন্তর ঘর । নিজ পতি গেছে গোঠে নাহি কোন ডর।। একা আমি শুয়্যা আছি দুঃখ করি চিতে। নূপুরের শব্দ কানে বাজলো আচম্বিতে।। শব্দ শুন্যা বের‍্যাইলাম ধায়্যা দাঁড়ালাম নাছে। হাতে ধরি সোধাইল বঁধু ঘরে কেহ আছে।। লোচন বলে কেউ নাই ঘরে ডর করো না তুমি। যদি কেহ আইসে যায় সাড়া দিব আমি […] keyboard_arrow_right
  • আজি বড় শোভা রে মধুর বৃন্দাবনে
    আজি বড় শোভা রে মধুর বৃন্দাবনে। রাই কানু বসিলা রতন সিংহাসনে।। হেম-নিরমিত বেদী মাণিকের গাঁথনী। তার মাঝে রাই কানু চৌদিগে গোপিনী।। একেক তরুর মূলে একেক অবলা। মেঘে বেড়ল যেন বিজুরীক মালা।। নব গোরাচনা গোরী কানু ইন্দীবর। বিনোদিনী বিজুরী বিনোদ জলধর।। কাঁচ বেড়া কাঞ্চনে কাঞ্চন বেড়া কাঁচে। রাই কানু দুহুঁ তনু একই হইয়াছে।। রস-ভরে দুহুঁ জন […] keyboard_arrow_right
  • আজু দেখব মুখ প্রিয় মঝু আয়ব
    আজু দেখব মুখ প্রিয় মঝু আয়ব বিথারই মরম আনন্দ। খীণ তনু কঞ্চুক বন্ধ টুটত ঘন বাম নয়ন করু পন্দ।। দেহপর চীর সুথির রহত নাহি হাথকি দরপণ টুট। অবহুঁ দশদিশ পরসন্ন হোয়ত বিরহ ধুম গেই ছুট।। কহি কহি এক সখী চলি আওব কি করহ মুগধিনী রাই। হরি আওল বলি ঘোষণা পড়ল পুর চল চল দেখহ যাই।। […] keyboard_arrow_right
  • আজু বিপরিত ধনি দেখলুঁ তোয়
    আজু বিপরিত ধনি দেখলুঁ তোয়। সমুঝি না পারিয়ে সংশয় মোয়।। তুয়া মুখমণ্ডল পুণমিক চাঁদ। কাহে লাগি ভৈ গেল ঐছন ছাঁদ।। নয়নযুগল ভেল কাজর বিথার। অধর নিরস করু কোন গোঙার।। পীন পয়োধরে নখরেখ দেল। কনক-কুম্ভ জনু ভগন ভৈ গেল।। অঙ্গে বিলেপন হেরি কুঙ্কুম-ভার। পীতাম্বর ধরু ইথে কি বিচার।। সুজন রমণি তুহুঁ কুলবতি-বাদ। কা সঞে ভুঞ্জলি মরমক […] keyboard_arrow_right
  • আজু হাম যাইতে যমুনা একন্ত
    আজু হাম যাইতে যমুনা একন্ত। একলি নেহারি আগোরল পন্থ।। চৌদিশে সচকিত পুন পুন হেরি। ঈষৎ হাসি পুছত বেরি বেরি।। কর পরশিয়া মঝু করু অনুবন্ধ। শপতি করাওল রতিনিরবন্ধ।। কুল অবলা হাম সো যুবরাজ। নিরজনে তা সঞে হঠ নাহি কাজ।। পেখলুঁ হাম বিসঙ্কট ভেলি। লোচন ইঙ্গিতে অনুমতি কেলি।। এ সখি অব কিয়ে করব বিধান। আজু পুন মন্দিরে […] keyboard_arrow_right
  • আজুক গমন কোন ধনী সেবি
    আজুক গমন কোন ধনী সেবি। তুয়া বিনু আন নাহি অধিদেবী।। এ হরি পুছিয়ে কোন নিবাস। তোহারি পরশ বিনু নাহি অভিলাষ।।ধ্রু।। পুছইতে এক কহসি পুন আন। মান সঞে কিয়ে মতি করু দান।। এ ধনি সো পুন তোহারি সমীপ। অনুখন যৈছে অরুণ মণিদীপ।। পশুপ স্বভাব রজনী কাঁহা দেল। তোঁহারি অরু তোঁহারি সঙ্গিনী যত হোয়ে।। আজু তুয়া শুভ […] keyboard_arrow_right
  • আজুক শয়নে ননদিনী সনে
    আজুক শয়নে ননদিনী সনে শুতিয়া আছিলুঁ সই। যে ছিল করমে বন্ধুর ভরমে মরম তোমারে কই।। নিন্দের আলসে বন্ধুর ধাধসে তাহারে করিনু কোরে। ননদী উঠিয়া রুষিয়া বলিছে বন্ধুয়া পাইলি কারে।। এত ঢিটপনা জানে কোন্ জনা বুঝিনু তোহারি রীতি। কুলবতী হইয়া পরপতি লইয়া এমতি করহ নিতি।। যে শুনি শ্রবণে পরের বদনে নয়নে দেখিনু তাই। দাদা ঘরে আইলে […] keyboard_arrow_right
  • আদরে আগুসরি হরি যব আওব
    আদরে আগুসরি হরি যব আওব পুন পুন করইতে কোর। মৃদু মৃদু হাসি উলটি দিঠি পঙ্কজ চঞ্চল করবি নিচোর।। সুন্দরি শুন শুন শুন নিরবাহ। পরশিতে তরসি করহি কর বারবি জনু পুন সাধই নাহ।। চুম্বন করইতে নিজ মুখ মোড়বি আধ আধ কহি বাত। কুচযুগ ধরইতে নহি নহি বোলবি সঘনে ঢুলাওবি মাথ।। হরি যব আদরে কোরে পসারব বৈঠি […] keyboard_arrow_right
  • আদরে নাগর ধনীমুখ হেরইতে
    আদরে নাগর ধনীমুখ হেরইতে অবনত মুখ করু রাই। পরশিতে পাণি তরসি ঘন উঠত চঞ্চল চহুঁ দিশ চাই।। সুন্দরী বিছুরল পূরবক কেল। চির দুখে প্রিয় হেরি দুখ সুখ ভূলল যৈছন নওল মেল।। ভুজযুগ পাশে আগোরল নাগর নিবিড় আলিঙ্গন দেল। হরি তনু পরশে হরষে ধনী ভূলল মনমথ উনমত ভেল।। হসি হসি উলসি বয়ন শশি চুম্বই চিবুকে স্বেদ […] keyboard_arrow_right
  • আনন্দে অবশ অঙ্গ যশোমতি রাণী
    আনন্দে অবশ অঙ্গ যশোমতি রাণী। সপন দেখএ নিজ কোরে যদুমণি।। অলস ভাঙ্গিল যদুমণি করি কোলে। লাখে লাখে চুম্ব দিল বদনকমলে।। নন্দ উপানন্দ সব মিলিল আসিঞা। আনন্দে ভরল হিয়া চান্দমুখ চাঞা।। দ্বিজগণ গণক আনিঞা নিজ ঘরে। কাঞ্চন গোধন কত তিল দান করে।। গো-চরণ-ধূলি রাণি ধরি নিজ হাথে। রক্ষা বান্ধে কত সুখে গোপালের মাথে।। বন্দী মাগধগণ মঙ্গল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ