• আপনা আপনি দিবস রজনী
    আপনা আপনি দিবস রজনী ভাবিয়ে কতেক দুখ। যদি পাখা পাই পাখী হইয়া যাই না দেখাই পাপমুখ।। সই বিধি দিল মোরে শোক। পিরীতি করিয়া আশ না পূরল কলঙ্ক ঘুষিল লোক।। হাম অভাগিনী তাহে একাকিনী নহিল দোসর জনা। অভাগিয়া লোকে যত বলে মোকে তাহা যে না যায় শুনা।। বিধি যদি শুনিত মরণ হইত ঘুচিত সকল দুখ। চণ্ডীদাসে […] keyboard_arrow_right
  • আপনা খাইনু সোনা যে কিনিনু
    আপনা খাইনু সোনা যে কিনিনু ভূষণে ভূষিতে দেহ। সোনা যে নহিল পিতল হইল এমতি কানুর নেহ।। সই মদন সোনার না চিনে সোনা। সোনা যে বলিয়া পিতল আনিয়া গড়ি দিল যে গহনা।। প্রতি অঙ্গুলিতে ঝলক দেখিতে হাসয়ে সকল লোকে। ধন যে গেল কাজ না হইল শেল রহি গেল বুকে।। যেন মোর মতি তেমতি এ গতি ভাবিয়া […] keyboard_arrow_right
  • আয়ল মধুপুরতে ব্রজমোহন
    আয়ল মধুপুরতে ব্রজমোহন যোই কহব ইহ বাত। অম্বর রতন ভূষণ সহ শুন পুন তাহে করব পরসাদ।। হরি হরি মঝু দুরদিন কি যাব। সব ইন্দ্রিয়গণ তিরপিত হোয়ব প্রিয়তম দরশন পাব।। ব্রজপুর লোক শোক সব বিছুরব শুনিতে সুধাময় বাত। মৃত যেন জীবন পাই পুন ধায়ব হেরব আনন্দ গাত।। নন্দরাজ নিজ তনয় বদন হেরি আনন্দ হোয়ব চিত। আঁচরে […] keyboard_arrow_right
  • আর এক দিন সখি শুতিয়া আছিনু
    আর এক দিন সখি শুতিয়া আছিনু। বন্ধুর ভরমে ননদিনী কোলে নিনু।। বন্ধু নাম শুনি সেই উঠিল রুষিয়া। কহে তোর বন্ধু কোথা গেল পলাইয়া।। সতীকুলবতীকুলে জ্বালি দিলি আগি। আছিল আমার ভালে তোর বধ ভাগি। শুনিয়া বচন তার অথির পরাণি। কাঁপয়ে শরীর দেখি আঁখির তাজনি।। কেমতে এড়াব সখি পাপিনীর হাথে। বনের হরিণী থাকে কিরাতীর সাথে।। দ্বিজ চণ্ডীদাসে […] keyboard_arrow_right
  • আর একদিন সখি শুতিয়া আছিলু
    আর একদিন সখি শুতিয়া আছিলু। বন্ধুর ভরমে ননদিনী কোলে নিলু।। বন্ধু নাম শুনি সেই উঠিল রুষিয়া । কহে তোর বন্ধু কোথা গেল পলাইয়া।। সতী কুলবতী কুলে জ্বালি দিলি আগি। আছিল আমার ভালে তোর বধ-ভাগি।। শুনিয়া বচন তার অথির পরাণি। কাঁপয়ে শরীর দেখি আঁখির তাজনি।। কেমতে এড়াব সখি, সে পাপিনীর হাথে। বনের হরিণী থাকে কিরাতের সাথে।। […] keyboard_arrow_right
  • আর কেন যাব গো বড়াই মথুরার হাটে
    আর কেন যাব গো বড়াই মথুরার হাটে। সদয় হইল বিধি নিধি দিল বাটে।। যার লাগি এত দিন করিলু কামনা। অনায়াসে বিধি মোরে দিল সেই জনা।। যাহারে দেখিতে সদা নানা ছলে বুলি। কদম্বতলাতে দেখি সেই বনমালী।। এত দিনে বিধি মোরে সদয় হইল। বিকে যাইতে পথে গো মাণিক পড়ি পাইল।। যে হউক সে হউক সখি নাহি কোন […] keyboard_arrow_right
  • আরতি জয় বৃষভানুকুমারি
    আরতি জয় বৃষভানুকুমারি। ঝলকত মুখশোভা উজিয়ারি।। কপুরক বাতী রতনকে থারি। করে লই ললিতা প্রাণপিয়ারি।। বদন কমল সঞে করু নিছয়ারি। সহচরিগণ করু জয়জয়কারি।। মঙ্গল গাওত দেই করতারি। বরিখে কুসুম সব নবিনকুমারি।। চরণকমল নখচান্দ নেহারি। পরমানন্দ জীবন বলিহারি।। keyboard_arrow_right
  • আরে আমার গৌর কিশোর
    আরে আমার গৌর কিশোর । নাহি জানি দিবা নিশি কারণ বিহনে হাসি মনের ভরমে পহুঁ ভোর।। ক্ষণে উচ্চৈঃস্বরে গায় কারে পহুঁ কি সুধায় কোথায় আমার প্রাণনাথ। ক্ষণে শীতে অঙ্গ কম্প ক্ষণে ক্ষণে সেই লম্ফ কাহা পাঙ যাঙ কার সাথ।। ক্ষণে ঊর্দ্ধ্ব বাহু করি নাচি বোলে ফিরি ফিরি ক্ষণে ক্ষণে করয়ে বিলাপ। ক্ষণে আঁখি যুগ মুন্দে […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর গৌরাঙ্গ রায়
    আরে মোর আরে মোর গৌরাঙ্গ রায়। পূরব প্রেমভরে মৃদু চলি যায়।। অরুণ নয়ন মুখ বিরস হইয়া। কোপে কহয়ে পহুঁ গদ গদ হিয়া।। জানলুঁ তোহারে তোর কপট পিরীতি। যা সঙ্গে বঞ্চিলা নিশি তাহা কর গতি।। এত কহি গৌরাঙ্গের গর গর মন। ভাবের তরঙ্গে যেন নিশি জাগরণ।। কহে নরহরি রাধাভাবে হৈল হেন। পাই অশোয়াস বঞ্চিত হৈল যেন।। keyboard_arrow_right
  • আরে মোর গৌর কিশোর
    আরে মোর গৌর কিশোর। পূরব প্রেম রসে ভোর।। মরম না বুঝে কেহ মোর। কহে পহুঁ হইয়া বিভোর।। স্বরূপ দামোদর রাম রায়। করে ধরি করে হায় হায়।। কেন বা এ প্রেম রাঢ়াইনু। জীয়ন্তে পরাণ খোয়াইনু।। কহে মৃদু গদ গদ ভাষ। ঘন বহে দীঘল নিশাস।। নিঝরে ঝরয়ে দুনয়ান। নরহরি মলিন বয়ান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ