• রাইর চরণ যাবক মণ্ডন
    রাইর চরণ যাবক মণ্ডন রতন নূপুর পায়। নীলমণি যুত কনক খচিত নানা আভরণ গায়। মাজা অতি খিনী শোভিছে কিঙ্কিণী কঙ্কণ কেয়ূর করে। গলে হেম মাল গজোমতি হার উরস মাঝারে দোলে।। নাসায় বেশর বদন উজর জিনিয়া শরদ শশি। শ্রবণ গিধিনী নয়ন হরিণী বচন অমিয়া রাশি।। নীল নিচোলিনি তড়িত বরণী চমরী চামর কেশ। ভাঙু যুগ জনু রতিপতি […] keyboard_arrow_right
  • রাইর বচনে উলসিত মনে
    রাইর বচনে উলসিত মনে না-খানি আনিল তটে। সহচরি মেলি দিঞা হুলাহুলি আসিঞা নামিল ঘাটে।। ধনী রঙ্গিয়া বড়াই সাথে। নাএর উপরে চাপিল সকলে ধরিঞা শ্যামের হাথে।। অঙ্গের পরশে রসের আবেশে অবশ দোঁহার গা। রসের পাথারে যাইঞা সাঁতারে টলবল করে লা।। ভয়ে সখীগণ মুদিল নয়ন ঝাঁপিল যুগল করে। কাঁপিতে কাঁপিতে ধনী আচম্বিতে ধরিল শ্যামের গলে।। রসিক নাগর […] keyboard_arrow_right
  • রাজা এথা থাকে কোথা কেবা সাধে দান
    রাজা এথা থাকে কোথা কেবা সাধে দান। কিবা চায় কিবা লয় কেবা করে আন।। কুল-নারী হেরি হেরি ঠারে কও কথা। সঙ্গে বুড়ী হাতে নড়ী ঘন নাড়ে মাথা।। এখনি যাইয়া কব গোকুল সমাজ। কোথা যাবে দান সাধা কোথা যাবে সাজ।। কোথা পলাইয়া যাবে সুবল রাখাল। তিলেকে ভাঙ্গিয়া যাবে সব ঠাকুরাল।। অতয়ে আমার বোলে হও সাবধান। কুলবতী […] keyboard_arrow_right
  • রাধা নাম কি কহিলে আগে
    রাধা নাম কি কহিলে আগে। শুনইতে মনমথ জাগে। সখি কাহে কহলি উহ নাম। মন মাহা নাহি লাগে আন।। কহ তছু অনুপম রূপ। বুঝলম অমিয়া স্বরূপ।। হেরইতে আঁখি করে আশ। কহে রাধামোহন দাস।। keyboard_arrow_right
  • রাধা বদন বিমল মধু পানে
    রাধা বদন বিমল মধু পানে। মাতল শ্যামল চঞ্চল ভানে।। ধনিক কলেবর কোমল আতি। নিবিড় আলিঙ্গয়ে হিয়ে হিয়ে যাঁতি।। এ সখি কিয়ে ইহ প্রেমক কাজ। সুরতে কি জীতল পাঁচ-শর-রাজ।। হরি পরিরম্ভণে ধনি ভেল ভোর। তবহি সুহাসিত বহি দিঠি লোর।। কোরে সুনাগরি দূর গেয়ান। ধনি মুখ সমূখহি ধরত ধেয়ান।। তবহি পরাক্রম তবহি অথীর। থেহ না পাওত শ্যামর […] keyboard_arrow_right
  • রাধা বর উর দুখ হেরি গুরুতর
    রাধা বর উর দুখ হেরি গুরুতর সখীগণ নিরজনে মেল। বসনে নয়ন মুছি যুকতি করত সব সঙ্কট অতিশয় ভেল।। রাই নিকট যদি হরিগুণ গায়ব যছু গুণে পাষাণ মিলায়। একে চির বিরহিণী ননী জিনি তনুখানি ততহি পড়ব মুরছায়।। শ্যামর মুরতি লিখি দরশায়ব নিরখিতে জীবন যাব। হরি হরি মরি মরি কি কহব কহ বেরি কৈছে ছুটব মনতাপ।। ললিতা […] keyboard_arrow_right
  • রাধা মাধব সুমধুর কেলি
    রাধা মাধব সুমধুর কেলি। দুহুঁরুপে দুহুঁজন নিমগন ভেলি।। উলসিত বিনোদ নাগরবর কান। কহই অমিয়াবাণি হসিত বয়ান।। সুন্দরি কি কহব তোহারি বাখান। অলপে জিতলি তুহুঁ ইহ পাঁচবাণ।। ভুরুয়া কামান নয়ানকোণে এক। আর এক ইষত হাস পরতেক।। করহি সুকুসুম তাহে এক হোয়। কুঞ্চিত কেশ দরশে এক সোয়।। অঙ্গহি অঙ্গ কিরণ কত ভেল। হেরি পরাভর হোই চলি গেল।। […] keyboard_arrow_right
  • রাধা লাগালি পেয়েছি রাজপথে
    রাধা লাগালি পেয়েছি রাজপথে। তিলে তিলে করি লেখা ভাল হইল হলো দেখা অনেক দিবসে মনোরথে।। বিকের করেছ সাজ তাথে কেনে এত লাজ ঘোঙট ঘুচায়ে কহ কথা। নিরবধি তোমা লাগি পথ পানে চেঞা থাকি কহ শুনি কুশল বারতা।। পুরুব পিরীতি খানি পাসরিতে নারি দানী করবা না কর তুমি মনে। আমার বচন ধর খানিক বিশ্রাম কর এতেক […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ প্রেমরসময় কলেবর
    রাধাকৃষ্ণ প্রেমরসময় কলেবর। জয় শ্রীআচার্য্য প্রভু দয়ার সাগর।। অয়ে প্রভু দয়াময় দয়া করে মোরে। কাতর হইয়া ডাকি পাই বড় ডরে।। মোর মন অনিবার সেবিয়া বিষয়। যত পাপে ডুবাইল কহিল না হয়।। তোমার সম্বন্ধ মোতে এই ত বিচার। কৃপা করি কর প্রভু আমার উদ্ধার।। জয় জয় দীনবন্ধু পতিত-পাবন। জয় জয় প্রেম-দাতা দেহ প্রেম-ধন।। এই নিবেদন করোঁ […] keyboard_arrow_right
  • রাধানাথ করুণা করহ আমা
    রাধানাথ করুণা করহ আমা। সাধন ভজন কিছু না করিলুঁ ব্রজে বা না পাই তোমা।। রাধানাথ করুণা করহ চিতে। রহি রহি মোর সংশয় হইছে ভাবিতে হইলুঁ ভীতে।। রাধানাথ সময় হইল শেষ। তব দয়া মোরে নিচয় হইবে কিছু না দেখিয়ে লেশ।। রাধানাথ তোমায় সোঁপিত কায়। রমণী যদি বা কুপথে চলয়ে পতি নামে সে বিকায়।। রাধানাথ লোকে বা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ