সাত পাঁচ সখী সঙ্গে বলিয়াছিলাম রঙ্গে পাপমতি ননদিনী। দেখিয়া আমাকে আক্রোসিয়া ডাকে “আস্য শ্যাম-সোহাগিনী।। রাধা, তোমারে বলিব কি ঠাঞি দুই তিন সে সকল কথা কানেতে শুনিয়াছি ।।ধ্রু।। তুমি কোন দিনে যমুনা-সিনানে গিয়াছিলে নাকি একা। সে শ্যাম সহিতে কদম্বতলাতে হয়াছিল নাকি দেখা।। সে দিন হইতে কানু এই পথে নিতি করে আনাগোনা। রাধা রাধা বলি বাজায় মুরলী […]
keyboard_arrow_right