আজি বড় শোভা রে মধুর বৃন্দাবনে। রাই কানু বসিলা রতন সিংহাসনে।। হেম-নিরমিত বেদী মাণিকের গাঁথনী। তার মাঝে রাই কানু চৌদিগে গোপিনী।। একেক তরুর মূলে একেক অবলা। মেঘে বেড়ল যেন বিজুরীক মালা।। নব গোরাচনা গোরী কানু ইন্দীবর। বিনোদিনী বিজুরী বিনোদ জলধর।। কাঁচ বেড়া কাঞ্চনে কাঞ্চন বেড়া কাঁচে। রাই কানু দুহুঁ তনু একই হইয়াছে।। রস-ভরে দুহুঁ জন […]
keyboard_arrow_right