• রাধে জয় রাজপুত্রি
    রাধে জয় রাজপুত্রি মম জীবনদয়িতে যাও যাও বঁধু যত বড় তুমি জানা গেল তুয়া চরিতে।। কিঞ্চিদপি কস্মিন্নপ- রাধং নহি করোমি। সঙ্কেত করি আনঘরে যাহ নিশি জাগিয়ে আমি।। মানং মরি মুঞ্চ প্রিয়ে। বচনং শৃণু ধীরে। শুনিবার কিবা কাজ চিহ্ন দেখা যায় সব শরীরে।। গতরাত্রৌ যদভুন্মম দুঃখং শৃণু সরলে। বধিরা হাম কিয়ে শুনায়সি তাহে শুনায়বি বিরলে।। উচিতোনহি […] keyboard_arrow_right
  • রাধে দেখ এক মূরতি মোহন
    রাধে দেখ এক মূরতি মোহন। অনেক যতন করি লিখিয়া এনেছি গো এক মনে কর দরশন।। কানড়া-কুসুম জিনি দলিত অঞ্জন গো নব জলধর জিনি ছটা। কটিতে কিঙ্কিণী পীতাম্বর পরিধান গো ভালে শোভে চন্দনের ফোঁটা।। চাঁচর চিকুর চূড়ে শিখিপুচ্ছ উড়ে গো গলে দোলে বিনোদ বনমালা। বিম্বাধরে বংশী লয়ে কত তান গায় গো চরণে নূপুর করে আলা।। আর […] keyboard_arrow_right
  • রামদাস তোর নাম মোর সনে সদা কাম
    রামদাস তোর নাম মোর সনে সদা কাম ভায়্যা ভায়্যা ডাক গৌরাঙ্গ। সুদাম সুদাম বোলে এই মাত্র করে রোলে তোমা সঙ্গ নহে যেন ভঙ্গ।। আরে মোর সুদাম রঙ্গিয়া। এবে নাম অভিরাম আমা সনে তোর কাম ডাকে মোর নিতাই সঙ্গিয়া। বৃন্দাবন পড়ে মনে থাকে নব বৃন্দাবনে ডাকে কেনে রাধা রাধা বলি। গদাধর মুখ হেরি মুরছিত গৌরহরি কোলে […] keyboard_arrow_right
  • রামানন্দ স্বরূপের সনে
    রামানন্দ স্বরূপের সনে। বসি গোরা ভাবে মনে মনে।। চমকি কহয়ে আলি গালি।। খেনেক বাঁশীরে দেয় গালি।। পুন কহে স্বরূপের পাশে। বাঁশী মোর জাতি কুল নাশে।। ধ্বনি কানে পশিয়া রহিল। বধির সমান মোরে কৈল।। নরহরি মনে মনে হাসে। দেখি এই গৌরাঙ্গ বিলাসে।। keyboard_arrow_right
  • রাস অবসানে অবশ ভেল অঙ্গ
    রাস অবসানে অবশ ভেল অঙ্গ। বৈঠল দুহুঁ জন রভসতরঙ্গ।। শ্রমভরে অঙ্গ ঘাম বহি যায়। কিঙ্করিগণ করু চামরের বায়।। পৈঠল সবহুঁ যমুনা জন মাহ। পানিসমরে দুহুঁ করু অবগাহ।। নাভি মগন জলে মণ্ডলি কেল। দুহুঁ দুহুঁ মেলি করই জলখেল।। কণ্ঠমগন জলে করল পয়ান। চুম্বয়ে নাহ তব সবহুঁ বয়ান।। ছলে বলে কানু রাই লেই গেল। যো অভিলাষ করল […] keyboard_arrow_right
  • রাসরঙ্গথল পরম সুশীতল
    রাসরঙ্গথল পরম সুশীতল সহচরিগণ তহি ঘেরি। দুহুঁ মুখ চাহি পাই পরমানন্দ বাজনযন্ত্রে তন্ত্রে করু মেলি।। রঙ্গিণি রাই রঙ্গিয়া শ্যামরায়। দুহুঁ দুহাঁ চাই দুহুঁক মুচুকায়নি ঝুলাই নূপুর পরবেশল তায়।।ধ্রু।। শ্যামর গোরি হোই অতি উলসিত রচই সরস পরবন্ধ। ইনহি ইনহি মঝু ওর সেঁ গাওব সখিক ভাগ নিরবন্ধ।। নরতন মঙ্গল পরম সুসঙ্কুল গাওত বাওত আলি। রহি রহি পাদ […] keyboard_arrow_right
  • রূপেতে ভ্রমরা গুণে ননীচোরা
    রূপেতে ভ্রমরা গুণে ননীচোরা বিভব ধবলি বসতি গাছে। জাতিতে গোয়াল রাখ ধেনুপাল রাখালিয়া মতি কভু না ঘোচে।। হেদে হে ত্রিভঙ্গ ছার রসরঙ্গ কেন কোলাহল করিছে মিছে। যদি কর গোল শিরে ঢালি ঘোল দিব প্রতিফল বুঝিবে পাছে।। যদি চাহ ভাল ওহে চিকণ কাল ঘনায়ে ঘনায়ে এসো না কাছে। কহে যদুনাথ মথুরার নাথ জান নাকি রাজা কংস […] keyboard_arrow_right
  • রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দীশালে
    রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দীশালে বিষাদ ভাবয়ে মনে মনে। রূপেরে করুণা করি ত্রাণ কৈল গৌরহরি মো অধমে না কৈলা স্মরণে।। মোর কর্ম্ম দোষফাঁদে হাতে পায়ে গলে বান্ধে রাখিয়াছে কারাগারে ফেলি। আপনে করুণা পাশে দৃঢ় করি ধরি কেশে চরণ নিকটে লেহ তুলি।। পশ্চাতে অগাধ জল দুই পাশে দাবানল সম্মুখে সাঁধিল ব্যাধ বাণ। কাতরে হরিণী ডাকে পড়িয়া […] keyboard_arrow_right
  • রোহিনী গো এই আইসে নবঘন-শ্যাম
    রোহিনী গো এই আইসে নবঘন-শ্যাম। বালকমণ্ডলি সঙ্গে ত্রিভঙ্গ ভঙ্গিমা রঙ্গে আগে আগে দেখ বলরাম।। নব কাদম্বিনী জিনি সুকোমল তনুখানি চন্দনের চাঁদ শোভে ভালে। অপরূপ দেখি আর চূড়ায় গুঞ্জার হার শিখি পুচ্ছ ঘন বায় হেলে।। অঙ্গুলি উপরে করি অধরে মুরলি পুরি নাচিতে নাচিতে বনমালী। ব্রজের বালক যত বেড়িয়া আইসে শত করতালি দিয়া বলে ভালি।। খীর সর […] keyboard_arrow_right
  • লুনির পুথলি নব বালা
    লুনির পুথলি নব বালা। কোমল শিরিসকি মালা।। মাধব নিবেদলুঁ তোয়। মরিযাদ রাখবি মোয়।। ঘুমলে জাগা নাহি যায়। নিজপতি ছায়া নাহি চায়।। বলে ছলে আনলুঁ কান। অলপে দেয়বি সমাধান।। দুতিক কাতর ভাষ। কহতহিঁ গোপাল দাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ